কলকাতা, 6 মার্চ: তৃণমূলের পর বাংলায় বাম-কংগ্রেস জোটও একপ্রকার অনিশ্চিত ৷ মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর কথাতেই তা একপ্রকার স্পষ্ট ৷ বাংলায় ইন্ডিয়া জোটের বিষয়টি 'দিল্লির বিষয়' বলে সাফ জানিয়ে দিলেন তিনি । পাশাপাশি পশ্চিমবঙ্গ নিয়ে অধীর দাবি করেন, "বাংলায় যেটুকু কংগ্রেস আছে, তা তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাজিত করে টিকে আছে ৷ ফলে, প্রদেশ কংগ্রেস বরাবর এই দুই রাজনৈতিক দলের বিরুদ্ধে দিল্লিকেও তা জানিয়ে দেওয়া হয়েছে ৷ বাকিটা দিল্লির বিষয়।"
সোমবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কংগ্রেসকে সাবধান করে বলেছিলেন, "কংগ্রেসের দোদুল্যমানতা কাটাতে হবে ৷ আমাদের 42 আসনেই প্রার্থী তৈরি ৷" এই বক্তব্যের 24 ঘণ্টার মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য জোট নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে ৷ কারণ, আসন রফার বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার বলেন, "এটা আমার সাবজেক্ট নয়, দিল্লির সাবজেক্ট ৷ সবচেয়ে ভালো, আপনারা দিল্লিকে জিজ্ঞেস করুন ৷ আমার কাছে কোনও নির্দেশ আসেনি ৷ আমরা পশ্চিমবঙ্গে তৃণমূলের দ্বারা লাঞ্ছিত, শোষিত, অত্যাচারিত ৷ এখানে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করে টিকে আছি ৷ এটা বাংলার কংগ্রেসের কাছে স্পষ্ট ৷ বাকিটা জাতীয় স্বার্থে দিল্লি কী করবে, তা দিল্লির লোকেরা বলতে পারবে ৷"