পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিকাশ ভবনের সামনে এআইডিএসও বিক্ষোভে উত্তাল বিধাননগর, চলল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - AIDSO Agitation - AIDSO AGITATION

AIDSO Protest: কলেজে দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু ও নিট পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাল এআইডিএসও ৷ পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ ৷

AIDSO Protest in front of Bikash Bhavan
এআইডিএসও-র বিকাশ ভবন অভিযান (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 4:00 PM IST

Updated : Jun 13, 2024, 4:46 PM IST

সল্টলেক, 13 জুন: এআইডিএসও-র বিকাশ ভবন অভিযান ঘিরে সল্টলেকে ধুন্ধুমার । বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চলল পুলিশের । পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে গেল পুলিশ ।

এআইডিএসওর বিকাশ ভবন অভিযান (নিজস্ব ভিডিয়ো)

বৃহস্পতিবার দুপুরে এআইডিএসওর বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিধাননগর । এআইডিএসওর সমর্থকরা করুণাময়ীর সামনে জমায়েত করে ৷ সেখান থেকে মিছিল করে তারা বিকাশ ভবনের দিকে এগোয় । তাদের দাবি, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের এক মাস হয়ে গেলেও বেসরকারি কলেজে এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি ৷ অতি দ্রুত এই ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে । এছাড়াও নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগেও এদিন সরব হন বিক্ষোভকারীরা ৷

মিছিল করে বিকাশ ভবনের দিকে খানিকটা এগোনোর পরেই এই মিছিলকে আটকে দেয় বিধাননগর পুলিশ । তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এআইডিএসওর সমর্থকদের । তাদেরকে টেনে হিঁচড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ । এদের মধ্যে বেশ কয়েকজন দৌড়ে বিকাশ ভবনের দিকে এগিয়ে যায় । পাশাপাশি আরও একদল এআইডিএসও-র সমর্থকরা বিকাশ ভবনের সামনে এসে পৌঁছয় ।

বিকাশ ভবনের মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা । এরপরই পুলিশের সঙ্গে বচসা বাধে তাদের । তাদেরকে ঘটনাস্থল থেকে সরে যেতে বললেও তারা পুলিশের কথা শুনতে রাজি হয়নি । এরপরই পুলিশ বিক্ষোভকারীদের জোর করে বিকাশ ভবনের সামনে থেকে সরিয়ে নিয়ে যায় । তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ ৷ সব মিলিয়ে এআইডিএসও-র অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী ও বিকাশ ভবন চত্বর ।

এদিকে আজ সুপ্রিম কোর্টে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি নিয়ে শুনানি হয় ৷ সেখানে কেন্দ্র পরিষ্কার জানিয়ে দিয়েছে, পরীক্ষার্থীদের গ্রেস মার্কস দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার ৷ আগামী 23 জুন ফের নিট-ইউজি পরীক্ষা হবে ৷ তাতে বসার সুযোগ পাবেন 1 হাজার 563 জনপরীক্ষার্থী ৷ আর তাঁরা যদি পরীক্ষায় বসতে না চান তাহলে, গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বর বাদ দিয়ে আগের পরীক্ষায় তাঁদের প্রাপ্ত নম্বরকেই ফলাফল হিসেবে ধরা হবে ৷

Last Updated : Jun 13, 2024, 4:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details