ত্রিনিদাদ, 27 জুন:ফলাফল কী হতে চলেছে, তা আফগানিস্তানের ব্য়াটিং শেষেই বোঝা গিয়েছিল ৷ রশিদ খানদের 56 রানে গুটিয়ে দেওয়ার পর চলতি টি-20 বিশ্বকাপের ফাইনালের টিকিট পাওয়া দক্ষিণ আফ্রিকার কাছে ছিল স্রেফ সময়ের অপেক্ষা ৷ সেই রান তুলে ফাইনালে প্রবেশ করতে প্রোটিয়ারা করল 54 বল ৷ এক উইকেট হারিয়ে 67 বল বাকি থাকতে সেমিতে আফগানিস্তানকে পরাস্ত করল দক্ষিণ আফ্রিকা ৷
প্রথমেব্যাট করে বৃহস্পতিবার কোনওরকমে 56 রান তুলতে সক্ষম হন আফগান ব্যাটাররা ৷ এই জয়ের ফলে বাইশ গজে নতুন ইতিহাস লিখে এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা টি-20 বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করল ৷ এর আগে কোনও বিশ্বকাপের ফাইনালেই ওঠার সুযোগ হয়নি প্রোটিয়াদের ৷ অন্যদিকে 'চোকার্স' দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন রশিদ খানরা।
এদিন সেমিফাইনালে ত্রিনিদাদের আফগানদের দুই ওপেনার ব্যর্থ হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং বিভাগ। মাত্র 11.5 ওভারে অলআউট হয়ে যায় রশিদ অ্যান্ড কোং ৷ আফগানদের হয়ে এদিন সর্বোচ্চ 12 বলে 10 রান করেন আজমাতুল্লাহ ওমারজাই ৷ এছাড়া আর কোনও ব্যাটারই দু'অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি ৷ দক্ষিণ আফ্রিকার বোলার মার্কো জানসেন, তাবরাইজ সামসি 3টি করে এবং কাগিসো রাবাদা, অ্য়ানরিচ নর্ৎজে 2টি উইকেট নেন ৷
আফগানদের করা 56 রান তাড়া করতে নেমে কুইন্টন ডি'কক এদিন 5 রানে আউট হন ৷ তারপর রেজা হেন্ডিক্স 25 বলে 29 রানে অপরাজিত থাকেন ৷ 3টি চার ও 1টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে ৷ তাঁকে সঙ্গ দেওয়া এইডেন মার্করাম 21 বলে 23 রানে অপরাজিত থাকেন ৷ তাঁর ব্যাট থেকে এসেছে 4টি চার ৷ কুইন্টন ডি'কককে এদিন ফজলহক ফারুকি ফিরিয়েছেন ৷ 8.5 ওভারে 1টি উইকেট হারিয়ে আফগানদের বিরুদ্ধে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় প্রোটিয়ারা ৷
এদিকে, বৃহস্পতিবার গায়ানায় অপর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত ৷ সেই ম্যাচে যে দল জিতবে তার সঙ্গেই শনিবার মহারণে নামবে প্রোটিয়ারা ৷ এখন দেখার, দক্ষিণ আফ্রিকা চোকার্স তকমা ঘুচিয়ে প্রথমবার কোনও আইসিসি ট্রফি তুলতে পারে কি না ৷