লখনউ, 8 নভেম্বর: মহিলাদের পোশাকের মাপ নিতে পারবেন না কোনও পুরুষ দর্জি ৷ পারবেন না মহিলাদের চুল কাটতেও ৷ একাংশের পুরুষের খারাপ স্পর্শ ও উদ্দেশ্য থেকে মেয়েদের বাঁচাতে এমনই অভিনব প্রস্তাব দিল উত্তরপ্রদেশের মহিলা কমিশন ৷
28 অক্টোবর মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে একটি বৈঠকে এই প্রস্তাব পেশ করেছে মহিলা কমিশন ৷ তাদের এক সদস্য হিমানি আগরওয়াল বলেন, "28 অক্টোবর, মহিলা কমিশনের সভায় একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, শুধুমাত্র মহিলা দর্জিদেরই উচিত মেয়েদের জামা কাপড়ের পরিমাপ নেওয়া। পাশাপাশি সিসিটিভির নজরদারিতেই এই ধরনের কাজ হওয়া উচিত ৷" শুক্রবার সংবাদসংস্থা পিটিআই এই প্রস্তাব সংক্রান্ত বিষয়টি প্রকাশ্য়ে আনে ৷
হিমানি জানান যে, প্রস্তাবটি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান দ্বারা উত্থাপিত হয়েছিল এবং সভায় উপস্থিত সদস্যরা এটিকে সমর্থন করেন । হিমানির কথায়, "আমরা আরও বলেছি, মহিলাদের চুল কাটার জন্য সেলুনগুলিতে শুধুমাত্র মহিলা নাপিতরাই পরিষেবা দেবেন ৷ আমরা মনে করি যে এই ধরণের পেশায় জড়িত পুরুষদের কারণে নারীরা বিভিন্ন জায়গায় শ্লীলতাহানির শিকার হন। কিছু কিছু পুরুষ নারীদের খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করেন ৷ সব পুরুষের যে খারাপ উদ্দেশ্য থাকে তা অবশ্যই নয় ৷ তবে কয়েকজন আছেন যাঁদের উদ্দেশ্য একেবারেই সুবিধের নয় ৷" তিনি আরও জানান, এটি এখনও পর্যন্ত একটি প্রস্তাব মাত্র ৷ মহিলা কমিশন পরবর্তীকালে এই বিষয়ে আইন প্রণয়নের জন্য রাজ্য সরকারকে অনুরোধ করবে।