ETV Bharat / sports

আঙুলে চিড় টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারের, প্রায় দেড়মাসের জন্য মাঠের বাইরে - INDIAN CRICKETER INJURED

ডান হাতের মধ্যমায় চিড় ৷ প্রায় দেড়মাস মাঠের বাইরে স্টাম্পার-ব্যাটার সঞ্জু স্যামসন ৷ খেলবেন আইপিএল ?

SANJU SAMSON
সঞ্জু স্যামসন (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 4, 2025, 2:07 PM IST

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-20'তে আঙুলে চোট পেয়ে একমাসেরও বেশি সময়ের জন্য মাঠের বাইরে সঞ্জু স্যামসন ৷ ডানহাতের আঙুলে চিড় ধরেছে কেরল স্টাম্পার-ব্যাটারের ৷ ফলত জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে আসন্ন রঞ্জি কোয়ার্টার-ফাইনালে খেলা হবে না তারকা ওপেনিং ব্যাটারের ৷

যদিও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়নি এই মারকুটে ব্যাটারকে ৷ তবে চ্য়াম্পিয়ন্স ট্রফি পরবর্তী আইপিএলের শুরু থেকে রাজস্থান রয়্য়ালস ফ্র্যাঞ্চাইজি সঞ্জুকে পাবে কি না, তা নিয়েও প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে ৷ তবে সংবাদসংস্থা পিটিআই'কে বোর্ডের এক সূত্র জানিয়েছে, আইপিএলের শুরু থেকে উইকেটরক্ষক ব্যাটারকে পেতে কোনও সমস্য়া নেই ৷ আপাতত তিরুঅনন্তপুরমের বাড়িতে ফিরে গিয়েছেন সঞ্জু ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সম্পন্ন করে তবেই অনুশীলন শুরু করবেন তিনি ৷

বিসিসিআই'য়ের সংশ্লিষ্ট সূত্র পিটিআই'কে বলেছে, "ডানহাতের মধ্যমায় চিড় ধরেছে স্য়ামসনের ৷ যা সারতে পাঁচ থেকে ছয় সপ্তাহের মত সময় লাগতে পারে ৷ তারপরেই নেটে ফিরতে পারবে সে ৷ স্বাভাবিকভাবেই পুণেতে 8-12 ফেব্রুয়ারি রঞ্জি ট্রফির কোয়ার্টারে কেরলের হয়ে খেলা হবে না স্য়ামসনের ৷" ওই সূত্রের তরফে আরও বলা হয়েছে, "মনে করা হচ্ছে আইপিএলে রাজস্থান রয়্য়ালসের হয়েই প্রত্যাবর্তন করবেন তিনি ৷" যদিও বোর্ডের সবুজ সংকেত পেলে তবেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামতে পারবেন দক্ষিণী এই ক্রিকেটার ৷

ইংল্য়ান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-20'তে জোফ্রা আর্চারের লাফিয়ে ওঠা প্রায় 150 কিলোমিটার গতিবেগের একটি ডেলিভারিতে ডানহাতের মধ্যমায় চোট পান সঞ্জু ৷ সেই চোট নিয়ে ব্য়াটিং চালালেও ডাগ-আউটে ফেরার পর ব্যথা শুরু হয় ৷ পরবর্তীতে স্ক্যানে দেখা যায় চিড় ধরেছে আঙুলে ৷ সদ্য-সমাপ্ত সিরিজে ব্য়াট হাতে ছন্দেও পাওয়া যায়নি ভারতের ওপেনিং ব্য়াটারকে ৷ পাঁচ ম্য়াচে সর্বমোট 51 রান এসেছে তাঁর ব্যাটে ৷ জোফ্রা আর্চার, মার্ক উডদের শর্টপিচ ডেলিভারি খেলতে বারংবার সমস্য়ায় পড়তে দেখা গিয়েছে তিনটি আন্তর্জাতিক টি-20 শতরানের মালিককে ৷ যা নিয়ে চর্চা চলছে ক্রিকেট মহলে ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-20'তে আঙুলে চোট পেয়ে একমাসেরও বেশি সময়ের জন্য মাঠের বাইরে সঞ্জু স্যামসন ৷ ডানহাতের আঙুলে চিড় ধরেছে কেরল স্টাম্পার-ব্যাটারের ৷ ফলত জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে আসন্ন রঞ্জি কোয়ার্টার-ফাইনালে খেলা হবে না তারকা ওপেনিং ব্যাটারের ৷

যদিও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়নি এই মারকুটে ব্যাটারকে ৷ তবে চ্য়াম্পিয়ন্স ট্রফি পরবর্তী আইপিএলের শুরু থেকে রাজস্থান রয়্য়ালস ফ্র্যাঞ্চাইজি সঞ্জুকে পাবে কি না, তা নিয়েও প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে ৷ তবে সংবাদসংস্থা পিটিআই'কে বোর্ডের এক সূত্র জানিয়েছে, আইপিএলের শুরু থেকে উইকেটরক্ষক ব্যাটারকে পেতে কোনও সমস্য়া নেই ৷ আপাতত তিরুঅনন্তপুরমের বাড়িতে ফিরে গিয়েছেন সঞ্জু ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সম্পন্ন করে তবেই অনুশীলন শুরু করবেন তিনি ৷

বিসিসিআই'য়ের সংশ্লিষ্ট সূত্র পিটিআই'কে বলেছে, "ডানহাতের মধ্যমায় চিড় ধরেছে স্য়ামসনের ৷ যা সারতে পাঁচ থেকে ছয় সপ্তাহের মত সময় লাগতে পারে ৷ তারপরেই নেটে ফিরতে পারবে সে ৷ স্বাভাবিকভাবেই পুণেতে 8-12 ফেব্রুয়ারি রঞ্জি ট্রফির কোয়ার্টারে কেরলের হয়ে খেলা হবে না স্য়ামসনের ৷" ওই সূত্রের তরফে আরও বলা হয়েছে, "মনে করা হচ্ছে আইপিএলে রাজস্থান রয়্য়ালসের হয়েই প্রত্যাবর্তন করবেন তিনি ৷" যদিও বোর্ডের সবুজ সংকেত পেলে তবেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামতে পারবেন দক্ষিণী এই ক্রিকেটার ৷

ইংল্য়ান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-20'তে জোফ্রা আর্চারের লাফিয়ে ওঠা প্রায় 150 কিলোমিটার গতিবেগের একটি ডেলিভারিতে ডানহাতের মধ্যমায় চোট পান সঞ্জু ৷ সেই চোট নিয়ে ব্য়াটিং চালালেও ডাগ-আউটে ফেরার পর ব্যথা শুরু হয় ৷ পরবর্তীতে স্ক্যানে দেখা যায় চিড় ধরেছে আঙুলে ৷ সদ্য-সমাপ্ত সিরিজে ব্য়াট হাতে ছন্দেও পাওয়া যায়নি ভারতের ওপেনিং ব্য়াটারকে ৷ পাঁচ ম্য়াচে সর্বমোট 51 রান এসেছে তাঁর ব্যাটে ৷ জোফ্রা আর্চার, মার্ক উডদের শর্টপিচ ডেলিভারি খেলতে বারংবার সমস্য়ায় পড়তে দেখা গিয়েছে তিনটি আন্তর্জাতিক টি-20 শতরানের মালিককে ৷ যা নিয়ে চর্চা চলছে ক্রিকেট মহলে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.