ETV Bharat / sports

বিশ্বজয়ী অধিনায়ককে 'হল অব ফেম' সম্মান ক্রিকেট অস্ট্রেলিয়ার - MICHAEL CLARKE

বর্ণোজ্জ্বল কেরিয়ারের উপহার স্বরূপ ক্রিকেট অস্ট্রেলিয়ার 'হল অব ফেম' সম্মান পেলেন মাইকেল ক্লার্ক ৷ অধিনায়ক হিসেবে দেশকে দিয়েছিলেন পঞ্চম বিশ্বকাপ ৷

MICHAEL CLARKE
মাইকেল ক্লার্ক (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 23, 2025, 1:47 PM IST

সিডনি, 23 জানুয়ারি: এক যুগের আন্তর্জাতিক কেরিয়ারে অসামান্য সব কৃতিত্বের উপহার ৷ বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ককে 'হল অব ফেমে' ভূষিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ দেশের 64তম ক্রিকেটার হিসেবে এই অনন্য সম্মান পেলেন ক্লার্ক ৷ বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটের 'হল অব ফেমে' বসলেন 43 বছরের ক্রিকেটার ৷

115 টেস্ট, 245টি ওডিআই এবং 34টি কুড়ি-বিশের ম্যাচে 17 হাজারেরও বেশি রান, ঝুলিতে 36টি শতরান ৷ ক্লার্কের 12 বছরের কেরিয়ার এককথায় বর্ণময় ৷ টেস্ট ক্রিকেটে তাঁর 28টি শতরান অজি ব্যাটার হিসেবে ষষ্ঠ সর্বাধিক ৷ টেস্ট অভিষেকে শতরান হাঁকানো ক্লার্কের সিডনি ক্রিকেট গ্রাউন্ডে 329 রানের অপরাজিত ইনিংস (ভারতের বিরুদ্ধে) আজও ক্রিকেট অনুরাগীদের মনের মণিকোঠায় ৷

বল হাতে তাঁর উইকেটও রয়েছে একশোরও বেশি ৷ অধিনায়ক হিসেবে সাফল্য ক্লার্কের কেরিয়ারের উজ্জ্বলতা আরও দ্বিগুণ করে সন্দেহাতীতভাবে ৷ সেই সাফল্যের তালিকায় 2013-14 অ্যাশেজে 5-0 ব্যবধানে জয় যেমন রয়েছে, তেমনই রয়েছে 2015 বিশ্বকাপ জয়ের কীর্তি ৷ বিশ্বকাপ জয়ের অনতিপরেই মাত্র 34 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মাইকেল ক্লার্ক ৷

MICHAEL CLARKE
2015 বিশ্বকাপ জয়ের পর ক্লার্ক (GETTY)

অনন্য সম্মানের শরিক হয়ে ক্লার্ক বলেন, "ছোটবেলায় দুর্ধর্ষ যে সকল ক্রিকেটারদের আইডল মেনেছি, অনুসরণ করে বড় হয়েছি; তাঁদের সঙ্গে একাসনে বসতে পেরে সম্মানিত ৷" অবসরের পর এখন ক্রিকেট দেখতে বসলে খেলার দিনগুলো এখনও মিস করেন বলেও জানিয়েছেন ক্লার্ক ৷ বিশ্বজয়ী অধিনায়ককে দেওয়া সম্মান প্রসঙ্গে হল অব ফেম চেয়ারম্য়ান পিটার কিং বলেন, "মাইকেলের কেরিয়ার আজীবন সমাদৃত হবে অস্ট্রেলিয়ানদের মধ্যে ৷ প্রথমসারির ক্রিকেটারদের সঙ্গেই উচ্চারিত হবে তাঁর নাম ৷"

আরও পড়ুন:

সিডনি, 23 জানুয়ারি: এক যুগের আন্তর্জাতিক কেরিয়ারে অসামান্য সব কৃতিত্বের উপহার ৷ বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ককে 'হল অব ফেমে' ভূষিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ দেশের 64তম ক্রিকেটার হিসেবে এই অনন্য সম্মান পেলেন ক্লার্ক ৷ বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটের 'হল অব ফেমে' বসলেন 43 বছরের ক্রিকেটার ৷

115 টেস্ট, 245টি ওডিআই এবং 34টি কুড়ি-বিশের ম্যাচে 17 হাজারেরও বেশি রান, ঝুলিতে 36টি শতরান ৷ ক্লার্কের 12 বছরের কেরিয়ার এককথায় বর্ণময় ৷ টেস্ট ক্রিকেটে তাঁর 28টি শতরান অজি ব্যাটার হিসেবে ষষ্ঠ সর্বাধিক ৷ টেস্ট অভিষেকে শতরান হাঁকানো ক্লার্কের সিডনি ক্রিকেট গ্রাউন্ডে 329 রানের অপরাজিত ইনিংস (ভারতের বিরুদ্ধে) আজও ক্রিকেট অনুরাগীদের মনের মণিকোঠায় ৷

বল হাতে তাঁর উইকেটও রয়েছে একশোরও বেশি ৷ অধিনায়ক হিসেবে সাফল্য ক্লার্কের কেরিয়ারের উজ্জ্বলতা আরও দ্বিগুণ করে সন্দেহাতীতভাবে ৷ সেই সাফল্যের তালিকায় 2013-14 অ্যাশেজে 5-0 ব্যবধানে জয় যেমন রয়েছে, তেমনই রয়েছে 2015 বিশ্বকাপ জয়ের কীর্তি ৷ বিশ্বকাপ জয়ের অনতিপরেই মাত্র 34 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মাইকেল ক্লার্ক ৷

MICHAEL CLARKE
2015 বিশ্বকাপ জয়ের পর ক্লার্ক (GETTY)

অনন্য সম্মানের শরিক হয়ে ক্লার্ক বলেন, "ছোটবেলায় দুর্ধর্ষ যে সকল ক্রিকেটারদের আইডল মেনেছি, অনুসরণ করে বড় হয়েছি; তাঁদের সঙ্গে একাসনে বসতে পেরে সম্মানিত ৷" অবসরের পর এখন ক্রিকেট দেখতে বসলে খেলার দিনগুলো এখনও মিস করেন বলেও জানিয়েছেন ক্লার্ক ৷ বিশ্বজয়ী অধিনায়ককে দেওয়া সম্মান প্রসঙ্গে হল অব ফেম চেয়ারম্য়ান পিটার কিং বলেন, "মাইকেলের কেরিয়ার আজীবন সমাদৃত হবে অস্ট্রেলিয়ানদের মধ্যে ৷ প্রথমসারির ক্রিকেটারদের সঙ্গেই উচ্চারিত হবে তাঁর নাম ৷"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.