মুম্বই, 7 জানুয়ারি: অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত শর্মা ৷ তবে অবসর জল্পনা উড়িয়ে সম্প্রচারকারী চ্যানেলকে ভারত অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ব্য়াট চলছে না তাই বিশ্রামে গিয়েছেন ৷ তার অর্থ এই নয় যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি ৷ রোহিত যতই লাল বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করুন না কেন, তারকা ব্য়াটারকে পরবর্তীতে টেস্টে খেলানোর বিষয়ে বোর্ড তার পরিকল্পনা থেকে সরছে না ৷
জয় শাহ আইসিসি চেয়ারম্য়ান পদে বসায় বোর্ডের সচিব পদ এখনও ফাঁকা ৷ সবকিছু ঠিক থাকলে অসমের দেবজিৎ সাইকিয়া পাকাপাকিভাবে বিসিসিআই'য়ের সচিব পদে বসতে চলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৷ আগামী রবিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে তাঁর নাম ৷ একইসঙ্গে টেস্ট ক্রিকেটে রোহিতের ভবিষ্যত নিয়েও আলোচনা হবে সেই বিশেষ বৈঠকে ৷
হিন্দুস্তান টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, রবিবারের বৈঠকে টিম ম্য়ানেজমেন্ট, নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের সঙ্গে বিশদে আলোচনা করবেন সাইকিয়া ৷ অর্থাৎ, যা পরিস্থিতি তাতে প্রকাশ্যে রোহিতের অবসর জল্পনা উড়িয়ে দেওয়ার ঘোষণায় বিশেষ কর্ণপাত করছে না বোর্ড ৷
সিডনিতে অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্ট থেকে আচমকা নিজেকে সরিয়ে নেন রোহিত শর্মা ৷ ভারত অধিনায়ক নিজে থেকে বিশ্রামে গিয়েছেন নাকি তাঁকে সরানো হয়েছে? এমন প্রশ্ন উঁকি দিতে থাকে অনুরাগীদের মনে ৷ কিন্তু সম্প্রচারকারী চ্য়ানেলকে রোহিত জানিয়ে দেন, ব্যাটে রান নেই তাই সরে দাঁড়িয়েছেন নিজেই ৷ সেইসঙ্গে অবসর জল্পনা উড়িয়ে দেন ৷ তবে রোহিতের অনুপস্থিতিতেও সিডনিতে কাঙ্খিত ফলাফল আসেনি ভারতের জন্য ৷ শেষ টেস্ট হেরে তাঁরা ডব্লিউটিসি ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় ৷
সিডনি টেস্টের আগে রিপোর্টে প্রকাশ পেয়েছিল যে, রোহিতকে টেস্ট স্কোয়াডে আর দেখতে চান না নির্বাচকরা ৷ হিন্দুস্তান টাইমসের রিপোর্ট সেই কথাতেই সিলমোহর দিচ্ছে ৷ রোহিতের অবসরের ইচ্ছে এখন না-থাকলেও তাঁর ভবিষ্যত নির্বাচক কমিটির হাতেই ৷ যা নির্ধারণ হতে পারে রবিবারের বৈঠকে ৷