কলকাতা, 1 ডিসেম্বর: কার্ড সমস্যায় পরের ম্যাচে শুভাশিস বসু এবং আলবার্তো রড্রিগেজকে পাবে না মোহনবাগান সুপার জায়ান্ট । রক্ষণের বোঝাপড়ায় এই দুই ডিফেন্ডারের অনুপস্থিতি এখন কোচ হোসে মোলিনার চিন্তার কারণ । ঠিক এক সপ্তাহ পরে 8 ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মোহনবাগান । পয়েন্ট টেবিলে প্রথম ’দুয়ে থাকা দলের কাছে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ । তবে তার আগে রক্ষণে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের না-থাকা চিন্তায় ফেলে দিয়েছে হোসে মোলিনাকে । কারণ মাঝের দিনগুলোতে রক্ষণের বোঝাপড়া গড়ে তুলতে হবে । তাঁর হাতে সেভাবে বিকল্প নেই ।
মোলিনা বলেন, “আমাদের কাছে এটা কঠিন পরিস্থিতি । কারণ, আমাদের হাতে বেশি ডিফেন্ডার নেই । তবে এই সমস্যার একটা উপযুক্ত সমাধান যে পাওয়া যাবে, এই ব্যাপারে আমি নিশ্চিত । এটা নিয়ে আমাকে আরও ভাবতে হবে । আমাদের দলের একাধিক খেলোয়াড় বিভিন্ন পজিশনে খেলতে পারে । আগামী সপ্তাহে অনুশীলনে অনেককে দেখতে হবে । দেখা যাক, কী উপায় বেরিয়ে আসে ৷”
অবস্থা সামাল দিতে কি ন্যুনো রেইস আইএসএলের জন্য নথিভুক্ত করা হবে ? পর্তুগালের ডিফেন্ডারকে এএফসি কাপের জন্য দলে নিয়েছিল মোহনবাগান । বর্তমান পরিস্থিতিতে এএফসিতে নেই সবুজ-মেরুন । ফলে পর্তুগালের ডিফেন্ডার প্র্যাকটিস করলেও ম্যাচে নামার সুযোগ নেই । এই অবস্থায় আইএসএলে তাঁকে ব্যবহারের সুযোগ এসেছে । কিন্তু মোলিনা কি সেই পথে হাঁটবেন ? কারণ নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের পরেই কার্ড সমস্যা কাটিয়ে আলবার্তো এবং শুভাশিস ফিরে আসবেন । দু’দিন ছুটির পরে মঙ্গলবার অনুশীলনে নামবে সবুজ-মেরুন । এই অবস্থায় কোচ কীভাবে পরিস্থিতি সামাল দেন সেটাই দেখার ।
সূত্রের খবর, ছক বদলে পাহাড়ে পয়েন্টের খোঁজে যেতে পারেন মোলিনা । সেক্ষেত্রে 3-4-2-1 ছকে যেতে পারে সবুজ-মেরুনকে । আলবার্তো না থাকায় পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেনকে একসঙ্গে ব্যবহারে অসুবিধা নেই । আক্রমণের ঝড় তুলে পয়েন্টের খোঁজে যেতে পারেন মোলিনা। নর্থইস্ট চলতি আইএসএলে যেমন সবচেয়ে বেশি গোল করেছে, তেমনই গোল হজমও করেছে । প্রতিপক্ষ রক্ষণের দুর্বলতাকে কাজে লাগানোর পথে হাঁটতে পারেন মোলিনা ।
চোট সারিয়ে মাঠে ফেরা স্টুয়ার্ট বলছেন, ম্যাচের সেরার পুরস্কার পেয়ে বিস্মিত । কোচ তাঁর সেরা হওয়ার খবর দেওয়ায় অবাক হয়েছিলেন । তবে দলের জয়ে ভূমিকা নিতে পেরে খুশি । একই সঙ্গে বলেছেন, এখনও সম্পূর্ণ ফিট নন । গ্রেগ স্টুয়ার্ট বলেন, “আমি পুরো সুস্থ হয়ে মাঠে নেমেছি, তা নয় । এখনও ব্যথা অনুভব করছি । তবে জানতাম যে 10-15 মিনিট খেলতে পারলে দলকে সাহায্য করতে পারব । সেটা করতে পেরে খুবই ভাল লাগছে ।’’
ফের এক নম্বরে দল । চোট সারিয়ে মাঠে ফিরে অল্প সময়ের মধ্যে নায়ক স্টুয়ার্ট । স্কটিশ মিডফিল্ডারের খেলায় সন্তুষ্ট সবুজ-মেরুন কোচ । মোলিনা বলছেন, “দলের ওপর আমার আস্থা আছে । জানতাম যে কোনও সময় গোল হবে । সেই আশাতেই পরিবর্তনগুলো করি, যাতে ওরা আমাদের জেতাতে পারে । মাঠে দল নামালে আমি কখনও হাল ছেড়ে দিই না । এক গোলে পিছিয়ে থাকলেও মনে হত, আমরা ড্র করতে পারি । ইতিবাচক থাকলে ভাগ্য সঙ্গ দেয় ।”
প্রায় একই সঙ্গে যোগ করেছেন, “জেমি ও দিমি ভালই খেলেছে । ওদের দুর্ভাগ্য যে গোল পায়নি । জেমিকে যখন ক্লান্ত লাগছিল, তখন আমি কামিংসকে নামানোর কথা ভাবি । দিমি তখনও ভাল খেলছিল । শেষ দিকে ভাল কিছু হওয়ার আশায় গ্রেগকে নামাই । দলের জন্য খুশি, গ্রেগের জন্যও খুশি । কামিংসের গোলটা খুবই ভাল ছিল । আবার আমরা টেবলের শীর্ষস্থানে উঠেছি । এবার আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে । নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচটা কঠিন হবে ।”