পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলবিরোধী কাজের জন্য বরখাস্ত, শোকজও করা হল অভিজিৎ দাস ববিকে - ABHIJIT DAS SUSPENDED BY BJP - ABHIJIT DAS SUSPENDED BY BJP

BJP suspends Abhijit Das alias bobby for anti-party activities: দলবিরোধী কাজের জন্য সাময়িক বরখাস্ত করা হয় অভিজিৎ দাস ববিকে ৷ পাশাপাশি তাঁকে শোকজও করেছে বিজেপি ৷ 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন বিজেপি-র অভিজিৎ দাস ববি ৷

Abhijit Das Suspend
অভিজিৎ দাস ববি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 3:38 PM IST

Updated : Jun 19, 2024, 5:57 PM IST

কলকাতা, 19 জুন:নির্বাচন মিটতেইদল থেকে বরখাস্ত করা হল বিজেপি নেতা অভিজিৎ দাস ববিকে ৷ এবারের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি ৷ তবে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে 7 লক্ষ 10 হাজার 930 ভোটে পরাজিত হন ববি ৷ এদিকে ভোটের পর দল বিরোধী কাজের অভিযোগে তাঁকে সাময়িক দল থেকে বরখাস্ত করল বিজেপি নেতৃত্ব ৷

মঙ্গলবার ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল ৷ তাঁদের সামনেই বিজেপির একাংশের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়। অভিযোগ, এই বিক্ষোভের সময়ে অভিজিৎ দাস থাকলেও, তিনি নিষ্ক্রিয় ছিলেন । তাই দল বিরোধী কাজের জন্য তাঁকে 'সাময়িকভাবে' বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি রাজ্যে নেতৃত্বের পক্ষ থেকে তাঁকে চিঠি দিয়ে শোকজও করা হয়েছে বলে খবর ৷ আগামী সাত দিনের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে ৷ রাজ্যের শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে তাঁকে ইতিমধ্যেই শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।

ইটিভি ভারতের পক্ষ থেকে তাঁকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি ৷ প্রসঙ্গত আমতলার পার্টি অফিসে যে বৈঠক ডাকা হয়েছিল সেখানেও তিনি ও তাঁর অনুগামীরা অনুপস্থিত ছিলেন ৷ মূলত আমতলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় দলের বৈঠক ছিল ৷ অভিযোগ, কেন্দ্রীয় দলের সামনে অভিজিৎ দাসের উসকানিতেই বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা ৷ বৈঠকে তাঁর অনুপস্থিত এবং বিক্ষোভের পরিকল্পনার জন্যই তাঁর সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

Last Updated : Jun 19, 2024, 5:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details