পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্টার্কের এক ওভারে চারটি বাউন্ডারি, যশস্বীর ব্যাটে চুরমার সেহওয়াগের রেকর্ড - YASHASVI JAISWAL RECORD

ইনিংস দীর্ঘায়িত না-হলেও বিধ্বংসী ব্যাটিংয়ে সিডনিতে নজির গড়লেন যশস্বী জয়সওয়াল ৷ কী রেকর্ড এল মুম্বই ক্রিকেটারের ব্য়াটে ৷

YASHASVI JAISWAL
সিডনিতে নজির যশস্বীর (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Jan 4, 2025, 5:33 PM IST

সিডনি, 4 জানুয়ারি: দ্বিতীয়দিনের শেষে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টের যা অবস্থা, তাতে ম্য়াচ এখন 50-50 ৷ সিডনি টেস্টে বোলারদের দাপটে প্রথম ইনিংসে চার রানে লিড এসেছে ভারতের ৷ এরপর ওপেনার যশস্বী জয়সওয়ালের ব্য়াটে দ্বিতীয় ইনিংসে শুরুটা বিধ্বংসী করে ভারত ৷ বাঁ-হাতি ওপেনারের ইনিংস 22 রানের বেশি লম্বা না-হলেও আউট হওয়ার আগে রেকর্ডে নাম লেখান যশস্বী ৷

সিডনিতে এদিন তরুণ ভারতীয় ব্যাটার ভেঙে দিলেন বীরেন্দ্র সেহওয়াগ ও রোহিত শর্মার যুগ্ম রেকর্ড ৷ কোনও টেস্ট ইনিংসের প্রথম ওভারে ভারতীয় ওপেনার বা ব্য়াটার হিসেবে এতদিন সর্বাধিক 13 রানের নজির ছিল রোহিত ও সেহওয়াগের ঝুলিতে ৷ এদিন সেই রেকর্ড ভেঙে নয়া নজির সেট করলেন মুম্বই ব্যাটার (ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেন যশস্বী) ৷

আরও পড়ুন:

সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে এদিন মিচেল স্টার্ককে চারটি বাউন্ডারি হাঁকান যশস্বী ৷ ওভারের প্রথম বলটি ডট হলেও এরপর স্টার্কের ওভারে বাউন্ডারির হ্য়াটট্রিক করেন ভারতীয় ওপেনার ৷ এরপর ওভারের শেষ বল ফের সীমানার বাইরে পাঠান তিনি ৷ সবমিলিয়ে প্রথম ওভারে 16 রান তুলে ভারতীয় ওপেনার হিসেবে রেকর্ড গড়েন তিনি ৷

জয়সওয়াল এবং কেএল রাহুলের ওপেনিং জুটিতে ওঠে 42 রান ৷ তবে শুরুটা ভালো করেও তা ধরে রাখতে পারেননি ভারতীয় ব্য়াটাররা ৷ 13 রানে রাহুলকে ফিরিয়ে স্কট বোল্যান্ড প্রথম আঘাত হানেন ভারতীয় ব্য়াটিং-অর্ডারে ৷ এরপর জয়সওয়াল (22), কোহলি (6) এবং নীতীশ কুমার রেড্ডির (4) উইকেটও তুলে নেন অজি পেসার ৷ ঋষভ পন্তের ঝোড়ো 33 বলে 61 রানে ভারত খানিক প্রত্য়াঘাত ছুড়ে দেয় ৷ তবে দিনের শেষে 141 রানে ছয় উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া যে খুব ভালো অবস্থায় আছে, তা বলা যাবে না ৷ সিডনি টেস্টে ভারত আপাতত এগিয়ে 145 রানে ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details