ETV Bharat / sports

তালালের বিকল্প ঘোষিত, লাল-হলুদে ভেনেজুয়েলার জাতীয় দলের স্ট্রাইকার - EAST BENGAL NEW FOREIGNER

মাদিহ তালালের পরিবর্তে ইস্টবেঙ্গলে কোপা খেলা ফুটবলার ৷ স্ট্রাইকারের পাশাপাশি দুই উইংয়েও স্বচ্ছন্দ তিনি ৷

EAST BENGAL NEW FOREIGNER
লাল হলুদের নয়া বিদেশি স্যাঞ্চেজ (east bengal media)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 7, 2025, 3:20 PM IST

Updated : Jan 7, 2025, 3:30 PM IST

কলকাতা, 7 জানুয়ারি: মুম্বই ম্য়াচে জয় আসেনি বটে ৷ তবে ম্য়াচের আগে কোচ অস্কার ব্রুজোঁর কথামত ইস্টবেঙ্গলে সই হয়ে গেল নয়া বিদেশির ৷ কোস্টারিকার জাতীয় দলের এক স্ট্রাইকারকে নিয়ে দিনদু'য়েক আগে জোর গুঞ্জন উঠেছিল ৷ সেই নামে সিলমোহর না-পড়লেও লাতিন আমেরিকার দেশ থেকেই মাদিহ তালালের বিকল্প খুঁজে নিল কলকাতার ক্লাব ৷ ভেনেজুয়েলার জাতীয় দলের স্ট্রাইকার রিচারেড এনরিকে সেলিস স্যাঞ্চেজকে দলে নিল ইস্টবেঙ্গল ৷

মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে নতুন ফুটবলারের আগমনের কথা জানাল লাল-হলুদ শিবির ৷ ভেনেজুয়েলার প্রথম ডিভিশন ক্লাব অ্যাকাডেমিয়া পুয়ের্তোর হয়ে গত অক্টোবরে শেষ খেলেছেন স্যাঞ্চেজ ৷ জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি ৷ 2019-23 কেরিয়ারে সেরা সময়টা ভেনেজুয়েলার ক্লাব ক্য়ারাকাস এফসি'তে খেলেছেন স্য়াঞ্চেজ ৷ সেখানে 86 ম্যাচ খেলে 24টি গোল করেছেন বছর আঠাশের স্ট্রাইকার ৷ 2019 সালে ওই ক্লাবকে প্রিমিয়র ডিভিশন খেতাব জিততেও সাহায্য করেন ৷

মাঝমাঠে ফরাসি প্লে-মেকার মাদিহ তালালের বিকল্প হিসেবে স্ট্রাইকারের অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গলের জন্য কতটা সহায়ক হবে, তা নিয়ে অবশ্য প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে ৷ চলতি মরশুমের বাকি সময়ের জন্যই ভেনেজুয়েলার ফুটবলারকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে লাল-হলুদ শিবির ৷ সেক্ষেত্রে আইএসএলের পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগের নক-আউটেও পাওয়া যাবে এই স্ট্রাইকারকে ৷ পাশাপাশি দুই উইংয়েও খেলতে পারেন স্য়াঞ্চেজ ৷ ভেনেজুয়েলার পাশাপাশি স্লোভাকিয়া, কলম্বিয়ার মত দেশেও খেলার অভিজ্ঞতা রয়েছে পাঁচ ফুট 10 ইঞ্চির ফুটবলারের ৷

ভেনেজুয়েলার হয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং কোপা আমেরিকা খেলা ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে অস্কার ব্রুজোঁ জানিয়েছেন, স্য়াঞ্চেজের দক্ষতা, প্রতিভা ইস্টবেঙ্গলকে দ্রুত সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে ৷ তবে কবে এদেশে পা রাখছেন স্যাঞ্চেজ, তা স্পষ্ট নয় ৷ দ্রুত ভিসা পেয়ে এদেশে পা রাখলেও ডার্বিতে স্য়াঞ্চেজকে দেখতে না-পাওয়ার সম্ভাবনাই বেশি ৷ সেক্ষেত্রে 19 জানুয়ারি গোয়া ম্য়াচে হয়তো প্রথমবার লাল-হলুদ জার্সিতে মাঠে নামবেন তিনি ৷

আরও পড়ুন:

কলকাতা, 7 জানুয়ারি: মুম্বই ম্য়াচে জয় আসেনি বটে ৷ তবে ম্য়াচের আগে কোচ অস্কার ব্রুজোঁর কথামত ইস্টবেঙ্গলে সই হয়ে গেল নয়া বিদেশির ৷ কোস্টারিকার জাতীয় দলের এক স্ট্রাইকারকে নিয়ে দিনদু'য়েক আগে জোর গুঞ্জন উঠেছিল ৷ সেই নামে সিলমোহর না-পড়লেও লাতিন আমেরিকার দেশ থেকেই মাদিহ তালালের বিকল্প খুঁজে নিল কলকাতার ক্লাব ৷ ভেনেজুয়েলার জাতীয় দলের স্ট্রাইকার রিচারেড এনরিকে সেলিস স্যাঞ্চেজকে দলে নিল ইস্টবেঙ্গল ৷

মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে নতুন ফুটবলারের আগমনের কথা জানাল লাল-হলুদ শিবির ৷ ভেনেজুয়েলার প্রথম ডিভিশন ক্লাব অ্যাকাডেমিয়া পুয়ের্তোর হয়ে গত অক্টোবরে শেষ খেলেছেন স্যাঞ্চেজ ৷ জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি ৷ 2019-23 কেরিয়ারে সেরা সময়টা ভেনেজুয়েলার ক্লাব ক্য়ারাকাস এফসি'তে খেলেছেন স্য়াঞ্চেজ ৷ সেখানে 86 ম্যাচ খেলে 24টি গোল করেছেন বছর আঠাশের স্ট্রাইকার ৷ 2019 সালে ওই ক্লাবকে প্রিমিয়র ডিভিশন খেতাব জিততেও সাহায্য করেন ৷

মাঝমাঠে ফরাসি প্লে-মেকার মাদিহ তালালের বিকল্প হিসেবে স্ট্রাইকারের অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গলের জন্য কতটা সহায়ক হবে, তা নিয়ে অবশ্য প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে ৷ চলতি মরশুমের বাকি সময়ের জন্যই ভেনেজুয়েলার ফুটবলারকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে লাল-হলুদ শিবির ৷ সেক্ষেত্রে আইএসএলের পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগের নক-আউটেও পাওয়া যাবে এই স্ট্রাইকারকে ৷ পাশাপাশি দুই উইংয়েও খেলতে পারেন স্য়াঞ্চেজ ৷ ভেনেজুয়েলার পাশাপাশি স্লোভাকিয়া, কলম্বিয়ার মত দেশেও খেলার অভিজ্ঞতা রয়েছে পাঁচ ফুট 10 ইঞ্চির ফুটবলারের ৷

ভেনেজুয়েলার হয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং কোপা আমেরিকা খেলা ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে অস্কার ব্রুজোঁ জানিয়েছেন, স্য়াঞ্চেজের দক্ষতা, প্রতিভা ইস্টবেঙ্গলকে দ্রুত সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে ৷ তবে কবে এদেশে পা রাখছেন স্যাঞ্চেজ, তা স্পষ্ট নয় ৷ দ্রুত ভিসা পেয়ে এদেশে পা রাখলেও ডার্বিতে স্য়াঞ্চেজকে দেখতে না-পাওয়ার সম্ভাবনাই বেশি ৷ সেক্ষেত্রে 19 জানুয়ারি গোয়া ম্য়াচে হয়তো প্রথমবার লাল-হলুদ জার্সিতে মাঠে নামবেন তিনি ৷

আরও পড়ুন:

Last Updated : Jan 7, 2025, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.