হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: একশোটি শতরান, 34,283 রান ৷ দীর্ঘ আড়াই দশকের আন্তর্জাতিক কেরিয়ারে বহু মনিমাণিক্য কুড়িয়েছেন তিনি ৷ কিন্তু কেরিয়ারে বহুবার এমন বিতর্কিত কিছু সিদ্ধান্তের শিকার তিনি হয়েছেন, যার আক্ষেপ হয়ত এখনও মনে মনে পুষে রেখেছেন সচিন রমেশ তেন্ডুলকর ৷ এর মধ্যে অন্যতম 1999 অ্যাডিলেড টেস্টে তাঁর বিরুদ্ধে যাওয়া সোলডার বিফোর উইকেটের সিদ্ধান্ত ৷ যা নিয়ে এত বছর পরও গ্লেন ম্যাকগ্রাথের কাছে হতাশা গোপন রাখলেন না 'ক্রিকেট ঈশ্বর' ৷
তবে বাস্তবে নয়, পুরোটাই বাণিজ্যিক স্বার্থে ৷ এক জনপ্রিয় বেসরকারি চক্ষু প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপনে অভিনয় করেছেন দুই কিংবদন্তি ক্রিকেটার ৷ যে বিজ্ঞাপনের কনটেন্ট হিসেবে সুচারুভাবে ব্য়বহার করা হয়েছে অ্য়াডিলেডে সচিনের বিতর্কিত আউটকে ৷ যে আউটের ডেলিভারিটি এসেছিল গ্লেন ম্য়াকগ্রাথের থেকেই ৷ বিজ্ঞাপনে দেখা যাচ্ছে একই বিমানে সওয়ার হয়েছেন দুই ক্রিকেটার ৷ কিন্তু ম্য়াকগ্রাথের প্রাথমিক সম্বোধনে মুখ ঘুরিয়ে নিচ্ছেন সচিন ৷
তখন সচিনকে ম্যাকগ্রাথের প্রশ্ন, "অ্য়াডিলেডের ঘটনায় তোমার কি এখনও মন খারাপ?" পাল্টা সচিন প্রাক্তন অজি পেসারকে বলেন, "আমি সেদিন আউট ছিলাম না ৷ আর তুমি সেটা ভালো করেই জানো ৷" তখন ম্য়াকগ্রাথ মোবাইলে পুনরায় সেই আউটের ভিডিয়ো দেখান সচিনকে ৷ মুম্বইকর তখন অজিকে বলেন, "দেখ বল কোনওভাবেই স্টাম্পে লাগছে না ৷ আমার মনে হয় তোমার চোখ পরীক্ষা করানো উচিত ৷" ম্যাকগ্রাথ জানান, তাঁর চোখ একদম ঠিক রয়েছে ৷ তখনই গল্পে আসে টুইস্ট ৷
জনৈক এক যাত্রী এসে তখন প্রাক্তন অজি বোলারকে জানান তিনি ভুল সিটে বসেছেন ৷ তখন সচিন ফের ম্যাকগ্রাথকে বলেন, "কখন থেকে বলছি তোমার চোখের পরীক্ষা করাতে ৷" এরপরই বিজ্ঞাপনে দেখানো হচ্ছে বেসরকারি সেই চক্ষু প্রতিষ্ঠানে ম্য়াকগ্রাথকে নিয়ে গিয়েছেন সচিন ৷ বিজ্ঞাপনটি এক্স হ্যান্ডেলে শেয়ারও করেছেন মাস্টার-ব্লাস্টার নিজে ৷
Someone needs to get his eyes tested 😉 @dragarwals_eye#WhoGotItRight #GetYourEyesTested #partnership pic.twitter.com/5EgxEQALWH
— Sachin Tendulkar (@sachin_rt) February 4, 2025
1999 অ্যাডিলেড টেস্টে সত্যিই সচিনের কাঁধে বল লাগা সত্ত্বেও তাঁকে লেগ-বিফোর দেন আম্পায়ার স্টিভ বাকনার ৷ যে সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নিতে পারেননি সচিন ৷ আম্পায়ারের সিদ্ধান্তে হতবাক ভারতীয় ক্রিকেটার বেশ কিছুক্ষণ পর ক্রিজে ছেড়েছিলেন ৷ যা নিয়ে চর্চা চলে এখনও ৷ সত্যিই কি সচিন আউট ছিলেন? মজার ছলে এই বিজ্ঞাপন বিতর্ক উসকে দিল 26 বছর পরেও ৷