দার্জিলিং, 20 ডিসেম্বর: মাওবাদী মোকাবিলায় এসএসবির প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন রানিডাঙায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) 61তম প্রতিষ্ঠা দিবসে বাহিনীর শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন অমিত শাহ । আর সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই এদিন এসএসবির উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি ।
এদিন অমিত শাহ বলেন, "বন্ধ সীমান্তে কাজ করা অনেকটা সুবিধাজনক । সেই সীমান্ত দিয়ে কেউ পারাপার করতে পারে না । ফলে কাজ করা অনেকটা সহজ । কিন্তু যেখানে মুক্ত সীমান্ত থাকে, সেখানে জওয়ানদের কাজ অনেকটাই বেশি কঠিন ও জটিল । সেদিক দিয়ে এসএসবি যে ভূমিকা পালন করছে, তা সত্যি অনস্বীকার্য । আমার বলতে দ্বিধা নেই যে আমরা আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র নেপাল ও ভুটানের সীমান্ত নিয়ে একদমই চিন্তিত নই ।"
পাশাপাশি এদিন শিলিগুড়ি করিডোর ও জম্মু কাশ্মীর নিয়ে তিনি বলেন, "শিলিগুড়ি করিডোর ভৌগলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ । আর শিলিগুড়িতে এসএসবির হেডকোয়ার্টার থাকায়, তা আমাদের অনেকটাই নিশ্চিন্ত করেছে । জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ প্রতিরোধে দারুণ ভূমিকা নিয়েছে এসএসবি । ছ’শোর বেশি মাওবাদীকে গ্রেফতার করা ও 15 জন মাওবাদীর নাশ করতে সক্ষম হয়েছেন এসএসবি জওয়ানরা । একইভাবে 19 জন জঙ্গিকে খতম করেছেন জওয়ানরা । বিহার, ঝাড়খণ্ডে যেখানে মাওবাদী কার্যকলাপ বন্ধ করতে সক্ষম হয়েছে এবং উত্তরাখণ্ডেও মাওবাদ দমনের কাজ করছে এসএসবি । ইতিমধ্যে 14 জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে ।"