কলকাতা, 9 মে: পোষ্য নিয়ে প্রবেশ করা যাবে না রবীন্দ্র সরোবরে । সময়ের সঙ্গে সেই শিথিল হয়েছিল নিয়ম । তবে ফের রবীন্দ্র সরোবরের গেটের বাইরে সেই নির্দেশিকা ও নিরাপত্তারক্ষীদের কড়া মনোভাবের জেরে ক্ষুব্ধ পোষ্যপ্রেমীরা । সরোবর রক্ষাকারী কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিকে বিকল্প প্রস্তাব দিতে চলেছেন তাঁরা ।
কাকভোর থেকেই প্রাতঃভ্রমণকারীরা পৌঁছে যান রবীন্দ্র সরোবরে । হাঁটাহাঁটি, ব্যায়াম মাঝে মধ্যে বিশ্রাম । তবে তার মাঝেই ঘটে বিক্ষিপ্ত সমস্যা । হাঁটার পথে যথেচ্ছভাবে রাস্তায় পড়ে থাকে কুকুরের মলমূত্র । দূষিত শহরে শুদ্ধ বাতাস নিতে এসে বিশ্রী গন্ধে নাকপাতা দায় হয়ে উঠেছে । কেউ কেউ আবার খেতে দেন উচ্ছিষ্ট পড়ে থাকে । এইসব নোংরা পরিষ্কার করার দায় এসে পড়ে কেএমডিএ কর্তৃপক্ষের ঘাড়ে । করোনা আগে বছর পাঁচ বন্ধ ছিল প্রবেশে । ফের শুরু হয় । এবার এইসব অতিষ্ঠ হয়ে ফের নির্দেশিকা টাঙাল তারা । নিরাপত্তারক্ষীরা সতর্ক । ফলে পোষ্য নিয়ে এলে ঢুকতে দেওয়া হচ্ছে না ভিতরে । অনেক পোষ্যকে আশপাশের ফুটপাতের রাস্তায় মলমূত্র ত্যাগ করাচ্ছে মালিকরা । লেক রক্ষা করতে গিয়ে আশপাশের এলাকা অপরিচ্ছন্ন হয়ে উঠছে ।
কেএমডি-এর এই সিদ্ধান্তে খুশি ভ্রমণকারীরা ৷ সৌমেন্দ্রমোহন ঘোষের কথায়,"দেশের বিভিন্ন শহরে পৌরসভার নিয়ম আছে পোষ্যদের নিয়ে রাস্তায় বের হলে সঙ্গে রাখতে হয় বাধ্যতামূলকভাবে স্কুপ কিট ও জলের বোতল । নাহলে আর্থিক জরিমানা করা হয় । এখানে সেই সব নেই । মলমূত্র ত্যাগ করলে দায়িত্ব মালিকদের নিতে হবে ।"