ETV Bharat / bharat

স্ত্রীকে খুনের পর দেহ টুকরো করে কুকারে সেদ্ধ, স্বীকার প্রাক্তন সেনাকর্মীর - HYDERABAD WOMAN MURDER

স্ত্রীকে খুন করে টুকরো করার পর তা প্রেসার কুকারে সেদ্ধ করেন প্রাক্তন সেনা আধিকারিক ৷ ওই রান্না করা অংশ পুকুরে ফেলে দেন তিনি ৷

HYDERABAD WOMAN MURDER
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2025, 12:49 PM IST

হায়দরাবাদ, 23 জানুয়ারি: খুনের পর প্রমাণ লোপাটে দেহ কেটে টুকরো টুকরো করে নির্জন জায়গায় ফেলে দেওয়া একাধিক ঘটনা প্রায়শই সামনে আসে ৷ হায়দরাবাদের এক প্রাক্তন সেনাকর্মী গুরুমূর্তির কুকীর্তি যেন এ সব কিছুকে ছাপিয়ে গেল ! স্ত্রীকে নৃশংসভাবে খুন করেই থেমে থাকেননি ৷ তারপর দেহ টুকরো করে কেটে, প্রেসার কুকারে রান্না করে তা পুকুরে ফেলে দেন ৷ ঘটনাটি তেলঙ্গানার রঙ্গারেডি জেলার মীরপেটের ৷

বুধবারই পুলিশ জানিয়েছে, এমনই ভয়ঙ্কর কথা স্বীকার করেছেন প্রাক্তন সেনা আধিকারিক ৷ বেশ কয়েকদিন আগে থানায় মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন গুরুমূর্তির শ্বশুরবাড়ির লোকজন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রথমেই তাঁর স্বামী গুরুমূর্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু শুরু থেকেই তাঁর বয়ানে অসঙ্গতি ছিল ৷

পুলিশ জানিয়েছে, গুরুমূর্তি এবং মাধবীর (স্ত্রী) বিয়ে হয় 13 বছর আগে ৷ তাঁদের দু'টি সন্তান রয়েছে ৷ গত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্কে তিক্ততা বাড়তে শুরু করে ৷ ঘন ঘন ঝগড়া লেগেই থাকত ৷ প্রতিবেশীরাও অতিষ্ঠ হয়ে পড়তেন ৷ মাধবী যেদিন থেকে নিখোঁজ অর্থাৎ 18 জানুয়ারি তার আগে তাঁদের মধ্য়ে ঝগড়াঝাটি হয় ৷ তারপর থেকেই মাধবীকে আর দেখা যায়নি ৷ শ্বশুরবাড়ির লোকের সঙ্গে অভিযুক্ত গুরুমূর্তিও থানায় যান ৷ পুলিশকে বলেন, স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ পরে ওই প্রাক্তন সেনা অফিসার যোগ করেন, মাধবী হয়তো বাড়ি ছেড়ে পালিয়েছেন ৷

কিন্তু স্বামী গুরুমূর্তির বিবৃতিতে অসঙ্গতি পুলিশের সন্দেহ বাড়ায় ৷ তাঁকে চাপ দেওয়ার পরই হাড়হিম করা তথ্য সামনে আসে ৷ স্ত্রীকে খুন করে টুকরো টুকরো করেছেন তিনি। তারপর সেগুলি সেদ্ধ করে ফেলে দিয়েছে বাড়ির কাছে একটি পুকুরে ৷ পুলিশ জানায়, 15 জানুয়ারি রাতে দু'জনের মধ্যে ঝামেলা হয় ৷ পরিণতিতে তিনি রাগের মাথায় মাধবীকে খুন করেন। গুরুমূর্তি রান্নাঘরের গিয়ে ধারালো অস্ত্র ব্যবহার করে স্ত্রী'র দেহ টুকরো টুকরো করার কথাও স্বীকার করেন।

তারপর একটি প্রেসার কুকার নিয়ে ওই টুকরোগুলি সেদ্ধ করেন ৷ পরে তিনি জিলেলাগুডা পুকুরে দেহাবশেষ ফেলে দেন ৷ প্রাক্তন সেনা আধিকারিকের বিশ্বাস, জল সমস্ত প্রমাণ নষ্ট করে দেবে ৷ দেহের টুকরোগুলির খোঁজ শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তের স্বীকারোক্তি শুনে পুলিশ মনে করছে, সে মানসিকভাবে অসুস্থ। গোটা বিষয়টির তদন্ত করছে পুলিশ।

হায়দরাবাদ, 23 জানুয়ারি: খুনের পর প্রমাণ লোপাটে দেহ কেটে টুকরো টুকরো করে নির্জন জায়গায় ফেলে দেওয়া একাধিক ঘটনা প্রায়শই সামনে আসে ৷ হায়দরাবাদের এক প্রাক্তন সেনাকর্মী গুরুমূর্তির কুকীর্তি যেন এ সব কিছুকে ছাপিয়ে গেল ! স্ত্রীকে নৃশংসভাবে খুন করেই থেমে থাকেননি ৷ তারপর দেহ টুকরো করে কেটে, প্রেসার কুকারে রান্না করে তা পুকুরে ফেলে দেন ৷ ঘটনাটি তেলঙ্গানার রঙ্গারেডি জেলার মীরপেটের ৷

বুধবারই পুলিশ জানিয়েছে, এমনই ভয়ঙ্কর কথা স্বীকার করেছেন প্রাক্তন সেনা আধিকারিক ৷ বেশ কয়েকদিন আগে থানায় মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন গুরুমূর্তির শ্বশুরবাড়ির লোকজন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রথমেই তাঁর স্বামী গুরুমূর্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু শুরু থেকেই তাঁর বয়ানে অসঙ্গতি ছিল ৷

পুলিশ জানিয়েছে, গুরুমূর্তি এবং মাধবীর (স্ত্রী) বিয়ে হয় 13 বছর আগে ৷ তাঁদের দু'টি সন্তান রয়েছে ৷ গত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্কে তিক্ততা বাড়তে শুরু করে ৷ ঘন ঘন ঝগড়া লেগেই থাকত ৷ প্রতিবেশীরাও অতিষ্ঠ হয়ে পড়তেন ৷ মাধবী যেদিন থেকে নিখোঁজ অর্থাৎ 18 জানুয়ারি তার আগে তাঁদের মধ্য়ে ঝগড়াঝাটি হয় ৷ তারপর থেকেই মাধবীকে আর দেখা যায়নি ৷ শ্বশুরবাড়ির লোকের সঙ্গে অভিযুক্ত গুরুমূর্তিও থানায় যান ৷ পুলিশকে বলেন, স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ পরে ওই প্রাক্তন সেনা অফিসার যোগ করেন, মাধবী হয়তো বাড়ি ছেড়ে পালিয়েছেন ৷

কিন্তু স্বামী গুরুমূর্তির বিবৃতিতে অসঙ্গতি পুলিশের সন্দেহ বাড়ায় ৷ তাঁকে চাপ দেওয়ার পরই হাড়হিম করা তথ্য সামনে আসে ৷ স্ত্রীকে খুন করে টুকরো টুকরো করেছেন তিনি। তারপর সেগুলি সেদ্ধ করে ফেলে দিয়েছে বাড়ির কাছে একটি পুকুরে ৷ পুলিশ জানায়, 15 জানুয়ারি রাতে দু'জনের মধ্যে ঝামেলা হয় ৷ পরিণতিতে তিনি রাগের মাথায় মাধবীকে খুন করেন। গুরুমূর্তি রান্নাঘরের গিয়ে ধারালো অস্ত্র ব্যবহার করে স্ত্রী'র দেহ টুকরো টুকরো করার কথাও স্বীকার করেন।

তারপর একটি প্রেসার কুকার নিয়ে ওই টুকরোগুলি সেদ্ধ করেন ৷ পরে তিনি জিলেলাগুডা পুকুরে দেহাবশেষ ফেলে দেন ৷ প্রাক্তন সেনা আধিকারিকের বিশ্বাস, জল সমস্ত প্রমাণ নষ্ট করে দেবে ৷ দেহের টুকরোগুলির খোঁজ শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তের স্বীকারোক্তি শুনে পুলিশ মনে করছে, সে মানসিকভাবে অসুস্থ। গোটা বিষয়টির তদন্ত করছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.