পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে, অনুমতি প্রধান বিচারপতির - West Bengal Floods

West Bengal Flood: জেলায় জেলায় ঘর-বাড়ি হারিয়ে বানভাসি বহু মানুষ ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 28 জনের ৷ এবার তাতেই জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷

Calcutta High Court on Flood Situation
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 7:55 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর:রাজ্যজুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি ৷ বীরভূম,দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে বানভাসি মানুষ ৷ ঘরবাড়ি হারিয়েছেন বহুজন । সরকারের কোনও পরিকল্পনা নেই । মানুষ ত্রাণ পাচ্ছে না । রাজ্যের সক্রিয় ভূমিকার আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে জানিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ ।

কলকাতা হাইকোর্টে মামলাকারী সুশান্ত জানার আবেদন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও বীরভূমের বন্যাদুর্গত মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও ওষুধের ব্যবস্থা করুক প্রশাসন । উল্লেখ্য, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জন্য মাইথন পাঞ্চেতের মতো ডিভিসির জলাধার থেকে জল ছাড়ার জন্য প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির বিভিন্ন এলাকা ও মেদিনীপুর ঘুরে এটা সম্পূর্ণ ম্যান মেড বন্যা বলে উল্লেখ করে আগেই সরব হয়েছেন ।ঝাড়খণ্ডের তেনুঘাট ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পাশাপাশি ডিভিসি প্রায় আড়াই লক্ষ কিউসেক জল ছেড়েছে । ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড সরকারকে দুষেছেন নিজেদের রাজ্য বাঁচিয়ে পশ্চিমবঙ্গকে ডোবানো হয়েছে বলে । বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য নিজে জেলা সফরে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে তিনি বন্যায় মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা সাহায্য এবং ঘরহারাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন ৷ তবে এদিনও বঙ্গের বন্যার জন্য ডিভিসিকেই দুষেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details