পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে আসছে মানবাধিকারের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যাবে সন্দেশখালি - মানবাধিকার লংঘ

High Power Fact Finding Committee: আগামী 24 ফেব্রুয়ারি দু'দিনের সফরে রাজ্যে আসছে হিউম্যান রাইটস ভায়োলেশন ফ্যাক্ট ফাইন্ডিং টিম ৷ সন্দেশখালির পাশাপাশি যাবে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ৷ শুনবে মহিলা থেকে সাধারণ মানুষের কথা ৷

High Power Fact Finding Committee
ফ্যাক্ট ফাইন্ডিং টিম

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 7:40 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পর এবার সন্দেশখালিতে যাবে হিউম্যান রাইটস ভায়োলেশন ফ্যাক্ট ফাইন্ডিং টিম । সন্দেশখালিতে বারে বারে মহিলাদের উপর নির্যাতন ও মানবাধিকার লংঘন করার অভিযোগ উঠেছে । তাই এবার সেই বিষয়ে অনুসন্ধান করতেই ছয় সদস্যের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছে সন্দেশখালিতে । তারা দু'দিনের রাজ্য সফরে আসতে চলেছে বাংলায় ।

চলতি মাসের 24 ও 25 তারিখ এই দল যাবে সন্দেশখালিতে । প্রথমে 24 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনায় সফর করবে তারা । দলের সফর সূচি অনুসারে, ওই দিন বেলা 11টা নাগাদ বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত রামপুর যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম । তারপর বেলা 12টা নাগাদ ক্যানিংয়ের বাঁশরায় যাবে তারা । এরপর বেলা 2টো নাগাদ বকুলতলা থানার অন্তর্গত বাইশাটা যাবে । তারপর বেলা 2টো 45মিনিট নাগাদ কুলতলির চুপরিঝারায় যাবে এবং বেলা সাড়ে 3টে নাগাদ কুলতলির নলগোড়ায় যাওয়ার কথা রয়েছে এই দলের ।

পরের দিন অর্থাৎ 25 ফেব্রুয়ারি উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল যাবে উত্তর 24 পরগনায় । কলকাতা থেকে সকাল 9টায় রওনা দেবে তারা ৷ 11টা নাগাদ ধামখালি ঘাটে পৌঁছবে । এরপর সাড়ে 11টা থেকে 12টা 15মিনিটে পর্যন্ত সন্দেশখালির পাত্রপাড়া ঘুরে সবার সঙ্গে কথা বলবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা । এরপর 12টা 20 থেকে 1টা 15 মিনিট পর্যন্ত মাঝের পাড়ায় ঘুরে সবার কথা শুনবেন তাঁরা । তারপর 1টা 15মিনিট থেকে বেলা 3টে পর্যন্ত নতুন পাড়া পরিদর্শন করবেন প্রতিনিধি দল । এরপর 3টে 20 মিনিট থেকে 4টে পর্যন্ত নস্কর পাড়া রাস মন্দির যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম ।

এই কমিটি নেতৃত্বে রয়েছেন পটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এল নর্শিমা রেড্ডি ৷ এছাড়াও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে রয়েছেন প্রাক্তন আইপিএস রাজপাল সিং, আইনজীবী চারু ওয়ালি খান্না ৷ তিনি মূলত মহিলাদের অধিকার সংক্রান্ত মামলা করে থাকেন ৷ আইনজীবী অম প্রকাশ ভিয়াস, প্রবীণ সাংবাদিক সঞ্জীব নায়েক এবং আইনজীবী ভাবনা বাজাজ ।

প্রসঙ্গত, 2022 সালের ডিসেম্বর মাসে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এল নর্শিমা রেড্ডির নেতৃত্বে এমনই এক কমিটি রাজ্যে এসেছিল । মূলত বাংলায় বিভিন্ন সময় একাধিক জায়গায় থেকে মানবাধিকার লংঘনের অভিযোগ গিয়েছিল কমিটির কাছে । তাই সরজমিনে এই বিষয়ের সত্যতা যাচাই করতেই রাজ্যে এসেছিল এই হাই পাওয়ার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালির পথে বাধা, কলকাতায় ফিরে রাজ্যপালকে রিপোর্ট দেবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম
  2. সন্দেশখালি যাওয়ার পথে রামপুরে বিজেপির ফ্যাক্ট ফাউন্ডিং দলকে আটকে দিল পুলিশ
  3. পুলিশি বাধার পর হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালিতে শুভেন্দু

ABOUT THE AUTHOR

...view details