হারারে, 7 জুলাই: দাদারা ঘরে এনেছেন বিশ্বকাপ ট্রফি ৷ আর ভাইয়েরা করলেন হতাশ! ভারত বিশ্বসেরা হওয়ার এক সপ্তাহের ব্যবধানে হারের মুখ টিম ইন্ডিয়ার ৷ রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা টি-20 থেকে অবসর নিয়েছেন বিশ্বকাপ জয়ের দিনই। আগামী প্রজন্মের ভারতীয় দলের নেতা বাছা হয়েছে শুভমন গিলকে ৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত ৷ মাত্র 116 রান তুলতে পারল না শুভমন ব্রিগেড ৷ তাহলে কি এই তরুণ প্রজন্ম এখনও তৈরি নয়? নাকি ভারত বিশ্বসেরা হওয়ায় তরুণ প্রজন্ম খানিকটা আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল?
আয়োজিত হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন ৷ প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে বাহিনীর 90 রানে 9 উইকেট পড়ে যায় ৷ সেখান থেকে 115 রানে পৌঁছয় আফ্রিকান রাষ্ট্রটি ৷ জিম্বাবোয়ে ব্যাটারদের সবথেকে বেশি রান 29 ৷ ক্লাইভ মাদান্ডে 25 বলে এই রান তোলেন ৷ বাকি আর কোনও ব্যাটার 25 রানের গণ্ডিও টপকাতে পারেননি ৷ তবে গতকাল বোলারেরা খুব একটা খারাপ খেলেননি। অন্তত স্কোরবোর্ড তাই বলছে ৷