কলকাতা, 20 ফেব্রুয়ারি: বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পর এবার সন্দেশখালিতে যাবে হিউম্যান রাইটস ভায়োলেশন ফ্যাক্ট ফাইন্ডিং টিম । সন্দেশখালিতে বারে বারে মহিলাদের উপর নির্যাতন ও মানবাধিকার লংঘন করার অভিযোগ উঠেছে । তাই এবার সেই বিষয়ে অনুসন্ধান করতেই ছয় সদস্যের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছে সন্দেশখালিতে । তারা দু'দিনের রাজ্য সফরে আসতে চলেছে বাংলায় ।
চলতি মাসের 24 ও 25 তারিখ এই দল যাবে সন্দেশখালিতে । প্রথমে 24 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনায় সফর করবে তারা । দলের সফর সূচি অনুসারে, ওই দিন বেলা 11টা নাগাদ বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত রামপুর যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম । তারপর বেলা 12টা নাগাদ ক্যানিংয়ের বাঁশরায় যাবে তারা । এরপর বেলা 2টো নাগাদ বকুলতলা থানার অন্তর্গত বাইশাটা যাবে । তারপর বেলা 2টো 45মিনিট নাগাদ কুলতলির চুপরিঝারায় যাবে এবং বেলা সাড়ে 3টে নাগাদ কুলতলির নলগোড়ায় যাওয়ার কথা রয়েছে এই দলের ।
পরের দিন অর্থাৎ 25 ফেব্রুয়ারি উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল যাবে উত্তর 24 পরগনায় । কলকাতা থেকে সকাল 9টায় রওনা দেবে তারা ৷ 11টা নাগাদ ধামখালি ঘাটে পৌঁছবে । এরপর সাড়ে 11টা থেকে 12টা 15মিনিটে পর্যন্ত সন্দেশখালির পাত্রপাড়া ঘুরে সবার সঙ্গে কথা বলবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা । এরপর 12টা 20 থেকে 1টা 15 মিনিট পর্যন্ত মাঝের পাড়ায় ঘুরে সবার কথা শুনবেন তাঁরা । তারপর 1টা 15মিনিট থেকে বেলা 3টে পর্যন্ত নতুন পাড়া পরিদর্শন করবেন প্রতিনিধি দল । এরপর 3টে 20 মিনিট থেকে 4টে পর্যন্ত নস্কর পাড়া রাস মন্দির যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম ।