মীরপুর, 18 অক্টোবর: দেশের মাটিতে শেষ টেস্ট খেলে বানপ্রস্থে যাওয়ার ইচ্ছে আর পূর্ণ হল না শাকিব আল হাসানের ৷ দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার মাঝে নিশ্চুপ থাকায় দিনকয়েক আগে ফেসবুক পোস্টে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক ৷ এরপর প্রস্তুত ছিল মঞ্চ ৷ মীরপুরে শেষ টেস্ট খেলে অবসর নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন শাকিব ৷ কিন্তু শুক্রবার শাকিবের পরিবর্তে স্কোয়াডে ডেকে নেওয়া হল হাসান মুরাদকে ৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 21 অক্টোবর শুরু হতে চলা প্রথম টেস্টের প্রাথমিক স্কোয়াডে ছিলেন বাঁ-হাতি অলরাউন্ডার ৷ সেইমত দেশে ফেরার বিমান ধরেছিলেন শাকিব ৷ কিন্তু মাঝপথে নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে হল বাংলাদেশ কিংবদন্তিকে ৷ বৃহস্পতিবার শাকিব জানিয়ে দেন নিরাপত্তা যথেষ্ট না-থাকায় তিনি দেশে ফিরছেন না ৷ এরপর শুক্রবার তাঁর পরিবর্ত খুঁজে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷ দুবাই থেকে বাংলাদেশের বিমান ধরার আগে বৃহস্পতিবার বোর্ডের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছিল শাকিবকে ৷
সেইমত শাকিব যোগাযোগ করলে তাঁকে অপর্যাপ্ত নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আধিকারিকরা ৷ শাকিব আল পরবর্তীতে দেশের এক প্রথমসারির সংবাদমাধ্যমকে বলেন, "দেশে ফেরার কথা ছিল আমার ৷ কিন্তু সেটা শেষমেশ হবে বলে মনে হয় না ৷ পুরোটাই নিরাপত্তার কারণে ৷ আরও ভালো করে বললে ব্যক্তিগত নিরাপত্তার কারণে ৷"
উল্লেখ্য, শাকিবের শেষ টেস্টের আগে সম্প্রতি উত্তপ্ত হয়ে মীরপুর স্টেডিয়াম চত্বর ৷ ক্রিকেটারের বিরুদ্ধে চলে স্লোগান ৷ বৃহস্পতিবার শাকিবের বিরুদ্ধে স্লোগান ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরেও ৷ বিভিন্ন জায়গায় দাহ করা হয় কুশপুত্তলিকা ৷ এরপরই চারশোরও বেশি ম্যাচ খেলা ক্রিকেটারের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় ৷ আর শেষমেশ শুক্রবার স্কোয়াড থেকে ছেঁটেই ফেলা হল শাকিবকে ৷ পরিবর্তে স্কোয়াডে আসা স্পিনার হাসান মুরাদে অন্তর্ভুক্তি প্রসঙ্গে বোর্ড জানিয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক ভালো ক্রিকেটের কারণেই স্কোয়াডে অন্তর্ভুক্তি করা হয়েছে ৷ ঘরের মাঠে মুরাদের অন্তর্ভুক্তি বোলিং বিভাগে বৈচিত্র্য আনবে ৷