কলকাতা, 8 নভেম্বর: সব নারীকেই তিনি মাতৃরূপে দেখেন ৷ বিজেপি নেত্রী রেখা পাত্রকে 'কুমন্তব্য' করা নিয়ে জলঘোলা হওয়ায় এমনই সাফাই ফিরহাদ হাকিমের ৷ তাঁর দাবি, মহিলা হিসেবে নয়, হেরে যাওয়া ভোটের প্রার্থী হিসেবেই রেখা পাত্রের উদ্দেশে 'হেরো মাল' শব্দটি ব্যবহার করেছেন তিনি ৷ তবে তাঁর এই মন্তব্যে কোনও ভুল দেখছেন না কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ বরং বিতর্ক আরও উসকে দিয়ে তিনি বলেছেন, 'বিজেপি তো মাল-ই' ৷
সম্প্রতি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে উত্তর 24 পরগনায় হাড়োয়া বিধানসভা কেন্দ্রে প্রচার সমাবেশে গিয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । সেখানেই তাঁর বক্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক । সেখানে তিনি লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ও বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন । রেখা পাত্রকে নিয়ে তাঁকে বলতে শোনা যায়, "হেরো মাল লাফালাফি করছে ।"
এই মন্তব্য নিয়েই ফিরহাদ হাকিমকে তীব্র ভাষায় আক্রমণ করা শুরু করে বিজেপি ৷ একজন মহিলাকে রাজ্যের মন্ত্রী 'মাল' বলে সম্বোধন করছেন এই অভিযোগে সরব হয় বিজেপি নেতৃত্ব ৷ ফিরহাদের এই বক্তব্যের তীব্র নিন্দা করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরিকল্পনাও করেছে দলের একাংশ ৷
এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম শুক্রবার নিজের বক্তব্যের সাফাই দেন ৷ তিনি বলেন, "নারীদের আমি মাতৃরূপে দেখি । হেরে ভূত, হেরো মাল এটা হচ্ছে ভোটের প্রার্থীকে বলা । কোনও নারীর ব্যাপার নয়, বিজেপির ব্যাপার । আমি রেখা পাত্রকে ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি ।"
ফিরহাদ আরও বলেন, "তিন লাখ ভোটে হেরে গিয়েও হেরো মালরা মানে বিজেপি কেসে গিয়েছে (মামলা করেছে)। এটা দুর্ভাগ্যজনক । যদি কারও মনে আঘাত লেগে থাকে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত । কোনও নারীকে অসম্মান করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না । আমার নেত্রী নারী, আমার মা, আমার স্ত্রী, তিন কন্যা, বাড়ির নাতনি সবাই নারী । আমি নারীদের অপমান করব এটা কখনও হতে পারে ? বাংলায় নারীদের সম্মান করি বলেই দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো করি । নারীদের অসম্মান করা বাংলার কৃষ্টি নয় ।"
ফিরহাদ এভাবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দুঃখপ্রকাশ করলেও, এ ব্যাপারে সুর নরম করতে রাজি নন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ এ ব্যাপারে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মদন বলেন, "বিজেপি মালেদের এটা বলার জন্য এফআইআর কী হবে আমি জানি না । তাহলে যাঁরা টিয়া পাখি নিয়ে বসে নানা ভবিষ্যদ্বাণী দেন, তাঁদের সকলের বিরুদ্ধে অভিযোগ হওয়া উচিত ।" মদনের দাবি, "এফআইআর কেন হবে ? মাল বলার মধ্যে কোনও অন্যায় নেই ৷ বিজেপি তো মালই ।"