হায়দরাবাদ, 18 জানুয়ারি: প্রয়াত ডেনিস ল ৷ দীর্ঘদিন বার্ধক্যজনিত একাধিক রোগে ভুগছিলেন তিনি ৷ শুক্রবার ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড এবং স্কটল্যান্ড কিংবদন্তির মৃত্যুর খবর জানানো হয়ে পরিবারের তরফে ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 84 বছর ৷
হাডার্সফিল্ড টাউনের হয়ে কেরিয়ার শুরু করলেও ডেনিস ল তারকা হয়েছিলেন 'থিয়েটার অফ ড্রিমসে' (ওল্ড ট্র্যাফোর্ডের আরেক নাম) এসে ৷ মাত্র 15 বছর বয়সে ওল্ড ট্র্যাফোর্ডে যোগদানের পর 11 বছর ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছিলেন তিনি ৷ এরমধ্যে দু'বার (1965, 1967) ঘরোয়া লিগ জয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷ তবে দলে থেকেও চোটের কারণে 1968 সালে ক্লাবের ইউরোপিয়ান কাপ জয়ের শরিক হতে পারেননি তিনি ৷ তাতে অবশ্য ল'র কৃতিত্ব এতটুকু ক্ষুণ্ণ হয় না ৷
সবধরনের প্রতিযোগিতায় 404টি ম্য়াচ খেলে ম্য়ান ইউ জার্সিতে 237টি গোল করেছিলেন স্কটিশ ফরোয়ার্ড ৷ ওয়েন রুনি (253) এবং ববি চার্লটনের (245) পর যা ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বাধিক ৷ স্যর ববি চার্লটন এবং জর্জ বেস্টের সঙ্গে ল'র পার্টনারশিপ সেইসময় ক্লাব ফুটবলে অন্যতম বিধ্বংসী ফরোয়ার্ড লাইনের তকমা পেয়েছিল ৷ সমর্থকের ভাষায় যাঁদের বলা হত 'হলি ট্রিনিটি' ৷ জর্জ বেস্ট প্রয়াত হয়েছে অনেক আগেই (2005) ৷ স্যর ববি চার্লটনের মৃত্যু হয় 2023 সালে ৷ শুক্রবার প্রয়াত হলেন 'হলি ট্রিনিটি'র তৃতীয় সদস্য ডেনিস ল ৷
স্কটল্যান্ডের একমাত্র ফুটবলার হিসেবে 1964 সালে ব্যালন ডি'অরে সম্মানিত হয়েছিলেন ল ৷ জিতেছিলেন 'ইউরোপিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার' খেতাবও ৷ ক্লাব ফুটবলের পাশাপাশি স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক কেরিয়ারও ব্যাপক ঈর্ষনীয় ম্যান ইউ কিংবদন্তির ৷ দেশের হয়ে 55টি ম্যাচ খেলে তাঁর নামের পাশে রয়েছে 30টি গোল ৷ স্য়র কেনি ড্যালগ্লিশের সঙ্গে যুগ্মভাবে এখনও দেশের সর্বোচ্চ গোলদাতার নজির রয়েছে তাঁর নামে ৷ ম্য়ান ইউ ছাড়া ল খেলেছেন ম্য়ান সিটির হয়েও ৷
Everyone at Manchester United is mourning the loss of Denis Law, the King of the Stretford End, who has passed away, aged 84.
— Manchester United (@ManUtd) January 17, 2025
Our deepest condolences go out to Denis’s family and many friends. His memory will live on forever more.
কিংবদন্তির মৃত্যুতে শোকপ্রকাশ করে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের তরফে লেখা হয়েছে, "ডেনিস ল'র মৃত্যুতে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে জড়িত প্রত্যেকে শোকাহত ৷ তাঁর পরিবার ও পরিজনদের সমবেদনা ৷ ওনার স্মৃতি রয়ে যাবে আজীবন ৷"