পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের দুর্ঘটনা! লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের 3টি বগি - EXPRESS TRAIN DERAIL

শালিমারে ঢোকার মুখেই নলপুরের কাছে লাইনচ্যুত হল সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের 3টি বগি। এর মধ্যে একটি পার্সেল ভ্যানও রয়েছে।

Secunderabad-Shalimar Superfast Express Derail
লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের 3টি বগি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 9:18 AM IST

কলকাতা, 9 নভেম্বর: শনিবার সাত সকালে ফের ট্রেন দুর্ঘটনা ! দুর্ঘটনাস্থল নলপুর ৷ এদিন ভোর সাড়ে 5টা নাগাদ শালিমারে ঢোকার মুখেই নলপুরের কাছে লাইনচ্যুত হল সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের 3টি বগি। এর মধ্যে একটি পার্সেল ভ্যানও রয়েছে।

রেল সূত্রে খবর, শনিবার ভোর 5টা 30 মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস ৷ শুক্রবার সেকেন্দ্রাবাদ থেকে ছেড়ে শালিমারের দিকে আসছিল এই ট্রেনটি। তার মধ্যেই লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেনটি ৷ জানা গিয়েছে, ওই সময় ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ।

লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের 3টি বগি (ইটিভি ভারত)

এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কোনও রকম হতাহতের খবর পাওয়া যায়নি ৷ সকল যাত্রীই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকেরা। প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, ভোরে জোরালো শব্দে কেঁপে ওঠে ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ৷ প্রচণ্ড ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে কিছুক্ষণের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যায় সকলের কাছে ৷

এদিকে, ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে ট্রেনটির গন্তব্যে পৌঁছনো প্রায় অসম্ভব জেনে অনেক যাত্রীই হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । তবে ঠিক কতক্ষণে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে যে, সাঁতরাগাছি এবং খড়গপুর থেকে একটি ট্রেন এবং মেডিকেল রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। পুনরুদ্ধার প্রক্রিয়া চলছে । নলপুরে লাইনচ্যুত হওয়া ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের সম্পর্কে যোগাযোগের জন্য ফোন নম্বরগুলি এক নজরে দেখে নেওয়া যাক...

খড়্গপুর হেল্প ডেস্ক নম্বর:

রেলওয়ে: 63764,

এছাড়াও, 032229-3764

শালিমার হেল্প ডেস্ক নম্বর:

62955 31471,

45834 (রেলওয়ে)

সাঁতরাগাছি হেল্প ডেস্ক নম্বর:

98312 43655,

89102 61621

হাওড়া হেল্প ডেস্ক নম্বর:

75950 74714

কী করে এমন দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে রেল। এক নম্বর লাইন দিয়ে যাওয়ার কথা থাকলেও, ট্রেনটি দু'নম্বর লাইনে চলে আসে। এর ফলেই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। তবে, কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট জানায় নি দক্ষিণ-পূর্ব রেল। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন ঘটনার পরে সেখানে আধিকারিকরা পৌঁছেছেন। দশটি বাসের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের বাসের মাধ্যমে তাদের নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যেই, ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের তিনটি লাইনচ্যুত বগি সরিয়ে ফেলা হয়েছে ৷ ফলে, আপ লাইনের ট্রেন চলাচল ইতিমধ্যেই স্বাভাবিক ও সচল হয়েছে ৷ তবে, ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হলেও পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি ৷ ফলে, এখনও বেশ কয়েকটি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন পরপর দাঁড়িয়ে রয়েছে বা খুব ধীর গতিতে গন্তব্যের দিকে এগোচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details