পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আগামী প্রজন্ম তৈরি নয় ! জিম্বাবোয়ের বিরুদ্ধে লজ্জার হার ‘বিশ্বচ্যাম্পিয়ন’ ভারতের - India vs Zimbabwe

India vs Zimbabwe T20 Series: বিশ্বসেরার হওয়ার স্মৃতি এখনও টাটকা ৷ সেই আবেগে এখনও ভাসছে দেশবাসী ৷ এরমাঝেই গতকাল থেকে শুরু হয়েছে জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ ৷ আফ্রিকাতে যে ভারতীয় দল গিয়েছে তাতে সব তরুণ মুখ ৷ সিরিজের প্রথম ম্যাচে গতকাল ব্যাটিং বিপর্যয়ে হারতে হল ভারতকে। হারারেতে আয়োজিত প্রথম ম্যাচে ভারতীয় দলকে 13 রানে হারাল আফ্রিকান রাষ্ট্রটি ।

India vs Zimbabwe T20 Series
জিম্বাবোয়ের বিরুদ্ধে লজ্জার হার ভারতের (জিম্বাবোয়ে ক্রিকেট এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 7:24 AM IST

হারারে, 7 জুলাই: দাদারা ঘরে এনেছেন বিশ্বকাপ ট্রফি ৷ আর ভাইয়েরা করলেন হতাশ! ভারত বিশ্বসেরা হওয়ার এক সপ্তাহের ব্যবধানে হারের মুখ টিম ইন্ডিয়ার ৷ রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা টি-20 থেকে অবসর নিয়েছেন বিশ্বকাপ জয়ের দিনই। আগামী প্রজন্মের ভারতীয় দলের নেতা বাছা হয়েছে শুভমন গিলকে ৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত ৷ মাত্র 116 রান তুলতে পারল না শুভমন ব্রিগেড ৷ তাহলে কি এই তরুণ প্রজন্ম এখনও তৈরি নয়? নাকি ভারত বিশ্বসেরা হওয়ায় তরুণ প্রজন্ম খানিকটা আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল?

আয়োজিত হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন ৷ প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে বাহিনীর 90 রানে 9 উইকেট পড়ে যায় ৷ সেখান থেকে 115 রানে পৌঁছয় আফ্রিকান রাষ্ট্রটি ৷ জিম্বাবোয়ে ব্যাটারদের সবথেকে বেশি রান 29 ৷ ক্লাইভ মাদান্ডে 25 বলে এই রান তোলেন ৷ বাকি আর কোনও ব্যাটার 25 রানের গণ্ডিও টপকাতে পারেননি ৷ তবে গতকাল বোলারেরা খুব একটা খারাপ খেলেননি। অন্তত স্কোরবোর্ড তাই বলছে ৷

এদিন ভারতের হয়ে বোলিংয়ে কামাল করেন রবি বিষ্ণোই ৷ 4 ওভার বল করে 13 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন ৷ 4 ওভার হাত ঘুরিয়ে 11 রান দিয়ে 2টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ৷ একটি করে উইকেট নেন মুকেশ কুমার ও আবেশ খান ৷ আর একটি রান আউট হয় ৷ তাতে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 115 রান তোলে জিম্বাবোয়ে ৷

পালটা রান তাড়া করতে নেমে ওপেনার অভিষেক শর্মা ফেরেন শূন্যতে ৷ অধিনায়ক শুভমন গিল 29 বলে 31 রান করেন ৷ এই রানই এদিনের মেন ইন ব্লু'র সর্বোচ্চ ৷ 5টি চার মারেন তিনি ৷ এছাড়া অধিনায়ককে সঙ্গ দেন ওয়াশিংটন সুন্দর ৷ 27 রান করেন তিনি ৷ রুতুরাজ করেন 7 রান ৷ ব্যস! আর কেউ 6 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ 19.5 ওভারে 10 উইকেট পড়ে যায় ৷ 102 রানে গিয়ে থামতে হয় শুভমনদের ৷ এদিন জিম্বাবোয়ের হয়ে 3টি করে উইকেট নেন তেনদাই চাতারা ও অধিনায়ক সিকান্দার রাজা ৷ বাকি প্রত্যেক বোলার একটি করে উইকেট নেন ৷

ABOUT THE AUTHOR

...view details