ETV Bharat / bharat

ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত 6 পড়ুয়া - DEHRADUN ROAD ACCIDENT

ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ ট্রাকের সঙ্গে ইনোভা গাড়ির ধাক্কায় মৃত 6 পড়ুয়া ৷ এলাকায় শোকের ছায়া ৷

DEHRADUN ROAD ACCIDENT
দেরাদুনে ভয়াবহ পথ দুর্ঘটনা (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 1:09 PM IST

দেরাদুন, 12 নভেম্বর: ভয়াবহ দুর্ঘটনা ! ট্রাকের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে প্রাণ গেল 6 জন পড়ুয়ার ৷ গুরুতর আহত আরও একজন ৷ স্থানীয় সিনার্জি হাসপাতালে আহত ছাত্রের চিকিৎসা চলছে বলে খবর ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনে ৷ ঘটনার পর পলাতক ট্রাক চালক ৷

পুলিশ সূত্রে খবর, ইনোভা গাড়িতে করে বাড়ি ফিরছিল 3 জন ছাত্রী ও 4 জন ছাত্র ৷ গভীর রাতে দেরাদুনের ওএনজিসি চকের কাছে একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি ৷ সঙ্গে সঙ্গে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ গুরুতর আহত অবস্থায় পড়ুয়াদের উদ্ধার করে দুন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে 6 জন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ৷ বাকি একজনের চিকিৎসা চলছে ৷

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ট্রাক ফেলে রেখে পালিয়ে যান চালক ৷ স্থানীয়দের অভিযোগ, ইনোভা গাড়িটির গতি দ্রুত থাকায় এই বিপত্তি ৷ পুলিশ জানিয়েছে, ট্রাকটি কিষাণ নগর চক ও ইনোভা গাড়িটি বল্লুপুর চক থেকে আসছিল ৷ ওএনজিসি চকের কাছে ট্রাকটিকে ইনোভা গাড়িটি ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে ৷

পুলিশের তথ্য অনুযায়ী, মৃতরা হলেন 19 বছরের গুনীত, 23 বছরের কুনাল কুক্রেজা ও নব্যা গয়াল, 24 বছরের অতুল আগরওয়াল, 20 বছরের কামাক্ষী ও 24 বছরের ঋষভ জৈন ৷ অন্যদিকে, 25 বছরের সিদ্ধেশ আগরওয়ালের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গে এসপি সিটি প্রমোদ কুমার বলেন, "সোমবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতরা সকলেই দেরাদুন কলেজের পড়ুয়া ৷ তাঁদের সকলের বয়স 19 থেকে 24 বছরের মধ্যে ৷ গভীর রাতেই তাঁদের পরিবারকে খবর দেওয়া হয় ৷" পুলিশের তরফে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা ! নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, মৃত 36 জনের বেশি

দেরাদুন, 12 নভেম্বর: ভয়াবহ দুর্ঘটনা ! ট্রাকের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে প্রাণ গেল 6 জন পড়ুয়ার ৷ গুরুতর আহত আরও একজন ৷ স্থানীয় সিনার্জি হাসপাতালে আহত ছাত্রের চিকিৎসা চলছে বলে খবর ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনে ৷ ঘটনার পর পলাতক ট্রাক চালক ৷

পুলিশ সূত্রে খবর, ইনোভা গাড়িতে করে বাড়ি ফিরছিল 3 জন ছাত্রী ও 4 জন ছাত্র ৷ গভীর রাতে দেরাদুনের ওএনজিসি চকের কাছে একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি ৷ সঙ্গে সঙ্গে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ গুরুতর আহত অবস্থায় পড়ুয়াদের উদ্ধার করে দুন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে 6 জন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ৷ বাকি একজনের চিকিৎসা চলছে ৷

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ট্রাক ফেলে রেখে পালিয়ে যান চালক ৷ স্থানীয়দের অভিযোগ, ইনোভা গাড়িটির গতি দ্রুত থাকায় এই বিপত্তি ৷ পুলিশ জানিয়েছে, ট্রাকটি কিষাণ নগর চক ও ইনোভা গাড়িটি বল্লুপুর চক থেকে আসছিল ৷ ওএনজিসি চকের কাছে ট্রাকটিকে ইনোভা গাড়িটি ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে ৷

পুলিশের তথ্য অনুযায়ী, মৃতরা হলেন 19 বছরের গুনীত, 23 বছরের কুনাল কুক্রেজা ও নব্যা গয়াল, 24 বছরের অতুল আগরওয়াল, 20 বছরের কামাক্ষী ও 24 বছরের ঋষভ জৈন ৷ অন্যদিকে, 25 বছরের সিদ্ধেশ আগরওয়ালের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গে এসপি সিটি প্রমোদ কুমার বলেন, "সোমবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতরা সকলেই দেরাদুন কলেজের পড়ুয়া ৷ তাঁদের সকলের বয়স 19 থেকে 24 বছরের মধ্যে ৷ গভীর রাতেই তাঁদের পরিবারকে খবর দেওয়া হয় ৷" পুলিশের তরফে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা ! নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, মৃত 36 জনের বেশি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.