প্রয়াগরাজ, 4 ফেব্রুয়ারি: দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না মহাকুম্ভের ৷ এবার হট এয়ার বেলুন ফেটে দগ্ধ হলেন 6 পুণ্যার্থী ৷ তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ মেলা চত্বরের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ব্যক্তিকে এসআরএন হাসপাতালে পাঠানো হয় । যদিও বাকি 5 জনের অবস্থা আপাতত ঠিক রয়েছে । সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে । আকাশ থেকে মহাকুম্ভ দেখার ইচ্ছে ছিল ৷ সেই কারণেই একটি হট এয়ার বেলুনে চড়েন 6 জন পুণ্যার্থী ৷ সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷
দুর্ঘটনাটি ঘটেছে মহাকুম্ভের 20 নম্বর সেক্টরে । এসআরএন হাসপাতালের মিডিয়া ইনচার্জ ডাঃ সন্তোষ সিং বলেন, "মেলা থেকে 6 জন রোগী এসআরএন হাসপাতালে এসেছেন । তাঁদের নাম নিখিল, প্রদীপ, ললিত, শুভম, আমান এবং মায়াঙ্ক । মায়াঙ্ক 35 শতাংশ পুড়ে যাওয়ার আঘাত রয়েছে এবং বাকি 5 রোগীর অবস্থা আশঙ্কামুক্ত । পাঁচ জনকেই 24 থেকে 48 ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া যেতে পারে ৷ তবে মায়াঙ্কের ইতিমধ্যেই রক্তচাপ এবং সুগারের সমস্যা রয়েছে । সেই কারণে, তাঁর আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা প্রয়োজন ।"
![Hot Air Balloons Blast in Maha Kumbh 2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04-02-2025/23471086_wb_agun.jpg)
মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের বিনোদনের জন্য সরকারের পক্ষ থেকে অনেক ব্যবস্থা করা হয়েছে । বেসরকারি কোম্পানিগুলি হেলিকপ্টারে করে জয় রাইডিংয়ের ব্যবস্থা করেছে । তেমনই আকাশপথে মহাকুম্ভ দর্শন করাতে হট এয়ার বেলুনে জয় রাইডও চালু করা হয় ৷ অন্যান্য দিনের মতো সোমবার সন্ধ্যায়ও হিলিয়াম গ্যাস ভর্তি একটি বেলুন 6 জনকে নিয়ে উড়ছিল ৷ ঠিক তখনই বিপত্তি ঘটে ৷