পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সদস্য কমল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি ব়্যাগিং কমিটি ও স্কোয়াডে - Jadavpur University

Jadavpur University: সদস্য কমল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি ব়্যাগিং কমিটি ও অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডে ৷ এবার অ্যান্টি ব়্যাগিং কমিটির তালিকায় রয়েছেন 27 জন । অন্যদিকে, অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডের তালিকায় রয়েছে 19 জনের নাম ।

ETV BHARAT
সদস্য কমল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি রাগিং কমিটি ও স্কোয়াডে (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 12:34 PM IST

কলকাতা, 17 জুলাই: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন বছরের জন্য গঠিত হল অ্যান্টি ব়্যাগিং কমিটি এবং অ্যান্টি ব়্যাগিং স্কোয়াড । তবে অ্যান্টি ব়্যাগিং কমিটি এবং স্কোয়াড এই দুয়ের তালিকাই এবার গত বছরের থেকে ছোট করা হয়েছে । গত বছর এই দুই তালিকাতে দেখা গিয়েছিল 55 জনের নাম । সেখানে এবার অ্যান্টি ব়্যাগিং কমিটিতে রয়েছে 27 জনের নাম । অন্যদিকে, অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডে রয়েছে 19 জনের নাম ।

নতুন বর্ষের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগেই গঠন করে নেওয়া হয়েছে এই দুই তালিকা । তবে কেন এই তালিকা এবার গত বছরের থেকে ছোট করে দেওয়া হল ? তার কারণ হিসাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত জানিয়েছেন, "অতিরিক্ত লোক থাকলে বৈঠকে সমস্যা হয় । বৈঠক পরিচালনা করতে এবং সিদ্ধান্ত নিতে সমস্যা তৈরি হয় । সেই কারণে এই তালিকা ছোট করে দেওয়া হয়েছে ।"

এছাড়াও এই বছর প্রথম বর্ষে ঢোকার আগে বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । গত বছর থেকেই একাধিক সেমিনার করা হয়েছে । প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য হস্টেলগুলিতে আগাম নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে মর্মান্তিক এক ঘটনা । বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যু ঘটে । সে মৃত্যুর নেপথ্যে উঠে এসেছিল ব়্যাগিংয়ের অভিযোগ । সেই সময় দেখা গিয়েছিল নতুন করে অ্যান্টি ব়্যাগিং কমিটি বা অ্যান্টি ব়্যাগিং স্কোয়াড তৈরি হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । এমনকি সেই তালিকা বিশ্ববিদ্যালয়ের কোথাও দেখা যায়নি । তবে ওই ছাত্রমৃত্যুর পর রাজ্যজুড়ে শোরগোল পড়ে যাওয়ায়, তার পর থেকে কড়াকড়ি শুরু হয়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ।

ABOUT THE AUTHOR

...view details