ETV Bharat / state

জেলা সফর থেকে ফিরেই অসুস্থ বিমান, ভর্তি হাসপাতালে

জেলা সফর থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়লেন বিমান বসু ৷ তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

BIMAN BOSE HEALTH UPDATE
বিমান বসু ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 12:09 PM IST

Updated : Nov 12, 2024, 12:27 PM IST

কলকাতা, 12 নভেম্বর: অসুস্থ বর্ষীয়ান বাম নেতা বিমান বসু ৷ জ্বর নিয়ে সোমবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে ৷ আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে দলীয় কর্মসূচি সেরে ফেরার পরেই অসুস্থ বোধ করেন তিনি। গতকাল রাত থেকে তাঁর অসুস্থতা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে ভালো আছেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ তাঁর ঠান্ডা লেগেছে ৷

সিপিআইএমের তরফে জানানো হয়েছে, দিন কয়েক আগে দলীয় কাজে উত্তর দিনাজপুরে গিয়েছিলেন বিমান বসু ৷ সেখান থেকে আরও একটি কর্মসূচিতে মালদা যান ৷ সেই সময়ই প্রথম তিনি অসুস্থ বোধ করেন ৷ কর্মসূচি শেষ করে অসুস্থ শরীরেই রবিবার কলকাতা ফেরেন ৷

জ্বর আসায় সোমবার কলকাতায় একটি বুকস্টল উদ্বোধনে যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি ৷ রাতেও যখন জ্বর কমেনি, তখন হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু, প্রথমে হাসপাতালে যেতে রাজি হননি বিমান ৷ তাঁকে অনেক বোঝানোর পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ অনেক নেতাই বিমান বসুকে হাসপাতালে দেখে এসেছেন ৷

মহম্মদ সেলিম বলেন, "বিমানদা-র বয়স হয়েছে ৷ তার মধ্যে দলীয় কাজে জেলা সফরে গিয়েছিলেন ৷ সেই কারণেই হয়তো ঠান্ডা লেগেছে ৷ কিন্তু, আজ তাঁর বেশ কয়েকটি পরীক্ষা করানো হবে ৷ ঠান্ডা লেগেই জ্বর নাকি অন্য কোনও কারণে, তা রিপোর্ট এলেই জানা যাবে ৷"

এ নিয়ে সিপিআইএমের আর এক নেতার কথায়, "এখন ঠিক আছেন ৷ বয়সটাও তো হয়েছে ৷ আমার নিজেরই বয়স 65 বছর ৷ তাতেই ছোটাছুটি করতে সমস্যা হয় ৷ অথচ, 85 বছর বয়সেও একটা লোক এখনও মিছিলে হাঁটেন ৷ মাইকে বক্তৃতা করেন ৷ নতুন প্রজন্মকে উৎসাহ দেন ৷ ত্যাগ আর বামপন্থার প্রতি ভালোবাসা না-থাকলে এটা করতে পারতেন না ৷ সেই কারণেই এখনও জেলায় কর্মসূচিতে যান ৷"

কলকাতা, 12 নভেম্বর: অসুস্থ বর্ষীয়ান বাম নেতা বিমান বসু ৷ জ্বর নিয়ে সোমবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে ৷ আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে দলীয় কর্মসূচি সেরে ফেরার পরেই অসুস্থ বোধ করেন তিনি। গতকাল রাত থেকে তাঁর অসুস্থতা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে ভালো আছেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ তাঁর ঠান্ডা লেগেছে ৷

সিপিআইএমের তরফে জানানো হয়েছে, দিন কয়েক আগে দলীয় কাজে উত্তর দিনাজপুরে গিয়েছিলেন বিমান বসু ৷ সেখান থেকে আরও একটি কর্মসূচিতে মালদা যান ৷ সেই সময়ই প্রথম তিনি অসুস্থ বোধ করেন ৷ কর্মসূচি শেষ করে অসুস্থ শরীরেই রবিবার কলকাতা ফেরেন ৷

জ্বর আসায় সোমবার কলকাতায় একটি বুকস্টল উদ্বোধনে যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি ৷ রাতেও যখন জ্বর কমেনি, তখন হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু, প্রথমে হাসপাতালে যেতে রাজি হননি বিমান ৷ তাঁকে অনেক বোঝানোর পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ অনেক নেতাই বিমান বসুকে হাসপাতালে দেখে এসেছেন ৷

মহম্মদ সেলিম বলেন, "বিমানদা-র বয়স হয়েছে ৷ তার মধ্যে দলীয় কাজে জেলা সফরে গিয়েছিলেন ৷ সেই কারণেই হয়তো ঠান্ডা লেগেছে ৷ কিন্তু, আজ তাঁর বেশ কয়েকটি পরীক্ষা করানো হবে ৷ ঠান্ডা লেগেই জ্বর নাকি অন্য কোনও কারণে, তা রিপোর্ট এলেই জানা যাবে ৷"

এ নিয়ে সিপিআইএমের আর এক নেতার কথায়, "এখন ঠিক আছেন ৷ বয়সটাও তো হয়েছে ৷ আমার নিজেরই বয়স 65 বছর ৷ তাতেই ছোটাছুটি করতে সমস্যা হয় ৷ অথচ, 85 বছর বয়সেও একটা লোক এখনও মিছিলে হাঁটেন ৷ মাইকে বক্তৃতা করেন ৷ নতুন প্রজন্মকে উৎসাহ দেন ৷ ত্যাগ আর বামপন্থার প্রতি ভালোবাসা না-থাকলে এটা করতে পারতেন না ৷ সেই কারণেই এখনও জেলায় কর্মসূচিতে যান ৷"

Last Updated : Nov 12, 2024, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.