ETV Bharat / sports

প্রস্তাব প্রত্য়াখ্যান স্মিথ-উইলিয়ামসনের! আইপিএলের সঙ্গে লড়াইয়ে হোঁচট পাকিস্তান সুপার লিগের - PAKISTAN SUPER LEAGUE

পাকিস্তানে ফ্র্য়াঞ্চাইজি লিগ খেলার প্রস্তাব নাকচ স্টিভ স্মিথ-কেন উইলিয়ামসনদের ৷ ইংল্য়ান্ড ক্রিকেটারদের পাওয়া নিয়েও প্রশ্নচিহ্ন ৷

STEVE SMITH
স্টিভ স্মিথ (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 7, 2025, 4:50 PM IST

করাচি, 7 জানুয়ারি: আইপিএলের সঙ্গে প্রায় একই উইন্ডোয় সূচি ঘোষণা করে লড়াইয়ে পাকিস্তান সুপার লিগ ৷ প্রথমবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ ৷ আইপিএল নিলামে অবিক্রিত ক্রিকেটারেদের নিয়ে ভারতের কোটিপতি লিগকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টায় পিএসএল ৷ কিন্তু শুরুতেই ধাক্কা খেল তারা ৷ যা খবর, তাতে স্টিভ স্মিথ-কেন উইলিয়ামসনদের মত তারকারা টুর্নামেন্টের দশম সংস্করণে অংশগ্রহণ করছেন না ৷ তাঁরা প্রস্তাব নাকচ করেছেন বলে সূত্রের খবর ৷

শুধুই কি তাই ৷ আগামী এপ্রিল-মে উইন্ডোয় ইংরেজ ক্রিকেটারদের পাওয়ার ব্য়াপারেও কোনও সবুজ সংকেত এখনও মেলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর তেমনই ৷ তবে ডেভিড ওয়ার্নার, আদিল রশিদ, ক্রিস ওকস, মুস্তাফিজুর রহমানের মত তারকারা লিগের কেনাবেচায় অংশ নেবেন বলে নিশ্চিত করেছে পিসিবি ৷ আগামী 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের প্লেয়ার কেনাবেচা ৷ উপরোক্ত ক্রিকেটাররা সকলেই সেই ড্রাফটের সর্বোচ্চ প্ল্য়াটিনাম ক্যাটেগরিতে রয়েছেন ৷

এছাড়াও অস্ট্রেলিয়ার ম্য়াথু শর্ট, রিলে মেরেডিথ, স্টিভ স্মিথ, ক্রিস লিন, ইংল্যান্ডের গুস অ্যাটকিনসন, জেসন রয়, টম কারেনরাও রয়েছেন সর্বোচ্চ ক্যাটেগরিতে ৷ ব্ল্য়াক-ক্যাপস ক্রিকেটারদের মধ্যে প্ল্যাটিনামে রয়েছেন ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান ৷ এদের মধ্যে দুই মহাতারকে স্মিথ এবং উইলিয়ামসন সম্ভবত প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ৷ তবু চেষ্টা জারি রয়েছে এখনও ৷

তবে কী কারণে স্মিথ-উইলিয়ামসনরা আসছেন না, তা অবশ্য স্পষ্ট নয় ৷ আইপিএলে অবিক্রিত ক্রিকেটারদের ড্রাফটের জন্য ইতিমধ্যেই নথিভুক্ত করানো হয়েছে পিএসএলের জন্য ৷ স্মিথ-উইলিয়ামসনকে নিয়ে অনিশ্চয়তা ছাড়াও ইসিবি তাঁদের দেশের ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে আসার ছাড়পত্র দেবে কি না, তাও অনিশ্চিত এখনও ৷ ড্রাফটে অংশ নিচ্ছেন বাংলাদেশের শাকিব আল হাসান ৷ কিন্তু তাঁর বোলিং নিষিদ্ধ থাকায় কেবল ব্য়াটার হিসেবে খেলতে পারবেন তারকা অলরাউন্ডার ৷

আরও পড়ুন:

করাচি, 7 জানুয়ারি: আইপিএলের সঙ্গে প্রায় একই উইন্ডোয় সূচি ঘোষণা করে লড়াইয়ে পাকিস্তান সুপার লিগ ৷ প্রথমবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ ৷ আইপিএল নিলামে অবিক্রিত ক্রিকেটারেদের নিয়ে ভারতের কোটিপতি লিগকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টায় পিএসএল ৷ কিন্তু শুরুতেই ধাক্কা খেল তারা ৷ যা খবর, তাতে স্টিভ স্মিথ-কেন উইলিয়ামসনদের মত তারকারা টুর্নামেন্টের দশম সংস্করণে অংশগ্রহণ করছেন না ৷ তাঁরা প্রস্তাব নাকচ করেছেন বলে সূত্রের খবর ৷

শুধুই কি তাই ৷ আগামী এপ্রিল-মে উইন্ডোয় ইংরেজ ক্রিকেটারদের পাওয়ার ব্য়াপারেও কোনও সবুজ সংকেত এখনও মেলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর তেমনই ৷ তবে ডেভিড ওয়ার্নার, আদিল রশিদ, ক্রিস ওকস, মুস্তাফিজুর রহমানের মত তারকারা লিগের কেনাবেচায় অংশ নেবেন বলে নিশ্চিত করেছে পিসিবি ৷ আগামী 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের প্লেয়ার কেনাবেচা ৷ উপরোক্ত ক্রিকেটাররা সকলেই সেই ড্রাফটের সর্বোচ্চ প্ল্য়াটিনাম ক্যাটেগরিতে রয়েছেন ৷

এছাড়াও অস্ট্রেলিয়ার ম্য়াথু শর্ট, রিলে মেরেডিথ, স্টিভ স্মিথ, ক্রিস লিন, ইংল্যান্ডের গুস অ্যাটকিনসন, জেসন রয়, টম কারেনরাও রয়েছেন সর্বোচ্চ ক্যাটেগরিতে ৷ ব্ল্য়াক-ক্যাপস ক্রিকেটারদের মধ্যে প্ল্যাটিনামে রয়েছেন ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান ৷ এদের মধ্যে দুই মহাতারকে স্মিথ এবং উইলিয়ামসন সম্ভবত প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ৷ তবু চেষ্টা জারি রয়েছে এখনও ৷

তবে কী কারণে স্মিথ-উইলিয়ামসনরা আসছেন না, তা অবশ্য স্পষ্ট নয় ৷ আইপিএলে অবিক্রিত ক্রিকেটারদের ড্রাফটের জন্য ইতিমধ্যেই নথিভুক্ত করানো হয়েছে পিএসএলের জন্য ৷ স্মিথ-উইলিয়ামসনকে নিয়ে অনিশ্চয়তা ছাড়াও ইসিবি তাঁদের দেশের ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে আসার ছাড়পত্র দেবে কি না, তাও অনিশ্চিত এখনও ৷ ড্রাফটে অংশ নিচ্ছেন বাংলাদেশের শাকিব আল হাসান ৷ কিন্তু তাঁর বোলিং নিষিদ্ধ থাকায় কেবল ব্য়াটার হিসেবে খেলতে পারবেন তারকা অলরাউন্ডার ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.