জোহানেসবার্গ, 16 নভেম্বর: শুক্রবার রাতে বিশ্বজয়ীদের দাপট দেখেছে ক্রিকেটবিশ্ব ৷ প্রথমে ব্যাট করে 20 ওভারে 283 রান তুলেছে ‘সূর্যকুমার অ্যান্ড কোং’ ৷ শতরান করেছেন সঞ্জু স্যামসন, তিলক বর্মা ৷ পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে গিয়েছে 148 রানে ৷ একপেশে ম্যাচই নয়, প্রথমবার টি-20 বিশ্বজয়ের মঞ্চে একাধিক রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া ৷
একনজরে সব রেকর্ড...
সঞ্জুর শতরান: সঞ্জু স্যামসন এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি টি-20 সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙেছেন । রোহিত শর্মা, কলিন মুনরো, রিলি রোসো, ফিল সল্ট এবং সূর্যকুমার যাদব-সহ 10 ব্যাটার এর আগে 2টি সেঞ্চুরি করেছিলেন ।
283: 2024 সালের অক্টোবরে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে 297 রান করে ভারত ৷ তারপর এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টি-20 স্কোর । কুড়ি-বিশের ফর্ম্যাটে বিদেশের মাটিতে এটি যেকোনও দলের সর্বোচ্চ স্কোর ।
জোড়া শতরান: আন্তর্জাতিক টি-20 ইনিংসে দুই ব্যাটার সেঞ্চুরি করার প্রথম ঘটনা।
2টি করে শতরান: প্রথম ভারতীয় হিসেবে সঞ্জু স্যামসন একটি টি-20 সিরিজে দু’টি শতরান করেন । দ্বিতীয় ব্যাটার হিসেবে তালিকায় ঢোকেন তিলক ভার্মা ।
ভারতের সর্বোচ্চ: টি-20 ক্রিকেটে সর্বোচ্চ পাঁচটি স্কোরে ভারতের দু’টি স্কোর রয়েছে ।