ETV Bharat / politics

খেতে না-পারায় চক্রান্ত করছে ! অনুব্রতকে নিশানা কাজল শেখের - KAJAL SHEIKH SLAMS ANUBRATA MONDAL

বিস্ফোরক কাজল শেখ । ‘‘হয়তো খেতে পাচ্ছে না ৷’’ ফের দলের নেতা অনুব্রত মণ্ডলকে নিশানা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ৷

Kajal Sheikh Slams Anubrata Mondal
অনুব্রতকে নিশানা কাজল শেখের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2025, 5:29 PM IST

সিউড়ি, 4 ফেব্রুয়ারি: ‘অনুব্রত মণ্ডল চক্রান্ত করে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন !’ বিস্ফোরক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ । সাংবাদিক বৈঠক করে তিনি আরও বলেন, ‘‘বীরভূম জেলা এগিয়ে আছে ৷ বদনাম করার কারণ আঙ্গুর ফল টক, খেতে পারছে না তাই হয় তো ।’’

প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদ পিছিয়ে যাচ্ছে, এহেন অভিযোগ তুলেছিলেন অনুব্রত মণ্ডল । তারপরেই সাংবাদিক বৈঠক করে অনুব্রতকে কার্যত এক হাতে নেন যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখ । কয়েকদিন ধরেই বীরভূম জেলা তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনার বিষয় বীরভূম জেলা পরিষদ ।

জানা গিয়েছে, জেলা পরিষদ কাজের নিখিরে ও অর্থ খরচের নিরিখে 1 নম্বর থেকে 11 নম্বরে চলে গিয়েছে ৷ আর অনুব্রত মণ্ডল গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় যখন তিহারে বন্দি ছিলেন, তখন জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন ফায়জুল হক ওরফে কাজল শেখ । এই কাজল শেখ বরাবরই অনুব্রত মণ্ডলের যুযুধান হিসাবে পরিচিত । অভিযোগ, কাজল শেখের সময়কালে জেলা পরিষদ পিছিয়ে যাচ্ছে এই বার্তা প্রচার চালাচ্ছে অনুব্রত অনুগামীরা ৷ সোশাল মিডিয়া জুড়েই চলছে জোর চর্চা ৷ খোদ অনুব্রত মণ্ডল বলেছেন, ‘‘শুনেছি জেলা পরিষদ 1 নম্বর থেকে 11 নম্বরে চলে গিয়েছে । কেন গেল খোঁজ নিয়ে দেখতে হবে ।’’

বিস্ফোরক কাজল শেখ (ইটিভি ভারত)

এরপরেই সিউড়িতে জেলা পরিষদের নিজের দফতরে সাংবাদিক বৈঠক করেন কাজল শেখ । তিনি বলেন, ‘‘রাজ্যের জেলা পরিষদগুলির মধ্যে কোনও অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই ৷ যে বা যিনি এটা প্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো করে বিষয়টি জানুন, তারপর মতামত দিন ৷ আমরা কোনও অংশে পিছিয়ে নেই, এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ।’’

আপনার দলের সভাপতি কি এই চক্রান্ত করছেন ? সাংবাদিকদের প্রশ্নে বিস্ফোরক কাজল শেখ । তিনি বলেন, ‘‘হলেও হতে পারেন ৷ দ্বিমতের অবকাশ নেই ৷ যিনিই এটা নিয়ে বক্তব্য রাখছেন তিনি চক্রান্ত করে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন ।’’ কি উদ্দেশ্য হতে পারে ? কাজল শেখের কথায়, ‘‘আঙ্গুর ফল টক হতে পারে । হয়তো খেতে পাচ্ছে না ৷ সে কারণে বলতে পারে ৷’’

কাজল শেখের অভিযোগ, শান্তিনিকেতনের সোনাঝুরিতে সরকারি জমিতে ওল্ডেজ হোম তৈরি করা হয়েছে । সেখানে বর্তমানে ফাইভ স্টার হোটেল চলছে ৷ বোলপুরের পাঁড়ুইয়ে আদিবাসীদের জমিতে সবুজপত্র নামে আবাসন হচ্ছে । আদিবাসীরা কাছে এসে অভিযোগ করে ৷ জেলা পরিষদের তরফে ডিএম’কে জানানো হয় । তারপর তা বন্ধ হয়ে যায় ৷ ফের কী কারণে সেই নির্মাণ হচ্ছে ?

অনুব্রত মণ্ডল ও কাজল শেখের এই দ্বন্দ্বে নতুন করে সরগরম বীরভূমের রাজনীতি ৷ যদিও কাজল শেখের এই বিস্ফোরক অভিযোগের পর কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল ।

আরও পড়ুন

সিউড়ি, 4 ফেব্রুয়ারি: ‘অনুব্রত মণ্ডল চক্রান্ত করে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন !’ বিস্ফোরক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ । সাংবাদিক বৈঠক করে তিনি আরও বলেন, ‘‘বীরভূম জেলা এগিয়ে আছে ৷ বদনাম করার কারণ আঙ্গুর ফল টক, খেতে পারছে না তাই হয় তো ।’’

প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদ পিছিয়ে যাচ্ছে, এহেন অভিযোগ তুলেছিলেন অনুব্রত মণ্ডল । তারপরেই সাংবাদিক বৈঠক করে অনুব্রতকে কার্যত এক হাতে নেন যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখ । কয়েকদিন ধরেই বীরভূম জেলা তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনার বিষয় বীরভূম জেলা পরিষদ ।

জানা গিয়েছে, জেলা পরিষদ কাজের নিখিরে ও অর্থ খরচের নিরিখে 1 নম্বর থেকে 11 নম্বরে চলে গিয়েছে ৷ আর অনুব্রত মণ্ডল গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় যখন তিহারে বন্দি ছিলেন, তখন জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন ফায়জুল হক ওরফে কাজল শেখ । এই কাজল শেখ বরাবরই অনুব্রত মণ্ডলের যুযুধান হিসাবে পরিচিত । অভিযোগ, কাজল শেখের সময়কালে জেলা পরিষদ পিছিয়ে যাচ্ছে এই বার্তা প্রচার চালাচ্ছে অনুব্রত অনুগামীরা ৷ সোশাল মিডিয়া জুড়েই চলছে জোর চর্চা ৷ খোদ অনুব্রত মণ্ডল বলেছেন, ‘‘শুনেছি জেলা পরিষদ 1 নম্বর থেকে 11 নম্বরে চলে গিয়েছে । কেন গেল খোঁজ নিয়ে দেখতে হবে ।’’

বিস্ফোরক কাজল শেখ (ইটিভি ভারত)

এরপরেই সিউড়িতে জেলা পরিষদের নিজের দফতরে সাংবাদিক বৈঠক করেন কাজল শেখ । তিনি বলেন, ‘‘রাজ্যের জেলা পরিষদগুলির মধ্যে কোনও অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই ৷ যে বা যিনি এটা প্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো করে বিষয়টি জানুন, তারপর মতামত দিন ৷ আমরা কোনও অংশে পিছিয়ে নেই, এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ।’’

আপনার দলের সভাপতি কি এই চক্রান্ত করছেন ? সাংবাদিকদের প্রশ্নে বিস্ফোরক কাজল শেখ । তিনি বলেন, ‘‘হলেও হতে পারেন ৷ দ্বিমতের অবকাশ নেই ৷ যিনিই এটা নিয়ে বক্তব্য রাখছেন তিনি চক্রান্ত করে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন ।’’ কি উদ্দেশ্য হতে পারে ? কাজল শেখের কথায়, ‘‘আঙ্গুর ফল টক হতে পারে । হয়তো খেতে পাচ্ছে না ৷ সে কারণে বলতে পারে ৷’’

কাজল শেখের অভিযোগ, শান্তিনিকেতনের সোনাঝুরিতে সরকারি জমিতে ওল্ডেজ হোম তৈরি করা হয়েছে । সেখানে বর্তমানে ফাইভ স্টার হোটেল চলছে ৷ বোলপুরের পাঁড়ুইয়ে আদিবাসীদের জমিতে সবুজপত্র নামে আবাসন হচ্ছে । আদিবাসীরা কাছে এসে অভিযোগ করে ৷ জেলা পরিষদের তরফে ডিএম’কে জানানো হয় । তারপর তা বন্ধ হয়ে যায় ৷ ফের কী কারণে সেই নির্মাণ হচ্ছে ?

অনুব্রত মণ্ডল ও কাজল শেখের এই দ্বন্দ্বে নতুন করে সরগরম বীরভূমের রাজনীতি ৷ যদিও কাজল শেখের এই বিস্ফোরক অভিযোগের পর কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.