ঢাকা, 8 জানুয়ারি: শেখ হাসিনার বিরুদ্ধে দু'টি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ প্রশাসন ৷ এবার তাঁর পাসপোর্ট বাতিল করল ইউনুস প্রশাসন ৷ গত বছর জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে তিনি-সহ অন্য 96 জনের পাসপোর্ট বাতিল করা হল ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, পাসপোর্ট বাতিলের ফলে দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করতে পারবে অন্তর্বর্তী সরকার ৷ এছাড়া অন্য কোনও দেশে যাওয়ার জন্য বৈধ নথিও থাকল না হাসিনার কাছে ৷
গত 5 অগস্ট গণবিক্ষোভের জেরে বাংলাদেশ ছেড়ে নয়াদিল্লিতে এসে আশ্রয় নেন শেখ হাসিনা ৷ ছাত্র আন্দোলনের চাপে 16 বছরের দীর্ঘ আওয়ামি লিগ সরকারের পতন হয় সেদেশে ৷ মঙ্গলবার তাঁর পাসপোর্ট বাতিলের খবরটি জানান মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ৷
তিনি সাংবাদিকদের বলেন, "পাসপোর্ট দফতর গুম হত্যায় জড়িত 22 জনের পাসপোর্ট বাতিল করেছে ৷ এছাড়া শেখ হাসিনা-সহ 75 জনের পাসপোর্ট বাতিল হয়েছে জুলাই মাসের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ৷" আওয়ামী লীগ নেত্রী হাসিনা ছাড়া আর কার কার পাসপোর্ট বাতিল হয়েছে, সেই নামগুলি তিনি স্পষ্ট করে জানাননি ৷
এদিকে হাসিনার পাসপোর্ট বাতিলের দিনেই চিকিৎসার জন্য লন্ডন রওনা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া ৷ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খালিফা আল থানি তাঁর জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করে দিয়েছিলেন ৷ দীর্ঘ সময় ধরে তিনি অসুস্থ ৷ মঙ্গলবার তাঁর এক পরামর্শদাতা জাহিরুদ্দিন স্বপন জানান, প্রয়াত জিয়ায়ুর রহমানের স্ত্রী খালেদা জিয়া ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে লন্ডনের উদ্দেশে পাড়ি দিয়েছেন ৷ হৃদরোগজনিত সমস্যা, যকৃৎ এবং বৃক্কের সমস্যায় ভুগছেন 79 বছর বয়সি খালেদা ৷
শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদ জিয়া ও তাঁর পুত্র তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় ৷ তিনি দোষী সাব্যস্ত হয়ে কারাবন্দি ছিলেন ৷ পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা ভেবে তাঁকে গৃহবন্দি করে রাখে হাসিনা সরকার ৷ তখন তাঁর দেশ ছাড়ায় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মুহম্মদ ইউনুসের প্রশাসন তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলি হয় প্রত্যাহার করে ৷