কলকাতা, 14 নভেম্বর:হার্নান ক্রেসপো, মেরি পিয়ের্স কিংবা কলিন জ্যাকসন ৷ অতীতে কলকাতা 25K ম্য়ারাথনের দূত হিসেবে শহরে পা রেখেছেন বিশ্বের নামীদামি অ্য়াথলিটরা ৷ এবার কলকাতা 25K ম্য়ারাথন আবার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে ৷ তাই তোড়জোড় একটু বেশিই ৷ আর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রথম বছরে ম্য়ারাথনের বাণিজ্যিক দূত হলেন সল ক্যাম্পবেল ৷ অর্থাৎ, আগামী 15 ডিসেম্বর 'সিটি অফ জয়'-এ পা পড়তে চলেছে দীর্ঘদেহী কিংবদন্তি ইংরেজ ডিফেন্ডারের ৷
15 ডিসেম্বর অনুষ্ঠিত হবে কলকাতা 25K ম্য়ারাথনের নবম সংস্করণ ৷ বিশ্বজনীন হওয়ায় এই ম্যারাথন যে এবার পরিসরে খানিক বাড়বে, তা বলাই বাহুল্য ৷ যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর প্রস্তুতির অংশ হিসেবেই ক্য়াম্পবেলকে দূত হিসেবে ঘোষণা করল আয়োজকরা ৷ কলকাতায় পা দিতে হবে জেনে খুশি 73টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রাক্তন ইংরেজ ফুটবলার ৷ বছর পঞ্চাশের ক্যাম্পবেল এক বার্তায় বলেন, "সিটি অব জয় কলকাতাতে আসার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত ৷ ইংল্যান্ডের মানুষ হওয়ায় আমি জানি ভারতে ক্রিকেট খুব জনপ্রিয়। কিন্তু আমি শুনেছি কলকাতার মানুষ ভীষণ ক্রীড়াপ্রেমী। চাই খেলাধুলোর শহর কলকাতায় পা দেওয়ার অপেক্ষায় রয়েছি আমি।"