ETV Bharat / state

স্ত্রী-কন্য়াকে হত্যা ! ব্যক্তিকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি আদালত - DEATH SENTENCE

প্রায় দু'বছর পর মিলল বিচার ৷ স্ত্রী-সহ দেড় বছরের মেয়েকে কুপিয়ে খুনে আসামীকে ফাঁসির সাজা শোনাল জেলা আদালত ৷ সাজা শুনেও নির্বিকার আসামী লাল ৷

Jalpaiguri News
আসামী লাল সিং ওরাওঁকে নিয়ে যাচ্ছে পুলিশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2025, 5:24 PM IST

জলপাইগুড়ি, 4 ফেব্রুয়ারি: স্ত্রী ও সন্তানকে হত্যার জন্য এক ব্যক্তিকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালত । 13 জনের সাক্ষ্যগ্রহণের পর মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতের অতিরিক্ত দায়রা তৃতীয় কোর্টের বিচারক বিপ্লব রায় আসামী লাল সিং ওরাওঁ-কে ফাঁসির সাজা দেন । সাজা শোনার পর বছর 38-এর লাল সিং কোনও মন্তব্য করতে চায়নি ৷

জলপাইগুড়ি জেলা আদালতের সরকার পক্ষের আইনজীবী পিন্টু কুমার দেব জানান, ঘটনাটি 2023 সালে নাগরাকাটা থানার লোকসান চা বাগানে ঘটে ৷ 27 মার্চ গভীর রাতে মদ খেয়ে বাড়িতে এসে স্ত্রী লক্ষ্মী ও দেড় বছরের কন্যাসন্তান মমতাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে লাল সিং ৷ গোঙানির আওয়াজ পেয়ে লালের দাদা এসে ঘটনাটি দেখেন ৷ স্ত্রী ও মেয়েকে খুনের পর নিজেকেও হত্যা করতে চেয়েছিল আসামী ৷ তার জন্য কয়েকবার ছুরি দিয়ে নিজেকেও আঘাত করেছিল সে ৷ তবে তার দাদা বিষয়টি দেখে ফেলায় সে যাত্রায় প্রাণে বেঁচে যায় লাল ৷

আসামীর ফাঁসির সাজা ঘোষণায় আইনজীবীর বক্তব্য (ইটিভি ভারত)
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহত আসামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে নাগরাকাটা থানার পুলিশ ৷ শুরু হয় তদন্ত ৷ সুস্থ হওয়ার পর লাল সিংকে গ্রেফতার করে পুলিশ ৷ শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ চার্জশিট পেশে 13 জন সাক্ষী দেয় ৷ প্রায় দু'বছর মামলা চলার পর আদালতে পরিবারের সদস্য তথা প্রত্যক্ষদর্শীদের সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয় লাল ৷ এরপর মঙ্গলবার আসামী লালকে ফাঁসির সাজা দেন জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক ৷
Jalpaiguri District Court
সাজা ঘোষণার পর আসামী লাল সিং ওরাওঁকে নিয়ে যাচ্ছে পুলিশ (ইটিভি ভারত)

জলপাইগুড়ি, 4 ফেব্রুয়ারি: স্ত্রী ও সন্তানকে হত্যার জন্য এক ব্যক্তিকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালত । 13 জনের সাক্ষ্যগ্রহণের পর মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতের অতিরিক্ত দায়রা তৃতীয় কোর্টের বিচারক বিপ্লব রায় আসামী লাল সিং ওরাওঁ-কে ফাঁসির সাজা দেন । সাজা শোনার পর বছর 38-এর লাল সিং কোনও মন্তব্য করতে চায়নি ৷

জলপাইগুড়ি জেলা আদালতের সরকার পক্ষের আইনজীবী পিন্টু কুমার দেব জানান, ঘটনাটি 2023 সালে নাগরাকাটা থানার লোকসান চা বাগানে ঘটে ৷ 27 মার্চ গভীর রাতে মদ খেয়ে বাড়িতে এসে স্ত্রী লক্ষ্মী ও দেড় বছরের কন্যাসন্তান মমতাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে লাল সিং ৷ গোঙানির আওয়াজ পেয়ে লালের দাদা এসে ঘটনাটি দেখেন ৷ স্ত্রী ও মেয়েকে খুনের পর নিজেকেও হত্যা করতে চেয়েছিল আসামী ৷ তার জন্য কয়েকবার ছুরি দিয়ে নিজেকেও আঘাত করেছিল সে ৷ তবে তার দাদা বিষয়টি দেখে ফেলায় সে যাত্রায় প্রাণে বেঁচে যায় লাল ৷

আসামীর ফাঁসির সাজা ঘোষণায় আইনজীবীর বক্তব্য (ইটিভি ভারত)
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহত আসামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে নাগরাকাটা থানার পুলিশ ৷ শুরু হয় তদন্ত ৷ সুস্থ হওয়ার পর লাল সিংকে গ্রেফতার করে পুলিশ ৷ শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ চার্জশিট পেশে 13 জন সাক্ষী দেয় ৷ প্রায় দু'বছর মামলা চলার পর আদালতে পরিবারের সদস্য তথা প্রত্যক্ষদর্শীদের সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয় লাল ৷ এরপর মঙ্গলবার আসামী লালকে ফাঁসির সাজা দেন জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক ৷
Jalpaiguri District Court
সাজা ঘোষণার পর আসামী লাল সিং ওরাওঁকে নিয়ে যাচ্ছে পুলিশ (ইটিভি ভারত)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.