ETV Bharat / state

খেলতে গিয়ে মাটি খুঁড়তেই বেরিয়ে এল গুপ্তধন ! শোরগোল সালানপুরে - ANCIENT COINS RECOVERED

খেলতে গিয়ে মাটি খুঁড়ে গুপ্তধনের সন্ধান পেল একদল খুদে ! তাই নিয়েই শোরগোল পড়ে গিয়েছে আসানসোলের সালানপুরে ৷

ETV BHARAT
খেলতে গিয়ে মাটি খুঁড়তেই বেরিয়ে এল গুপ্তধন ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2025, 3:12 PM IST

আসানসোল, 4 ফেব্রুয়ারি: কবি লিখেছিলেন, "যেখানেই দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন"। কবিতার এই পংক্তি যেন বাস্তবেও মিলে গেল । সালানপুরের কল্যা গ্রাম পঞ্চায়েত এলাকায় পুরনো একটি বাড়িতে খেলা করছিল পাড়ার শিশু ও কিশোরেরা । উৎসাহের বশে একটি মাটির ঢিবি খুঁড়ে ফেলতেই চক্ষু চড়কগাছ । বেরিয়ে এল প্রচুর প্রাচীন মুদ্রা । সবই ব্রিটিশ আমলের । এই 'গুপ্তধন' কবে থেকে সেখানে গচ্ছিত রয়েছে, সেগুলিকে আগামী দিনে কোথায় রাখা হবে, সে বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন ৷

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কয়েনগুলি রুপোর । বর্তমানে সেই কয়েনগুলির ঠিকানা সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির মালখানায় । ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে । মুদ্রাগুলির ঐতিহাসিক গুরুত্ব বিচার করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আগামী পদক্ষেপ করা হবে ।

ETV Bharat
উদ্ধার প্রচুর প্রাচীন মুদ্রা (নিজস্ব চিত্র)

আসানসোলের সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাহাড়পুর গ্রামে দত্ত পরিবারের একটি পুরনো বাড়ি আছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর সময় একদল শিশু ও কিশোর একসঙ্গে সেই বাড়িটিতেই ফাঁকা জায়গায় খেলছিল । খেলার সময় একটি মাটির ঢিবি দেখতে পেয়ে কৌতূহল বশত তারা সেই ঢিবি খুঁড়ে ফেলে ৷ আর তখনই বেরিয়ে আসে প্রচুর প্রাচীন মুদ্রা । প্রথমে ওই খুদেরা বিষয়টি চেপে যায় । তারা ভেবেছিল, অনেকগুলো টাকা পাওয়া গিয়েছে, তাই দিয়ে চকোলেট কিনে খাবে ৷

সেই মতো ওই মুদ্রাগুলো নিয়ে পাড়ার দোকানে গেলে বিষয়টি সবার নজরে আসে । দোকানদার চমকে ওঠেন ৷ বলেন, এই কয়েন তো প্রাচীন আমলের । তখন ওই বাচ্চাদের চাপ দিতেই ওরা ভয়ে সব বলে দেয় । তখন মুদ্রাগুলিকে একত্রিত করা হয় ।

এলাকার বাসিন্দা দিলীপ দত্ত জানান, "আমি বিষয়টি জানতে পেরে পুলিশকে জানাই । সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ দ্রুত আসে । কয়েনগুলি উদ্ধার করে নিয়ে যায় । বর্তমানে রূপনারায়ণপুর ফাঁড়ির মালখানায় আছে কয়েনগুলো ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েনগুলি সবই ব্রিটিশ আমলের । মোট 109টি মুদ্রা পুলিশের কাছে রয়েছে । 1914, 1919 সাল সময়কালের এই মুদ্রাগুলি । এক রুপি, হাফ রুপি ও চার আনার কয়েন রয়েছে । প্রাথমিক ভাবে মনে হয়েছে কয়েনগুলি রুপোর তৈরি ।

সালানপুর থানার পুলিশ জানিয়েছে, এই কয়েনগুলির ঐতিহাসিক মূল্য অনেক । তাই সেগুলোকে সযত্নে রাখা হয়েছে । উচ্চ আধিকারিকদের জানানো হয়েছে । তাঁরা যেমন বলবেন, সেইভাবেই আগামী দিনে পদক্ষেপ করা হবে ।

অন্যদিকে সালানপুরের বিডিও রুশালি ক্লের জানান, "বিষয়টি ইতিমধ্যে জেলাশাসক ও মহকুমাশাসককে জানানো হয়েছে । বিশেষজ্ঞ ও ঐতিহাসিকদের মতামত নেওয়া হবে ।"

আসানসোল, 4 ফেব্রুয়ারি: কবি লিখেছিলেন, "যেখানেই দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন"। কবিতার এই পংক্তি যেন বাস্তবেও মিলে গেল । সালানপুরের কল্যা গ্রাম পঞ্চায়েত এলাকায় পুরনো একটি বাড়িতে খেলা করছিল পাড়ার শিশু ও কিশোরেরা । উৎসাহের বশে একটি মাটির ঢিবি খুঁড়ে ফেলতেই চক্ষু চড়কগাছ । বেরিয়ে এল প্রচুর প্রাচীন মুদ্রা । সবই ব্রিটিশ আমলের । এই 'গুপ্তধন' কবে থেকে সেখানে গচ্ছিত রয়েছে, সেগুলিকে আগামী দিনে কোথায় রাখা হবে, সে বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন ৷

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কয়েনগুলি রুপোর । বর্তমানে সেই কয়েনগুলির ঠিকানা সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির মালখানায় । ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে । মুদ্রাগুলির ঐতিহাসিক গুরুত্ব বিচার করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আগামী পদক্ষেপ করা হবে ।

ETV Bharat
উদ্ধার প্রচুর প্রাচীন মুদ্রা (নিজস্ব চিত্র)

আসানসোলের সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাহাড়পুর গ্রামে দত্ত পরিবারের একটি পুরনো বাড়ি আছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর সময় একদল শিশু ও কিশোর একসঙ্গে সেই বাড়িটিতেই ফাঁকা জায়গায় খেলছিল । খেলার সময় একটি মাটির ঢিবি দেখতে পেয়ে কৌতূহল বশত তারা সেই ঢিবি খুঁড়ে ফেলে ৷ আর তখনই বেরিয়ে আসে প্রচুর প্রাচীন মুদ্রা । প্রথমে ওই খুদেরা বিষয়টি চেপে যায় । তারা ভেবেছিল, অনেকগুলো টাকা পাওয়া গিয়েছে, তাই দিয়ে চকোলেট কিনে খাবে ৷

সেই মতো ওই মুদ্রাগুলো নিয়ে পাড়ার দোকানে গেলে বিষয়টি সবার নজরে আসে । দোকানদার চমকে ওঠেন ৷ বলেন, এই কয়েন তো প্রাচীন আমলের । তখন ওই বাচ্চাদের চাপ দিতেই ওরা ভয়ে সব বলে দেয় । তখন মুদ্রাগুলিকে একত্রিত করা হয় ।

এলাকার বাসিন্দা দিলীপ দত্ত জানান, "আমি বিষয়টি জানতে পেরে পুলিশকে জানাই । সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ দ্রুত আসে । কয়েনগুলি উদ্ধার করে নিয়ে যায় । বর্তমানে রূপনারায়ণপুর ফাঁড়ির মালখানায় আছে কয়েনগুলো ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েনগুলি সবই ব্রিটিশ আমলের । মোট 109টি মুদ্রা পুলিশের কাছে রয়েছে । 1914, 1919 সাল সময়কালের এই মুদ্রাগুলি । এক রুপি, হাফ রুপি ও চার আনার কয়েন রয়েছে । প্রাথমিক ভাবে মনে হয়েছে কয়েনগুলি রুপোর তৈরি ।

সালানপুর থানার পুলিশ জানিয়েছে, এই কয়েনগুলির ঐতিহাসিক মূল্য অনেক । তাই সেগুলোকে সযত্নে রাখা হয়েছে । উচ্চ আধিকারিকদের জানানো হয়েছে । তাঁরা যেমন বলবেন, সেইভাবেই আগামী দিনে পদক্ষেপ করা হবে ।

অন্যদিকে সালানপুরের বিডিও রুশালি ক্লের জানান, "বিষয়টি ইতিমধ্যে জেলাশাসক ও মহকুমাশাসককে জানানো হয়েছে । বিশেষজ্ঞ ও ঐতিহাসিকদের মতামত নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.