পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে এটিএম কার্ড বদলে প্রৌঢ়কে প্রতারণা, 24 ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত - Atm Fraud Case - ATM FRAUD CASE

Durgapur Fraud Case: এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন দুর্গাপুরের এক প্রৌঢ় ৷ এটিএমে থাকা আরেক ব্যক্তি প্রৌঢ়কে টাকা তুলতে সাহায্য করার কথা জানান ৷ প্রৌঢ়ের সুকৌশলে ঠকিয়ে তাঁকে কার্যত নিঃস্ব করে দেন সাহায্যকারী ব্যক্তি ৷

Durgapur Fraud Case
প্রতারণার শিকার দুর্গাপুরের নবীন কুমার সিং (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 8:10 PM IST

দুর্গাপুর, 23 জুলাই: এটিএম খুইয়ে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট সাফাই করার 12 ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত ৷ ধৃত যুবকের নাম সুধাকর কুমার শর্মা ৷ বিহারের গয়ার বাসিন্দা ৷

সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ের একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে যান দুর্গাপুরের নইমনগরের প্রৌঢ় নবীন কুমার সিং ৷ তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কার্ড নিয়ে টাকা তুলতে গিয়েছিলেন ৷ তখন বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছিল ৷ সেই সময় এটিএম কাউন্টারের ভিতরেই দাঁড়িয়েছিলেন সুধাকর কুমার শর্মা ৷

নবীন কুমার সিং এটিএম কাউন্টারে ঢুকতেই ওই কাউন্টারের ভিতরেই এক পাশে গিয়ে দাঁড়ায় সুধাকর ৷ নবীন কুমার এরপরে এটিম মেশিনে কার্ড ঢোকাতেই তাঁর কার্ডটি আটকে যায় ৷ তখন কার্ড বের করতে সাহায্য করছি বলে ভাঙা হাতে সাপোর্ট দেওয়া ব্যাগ আড়াল করে নবীনবাবুর কার্ডটি সুকৌশলে বের করে নেন সুধাকর ৷ আর নবীনবাবুকে দেওয়া হয় অন্য একটি এটিএম কার্ড ৷

নবীনবাবু ওই এটিএম কার্ডটি না-দেখেই বাড়ি নিয়ে চলে আসেন ৷ বাড়িতে ফিরে তিনি দেখেন দফায় দফায় তোলা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা ৷ একের পর এক মেসেজ আসতে থাকে তাঁর মোবাইলে ৷ সেই মেসেজ দেখেই বুঝতে বাকি থাকে না যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে ৷ কয়েক দফায় তোলা হয়েছে 1 লক্ষ 10 হাজার টাকা ৷ তারপরেই দুর্গাপুরের সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নবীন কুমার সিং ৷

তাঁর অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ ৷ আসানসোলের নিয়ামতপুর থেকে সুধাকর কুমার শর্মাকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ ৷ জানা গিয়েছে, সুধাকর কুমার শর্মা বিহারের গয়ার বাসিন্দা ৷ ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ তাকে পুলিশি হেফাজতে নিয়ে প্রতারণা হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালানো হবে ৷ পুলিশের এই সাফল্যে খুশি দুর্গাপুরবাসী ৷

ABOUT THE AUTHOR

...view details