ETV Bharat / state

খেলার ছলে লাগল বিধ্বংসী আগুন, তালাবন্দি ঘরে একা মানসিক ভারসাম্যহীন কিশোর; তারপর... - MASSIVE FIRE IN SILIGURI

দমকলের দুটো ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে । ভয়ানক আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা কাঠের বাড়িটি ৷

massive fire in Siliguri
ভয়াবহ অগ্নিকাণ্ডে শিলিগুড়িতে পুড়ে ছাই বাড়ি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 18 hours ago

শিলিগুড়ি, 8 জানুয়ারি: মায়ের অবর্তমানে খেলার ছলে ঘরে আগুন ৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল মানসিক ভারসাম্যহীন কিশোর ৷ তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি ৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে শিলিগুড়ির 40 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার পরেশমণি লেনে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে ছেলেকে বাড়িতে বাইরে থেকে তালা মেরে ঘরবন্দি করে কাজে চলে যান মা । সেই সময়ে খেলার ছলে ঘরে আগুন লাগিয়ে ফেলে কিশোর ৷ দাউ দাউ করে ধরে যায় কাঠের ঘরটি ৷ আগুনের শিখার মধ্যেই বন্দি ঘরে প্রাণ ভয়ে ছুটোছুটি করতে থাকে ওই কিশোর । বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের । কোনওক্রমে তালা ভেঙে ওই মানসিক ভারসাম্যহীনকে উদ্ধার করেন স্থানীয়রা ।

পুড়ে ছাই হয়ে গিয়েছে কাঠের বাড়িটি (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবিতা মঙ্গোত্রি নামে মহিলা নিজের 14 বছরের মানসিক ভারসাম্যহীন ছেলের সঙ্গে থাকেন । প্রতিদিনের মতো এদিনও ওই মহিলা কাজে যাওয়ার আগে নিজের ছেলেকে ঘরে রেখে বাইরে থেকে তালা মেরে যান । কোনওভাবে ওই কিশোর লাইটার বা দেশলাই দিয়ে খেলার ছলে ঘরে আগুন ধরিয়ে ফেলে । মুহূর্তে আগুন ধরে যায় ঘরে ৷ ঘরটি কাঠের হওয়ায় আগুন আরও ভয়ানক আকার ধারণ করে । প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ব্যর্থ হন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ ও দমকলের দুটো ইঞ্জিন । দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে তার আগেই গোটা বাড়ি পুড়ে খাক হয়ে যায় ।

massive fire in Siliguri
প্রাণ রক্ষা পেয়েছে কিশোরেরে (নিজস্ব ছবি)

এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলর সত্যজিৎ অধিকারী বলেন, "মহিলা নিজের মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে থাকতেন । খুবই দরিদ্র পরিবার । গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে । তবে অল্পের জন্য ওই কিশোর প্রাণে বেঁচে গিয়েছে । তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে । দমকল আগুন নিয়ন্ত্রণে এনেছে ।" ভাড়াটিয়া পূজা শাহ বলেন, "আমরা নীচে থাকি । মাঝেমধ্যেই কিশোর বাড়িতে একা ছুটোছুটি করে । ওর মা বাইরে থেকে তালা মেরে কাজে যায় । এদিনও তাই গিয়েছিল । কিন্তু আচমকা দেখি আগুন লেগেছে । তারপর প্রতিবেশীরা কিশোরকে উদ্ধার করে ।"

massive fire in Siliguri
খেলার ছলে ঘরে আগুন মানসিক ভারসাম্যহীন কিশোরের (নিজস্ব ছবি)

শিলিগুড়ি, 8 জানুয়ারি: মায়ের অবর্তমানে খেলার ছলে ঘরে আগুন ৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল মানসিক ভারসাম্যহীন কিশোর ৷ তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি ৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে শিলিগুড়ির 40 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার পরেশমণি লেনে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে ছেলেকে বাড়িতে বাইরে থেকে তালা মেরে ঘরবন্দি করে কাজে চলে যান মা । সেই সময়ে খেলার ছলে ঘরে আগুন লাগিয়ে ফেলে কিশোর ৷ দাউ দাউ করে ধরে যায় কাঠের ঘরটি ৷ আগুনের শিখার মধ্যেই বন্দি ঘরে প্রাণ ভয়ে ছুটোছুটি করতে থাকে ওই কিশোর । বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের । কোনওক্রমে তালা ভেঙে ওই মানসিক ভারসাম্যহীনকে উদ্ধার করেন স্থানীয়রা ।

পুড়ে ছাই হয়ে গিয়েছে কাঠের বাড়িটি (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবিতা মঙ্গোত্রি নামে মহিলা নিজের 14 বছরের মানসিক ভারসাম্যহীন ছেলের সঙ্গে থাকেন । প্রতিদিনের মতো এদিনও ওই মহিলা কাজে যাওয়ার আগে নিজের ছেলেকে ঘরে রেখে বাইরে থেকে তালা মেরে যান । কোনওভাবে ওই কিশোর লাইটার বা দেশলাই দিয়ে খেলার ছলে ঘরে আগুন ধরিয়ে ফেলে । মুহূর্তে আগুন ধরে যায় ঘরে ৷ ঘরটি কাঠের হওয়ায় আগুন আরও ভয়ানক আকার ধারণ করে । প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ব্যর্থ হন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ ও দমকলের দুটো ইঞ্জিন । দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে তার আগেই গোটা বাড়ি পুড়ে খাক হয়ে যায় ।

massive fire in Siliguri
প্রাণ রক্ষা পেয়েছে কিশোরেরে (নিজস্ব ছবি)

এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলর সত্যজিৎ অধিকারী বলেন, "মহিলা নিজের মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে থাকতেন । খুবই দরিদ্র পরিবার । গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে । তবে অল্পের জন্য ওই কিশোর প্রাণে বেঁচে গিয়েছে । তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে । দমকল আগুন নিয়ন্ত্রণে এনেছে ।" ভাড়াটিয়া পূজা শাহ বলেন, "আমরা নীচে থাকি । মাঝেমধ্যেই কিশোর বাড়িতে একা ছুটোছুটি করে । ওর মা বাইরে থেকে তালা মেরে কাজে যায় । এদিনও তাই গিয়েছিল । কিন্তু আচমকা দেখি আগুন লেগেছে । তারপর প্রতিবেশীরা কিশোরকে উদ্ধার করে ।"

massive fire in Siliguri
খেলার ছলে ঘরে আগুন মানসিক ভারসাম্যহীন কিশোরের (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.