ETV Bharat / bharat

মহাকুম্ভে ফের বিপর্যয়, হট এয়ার বেলুন ফেটে ঝলসে গেলেন 6 পুণ্যার্থী - MAHA KUMBH 2025

মহাকুম্ভে বিনোদনের জন্য চালু হট এয়ার বেলুন জয় রাইডে বিস্ফোরণ ৷ দগ্ধ হলেন 6 জন পুণ্যার্থী ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক ৷

Accident in Maha Kumbh 2025
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2025, 3:21 PM IST

Updated : Feb 4, 2025, 3:28 PM IST

প্রয়াগরাজ, 4 ফেব্রুয়ারি: দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না মহাকুম্ভের ৷ এবার হট এয়ার বেলুন ফেটে দগ্ধ হলেন 6 পুণ্যার্থী ৷ তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ মেলা চত্বরের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ব্যক্তিকে এসআরএন হাসপাতালে পাঠানো হয় । যদিও বাকি 5 জনের অবস্থা আপাতত ঠিক রয়েছে । সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে । আকাশ থেকে মহাকুম্ভ দেখার ইচ্ছে ছিল ৷ সেই কারণেই একটি হট এয়ার বেলুনে চড়েন 6 জন পুণ্যার্থী ৷ সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷

দুর্ঘটনাটি ঘটেছে মহাকুম্ভের 20 নম্বর সেক্টরে । এসআরএন হাসপাতালের মিডিয়া ইনচার্জ ডাঃ সন্তোষ সিং বলেন, "মেলা থেকে 6 জন রোগী এসআরএন হাসপাতালে এসেছেন । তাঁদের নাম নিখিল, প্রদীপ, ললিত, শুভম, আমান এবং মায়াঙ্ক । মায়াঙ্ক 35 শতাংশ পুড়ে যাওয়ার আঘাত রয়েছে এবং বাকি 5 রোগীর অবস্থা আশঙ্কামুক্ত । পাঁচ জনকেই 24 থেকে 48 ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া যেতে পারে ৷ তবে মায়াঙ্কের ইতিমধ্যেই রক্তচাপ এবং সুগারের সমস্যা রয়েছে । সেই কারণে, তাঁর আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা প্রয়োজন ।"

Hot Air Balloons Blast in Maha Kumbh 2025
হট এয়ার বেলুন বিস্ফোরণের আগুনে পুড়ল মেলা চত্বরের প্যান্ডেলের একাংশ (ইটিভি ভারত)

মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের বিনোদনের জন্য সরকারের পক্ষ থেকে অনেক ব্যবস্থা করা হয়েছে । বেসরকারি কোম্পানিগুলি হেলিকপ্টারে করে জয় রাইডিংয়ের ব্যবস্থা করেছে । তেমনই আকাশপথে মহাকুম্ভ দর্শন করাতে হট এয়ার বেলুনে জয় রাইডও চালু করা হয় ৷ অন্যান্য দিনের মতো সোমবার সন্ধ্যায়ও হিলিয়াম গ্যাস ভর্তি একটি বেলুন 6 জনকে নিয়ে উড়ছিল ৷ ঠিক তখনই বিপত্তি ঘটে ৷

প্রয়াগরাজ, 4 ফেব্রুয়ারি: দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না মহাকুম্ভের ৷ এবার হট এয়ার বেলুন ফেটে দগ্ধ হলেন 6 পুণ্যার্থী ৷ তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ মেলা চত্বরের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ব্যক্তিকে এসআরএন হাসপাতালে পাঠানো হয় । যদিও বাকি 5 জনের অবস্থা আপাতত ঠিক রয়েছে । সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে । আকাশ থেকে মহাকুম্ভ দেখার ইচ্ছে ছিল ৷ সেই কারণেই একটি হট এয়ার বেলুনে চড়েন 6 জন পুণ্যার্থী ৷ সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷

দুর্ঘটনাটি ঘটেছে মহাকুম্ভের 20 নম্বর সেক্টরে । এসআরএন হাসপাতালের মিডিয়া ইনচার্জ ডাঃ সন্তোষ সিং বলেন, "মেলা থেকে 6 জন রোগী এসআরএন হাসপাতালে এসেছেন । তাঁদের নাম নিখিল, প্রদীপ, ললিত, শুভম, আমান এবং মায়াঙ্ক । মায়াঙ্ক 35 শতাংশ পুড়ে যাওয়ার আঘাত রয়েছে এবং বাকি 5 রোগীর অবস্থা আশঙ্কামুক্ত । পাঁচ জনকেই 24 থেকে 48 ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া যেতে পারে ৷ তবে মায়াঙ্কের ইতিমধ্যেই রক্তচাপ এবং সুগারের সমস্যা রয়েছে । সেই কারণে, তাঁর আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা প্রয়োজন ।"

Hot Air Balloons Blast in Maha Kumbh 2025
হট এয়ার বেলুন বিস্ফোরণের আগুনে পুড়ল মেলা চত্বরের প্যান্ডেলের একাংশ (ইটিভি ভারত)

মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের বিনোদনের জন্য সরকারের পক্ষ থেকে অনেক ব্যবস্থা করা হয়েছে । বেসরকারি কোম্পানিগুলি হেলিকপ্টারে করে জয় রাইডিংয়ের ব্যবস্থা করেছে । তেমনই আকাশপথে মহাকুম্ভ দর্শন করাতে হট এয়ার বেলুনে জয় রাইডও চালু করা হয় ৷ অন্যান্য দিনের মতো সোমবার সন্ধ্যায়ও হিলিয়াম গ্যাস ভর্তি একটি বেলুন 6 জনকে নিয়ে উড়ছিল ৷ ঠিক তখনই বিপত্তি ঘটে ৷

Last Updated : Feb 4, 2025, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.