পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলায় জোটে জট ! সিপিএমের সঙ্গে আসন সমঝোতায় দিল্লির কোর্টে বল ঠেললেন অধীর চৌধুরী - CPIM

Lok Sabha Elections 2024: কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তৃণমূলকে বারবার দরজা খোলা থাকার কথা বললেও শাসকদলের তরফে কোনও সাড়া মেলেনি ৷ বঙ্গ সিপিএমও 42টি আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছে ৷ ফলে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তৃণমূল ও সিপিএমের রাজ্যস্তরে জোট অনিশ্চিত ৷

ETV Bharat
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 9:55 AM IST

Updated : Mar 6, 2024, 10:13 AM IST

বাংলায় জোট নিয়ে অনিশ্চিত কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

কলকাতা, 6 মার্চ: তৃণমূলের পর বাংলায় বাম-কংগ্রেস জোটও একপ্রকার অনিশ্চিত ৷ মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর কথাতেই তা একপ্রকার স্পষ্ট ৷ বাংলায় ইন্ডিয়া জোটের বিষয়টি 'দিল্লির বিষয়' বলে সাফ জানিয়ে দিলেন তিনি । পাশাপাশি পশ্চিমবঙ্গ নিয়ে অধীর দাবি করেন, "বাংলায় যেটুকু কংগ্রেস আছে, তা তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাজিত করে টিকে আছে ৷ ফলে, প্রদেশ কংগ্রেস বরাবর এই দুই রাজনৈতিক দলের বিরুদ্ধে দিল্লিকেও তা জানিয়ে দেওয়া হয়েছে ৷ বাকিটা দিল্লির বিষয়।"

সোমবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কংগ্রেসকে সাবধান করে বলেছিলেন, "কংগ্রেসের দোদুল্যমানতা কাটাতে হবে ৷ আমাদের 42 আসনেই প্রার্থী তৈরি ৷" এই বক্তব্যের 24 ঘণ্টার মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য জোট নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে ৷ কারণ, আসন রফার বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার বলেন, "এটা আমার সাবজেক্ট নয়, দিল্লির সাবজেক্ট ৷ সবচেয়ে ভালো, আপনারা দিল্লিকে জিজ্ঞেস করুন ৷ আমার কাছে কোনও নির্দেশ আসেনি ৷ আমরা পশ্চিমবঙ্গে তৃণমূলের দ্বারা লাঞ্ছিত, শোষিত, অত্যাচারিত ৷ এখানে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করে টিকে আছি ৷ এটা বাংলার কংগ্রেসের কাছে স্পষ্ট ৷ বাকিটা জাতীয় স্বার্থে দিল্লি কী করবে, তা দিল্লির লোকেরা বলতে পারবে ৷"

শুধু তাই নয়, আসনরফা নিয়ে এ রাজ্যে সিপিএমের সঙ্গে কথা হয়নি বলেও জানিয়েছেন অধীর চৌধুরী ৷ দিল্লিতে কংগ্রেসে শীর্ষ নেতৃত্ব দরজা খোলার কথা জানালেও প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে বিষয়টি অন্যরকম ৷ কিন্তু, লোকসভা নির্বাচন দোরগড়ায় কড়া নাড়ছে ৷ যে কারণে মহম্মদ সেলিমরা আর অপেক্ষা করতে নারাজ ৷

আলিমুদ্দিন স্ট্রিটের স্পষ্ট বক্তব্য, বিধান ভবনকে দোদুল্যমানতা কাটাতে হবে ৷ না-হলে একলা চলোর পথে হাঁটতে পারে বামেরা ৷ যদিও সিপিএম রাজ্য সম্পাদক সেলিম গতকালই জানিয়েছিলেন, "আমরা 42 আসনের প্রার্থী তালিকা নিয়ে বসে আছি ৷ তারপরও কংগ্রেস এবং আইএসএফের অপেক্ষায় আছি ৷ কারণ, আমরা চাই তৃণমূল-বিজেপি বিরোধী সব রাজনৈতিক দল একজোট হয়ে লড়াই করুক ৷ কিন্তু, তাই বলে দীর্ঘদিন সময় দেওয়া যায় না ৷ কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ করতে হবে ৷"

আরও পড়ুন:

  1. 42 আসনেই প্রার্থী দিতে প্রস্তুত বামেরা, কংগ্রেসের দোদুল্যমানতা কাটাতে আর্জি সেলিমের
  2. 'বিচারপতির আসনে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ', অভিষেকের নিশানায় অভিজিৎ
  3. "একমাস আগেও বাড়িতে মার্কসের ছবি ছিল", বিজেপিমুখো অভিজিতকে বেনজির আক্রমণ কল্যাণের
Last Updated : Mar 6, 2024, 10:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details