পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের মাঝে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন তাপস রায় ও তমোঘ্ন ঘোষ, কিন্তু কেন ? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

X Category Security: এবার ভোটের মাঝেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল কলকাতা উত্তরের বিজেপি পদপ্রার্থী তাপস রায় এবং কলকাতা উত্তরের বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষকে ৷ দু'জনেই এক্স ক্যাটাগরির নিরাপত্তা পেলেন । তাহলে কি তাঁদের উপর হামলার আশঙ্কা করছেন নেতৃত্ব ?

X Category Security
এক্স ক্যাটাগরির নিরাপত্তা বিজেপি নেতাদের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 1:49 PM IST

কলকাতা, 4 মে:তৃতীয় দফা লোকসভা নির্বাচনের আগে এবার কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় এবং কলকাতা উত্তরের জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ । শুক্রবার রাত থেকেই দুই বিজেপি নেতাকে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে 'এক্স' ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে । এক্স ক্যাটাগরির ক্ষেত্রে চারজন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে মোতায়েন করা হয় নিরাপত্তায় ৷ যদিও ডিউটিতে থাকেন দু'জন করে । অর্থাৎ 24 ঘণ্টায় দু'জন করে চার জন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেহরক্ষী হিসেবে মোতায়ন থাকবেন তাপস রায় ও তমোঘ্ন ঘোষের ।

'এক্স' ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে কলকাতা উত্তরের বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ জানান, রাজ্যে বিজেপি নেতা থেকে শুরু করে প্রার্থী এবং কার্যকর্তাদের উপরে হামলার ঘটনা লেগেই রয়েছে । ভবিষ্যতে তাপস রায় এবং তাঁর উপরেও হামলা হতে পারে ৷ সেই আশঙ্কাতেই স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে তাঁদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে ।

তিনি বলেন, "এখানে লাগাতার অশান্তি লেগেই রয়েছে । সম্প্রতি আমার বাড়িতেও হামলা করা হয়েছিল । অন্যদিকে তাপস রায়ের সঙ্গেও বেশ কয়েকবার শাসকদলের ঝামেলা হয়েছে । এখানে দিনেদুপুরে রাজনৈতিক হত্যা হচ্ছে । কিছুদিন আগেই 36 নম্বর ওয়ার্ডের এক কংগ্রেস কর্মীকে হত্যা করা হয়েছে । তার আগে রাতের অন্ধকারে বিজেপির এক কর্মকর্তাকে মারধর করে প্রায় আধমরা করে দেওয়া হয় ৷ এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ।"

জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের আরও একাধিক বিজেপি নেতাদের এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে । সম্প্রতি সন্দেশখালি 'লড়াকু কন্যা' বিজেপি প্রার্থী রেখা পাত্রকেও দেওয়া হয় এক্স ক্যাটাগরির নিরাপত্তা । ওইদিনই আরও পাঁচজন বিজেপি প্রার্থীদেরও দেওয়া হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা । তার আগে তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন ।

এর পাশাপাশি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে । ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু এবং বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহাও পেয়েছেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা । অন্যদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালকে দেওয়া হয়েছে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা । এছাড়াও জয়নগর ও মথুরাপুরের প্রার্থী অশোক কাণ্ডারি এবং অশোক পুরকাইতও পেয়েছেন এক্স ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালির রেখা পাত্র-সহ ছয় বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা
  2. দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হওয়ায় বিষ্ণুপ্রসাদের নিরাপত্তা প্রত্যাহার কেন্দ্রের
  3. অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ 4 বিজেপি নেতার নিরাপত্তার মেয়াদ বাড়াল কেন্দ্র

ABOUT THE AUTHOR

...view details