বোলপুর, 8 নভেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোর কমিটির বৈঠকে থাকবেন অনুব্রত মণ্ডল ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে এই বার্তাই জেলা নেতৃত্বের কাছে পৌঁছে দিলেন বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী ৷ আর তারপরেই তৃণমূল নেত্রীর নির্দেশে কীসের ইঙ্গিত রয়েছে, তারই জবাব খুঁজতে নেমে পড়েছে জেলার রাজনৈতিক মহল ৷
উল্লেখ্য, আগামী 16 নভেম্বর বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির বৈঠক হবে ৷ সেখানে অনুব্রত মণ্ডল থাকবেন নাকি থাকবেন না, সেই নিয়ে জলঘোলা চলছিলই ৷ বিশেষত, বৃহস্পতিবার ঘনিষ্ঠমহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের পর, অনুব্রত কামব্যাকে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল ৷ আর তার 24 ঘণ্টার মধ্যেই তৃণমূল সুপ্রিমোর তরফে নির্দেশ দেওয়া হল যে কোর কমিটির বৈঠকে থাকতে পারবেন অনুব্রত ৷
অভিষেক তাঁর জন্মদিনে ঘনিষ্ঠমহলে ব্যক্তিগত মত হিসেবে জানিয়েছিলেন, বীরভূমে সাংগঠনিক রদবদলের পক্ষে নন তিনি ৷ যে কোর কমিটি তৈরি করা হয়েছিল, তারা লোকসভা নির্বাচনে ভালো কাজ করেছে ৷ তাই সেই কোর কমিটিই থাকুক, এমনটাই তিনি চান ৷ এমনকি, 'আনুগত্য' নয়, 'যোগ্যতা'কে জেলার সংগঠনে গুরুত্ব দেওয়া কথা বলেছিলেন অভিষেক ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর মন্তব্যের ইঙ্গিত ছিল অনুব্রত মণ্ডল ৷ কিন্তু, এমনটা হলে যে, অনুব্রতর বীরভূমের জেলা সভাপতি পদে ফেরা হবে না ! তবে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নয়া কোনও সমীকরণের গন্ধ পাচ্ছে জেলার রাজনৈতিক মহল ৷
এক্ষেত্রে আরও একটি বিষয় উঠে আসছে ৷ তা হল, কোর কমিটির একাংশের সঙ্গে অনুব্রতর সম্পর্ক ৷ আরও স্পষ্ট করে বললে, কাজল শেখ এবং অনুব্রতর সম্পর্ক ৷ প্রশ্ন উঠছে, 16 নভেম্বরের কোর কমিটির বৈঠকে কি ঘুচতে চলেছে কাজল-কেষ্টর দূরত্ব ? এছাড়া, কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডলের ভূমিকা কী হবে ?
অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের সাংগঠনিক হাল ধরার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করেছিলেন ৷ এই কোর কমিটিতে আছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ ৷
দু’বছর পর গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে অনুব্রত ফিরেছেন তাঁর গড়ে ৷ কিন্তু, এখনও সক্রিয় রয়েছে কোর কমিটি ৷ আর, অনুব্রত এবং কাজল শেখের স্নায়ুযুদ্ধও জারি রয়েছে ৷ বিজয়া সম্মীলনীর কোনও মঞ্চে এক সঙ্গে দেখা যায়নি তাঁদের ৷ এমনকি, সংবাদমাধ্যমে দু’জনের ইঙ্গিতপূর্ণ মন্তব্যও ঠান্ডা লড়াইকে স্পষ্ট করে দিয়েছে ৷
অন্যদিকে, কোর কমিটির বৈঠক কেন ডাকা হচ্ছে না, এই নিয়ে একাধিকবার সরব হয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ৷ এসবের মধ্যে এ দিন, বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, 16 নভেম্বর বিকেল 3 টেয় বোলপুরের তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক হবে ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেখানে অনুব্রত মণ্ডল উপস্থিত থাকবেন ৷
বিকাশ রায়চৌধুরী বলেন, "আমাদের নেত্রী যেমন নির্দেশ দিয়েছেন সেই মতো কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে ৷ এই বৈঠকে অনুব্রত মণ্ডল থাকবেন ৷ আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই, এই ধারনা দূর করতেই সাংবাদিক বৈঠক ডেকেছি ৷ আমরা বৈঠকে সিদ্ধান্ত নেব আগামীর কর্মসূচি কী হবে ৷ সবার মতামত নিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হবে ৷"