নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ভারতীয়দের দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প-সরকার ৷ অভিবাসীদের নিয়ে ভারতে আসছে মার্কিন সামরিক বিমান ৷ নয়াদিল্লি থেকে এখনও সরকারিভাবে কিছু না জানানো হলেও সেই খবরের প্রসঙ্গেই এবার মুখ খুলল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ জানিয়ে দিল, অভিবাসন আইন কঠোর করছে সেদেশের সরকার ।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দু’সপ্তাহ পরেই প্রথম দফায় অবৈধ ভারতীয় নাগরিকদের আমেরিকা থেকে বহিষ্কার করা হচ্ছে । ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের মোকাবিলায় কঠোর নীতিগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন ৷ ক্ষমতায় আসার পর অভিবাসন-সম্পর্কিত বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি ।
আমেরিকায় অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে আনার বিষয়ে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, ওয়াশিংটন অবৈধ অভিবাসীদের সরিয়ে দিচ্ছে । যদিও তিনি বিস্তারিত তথ্য দেয়নি ৷ তিনি বলেন, ‘‘আমি এই বিষয়ে কোনও বিবরণ জানাতে পারছি না ৷ তবে আমি বলতে পারি যে, মার্কিন যুক্তরাষ্ট্র সীমান্তে আরও কঠোর হচ্ছে ৷ অভিবাসন আইন কঠোর করা হচ্ছে এবং অবৈধ অভিবাসীদের সরিয়ে দিচ্ছে ৷ এই পদক্ষেপগুলি একটি স্পষ্ট বার্তা দেয় যে অবৈধ অভিবাসন নিয়ে কোনওপ্রকার ঝুঁকি নেওয়া যায় না ৷’’
27 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথোপকথনের পর ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘ভারত অবৈধ অভিবাসনের বিরোধিতা করে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের ফিরিয়ে নিতে প্রস্তুত থাকবে ।’’ 24 জানুয়ারি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘ভারত অবৈধ অভিবাসনের বিরোধিতা করে ৷ কারণ তাদের বিভিন্ন ধরণের সংগঠিত অপরাধের সঙ্গে সম্পর্ক রয়েছে । আমরা অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেব একমাত্র যদি যাচাই করে দেখা যায় তাঁরা ভারতীয় এবং তাঁদের কাছে যাবতীয় নথি রয়েছে ৷’’