ETV Bharat / sports

শামির প্রত্যাবর্তনে রঞ্জিতে থ্রিলার জয়, তিনে উঠে এল বাংলা - RANJI TROPHY 2024 25

সাত উইকেটে প্রত্যাবর্তন স্মরণীয় রাখলেন মহম্মদ শামি ৷ আর ডানহাতি পেসারের মাঠে বাইশ গজে ফেরার ম্য়াচেই মরশুমে প্রথম ছ'পয়েন্ট বাংলার ৷

MOHAMMED SHAMI
মহম্মদ শামি (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 16, 2024, 4:24 PM IST

ইন্দোর, 16 নভেম্বর: একবছর পর বাইশ গজে প্রত্যাবর্তনের আগে আবেগঘন মহম্মদ শামি মরশুমটাকে স্মরণীয় করার ডাক দিয়েছিলেন ৷ তাঁর ফেরা আক্ষরিক অর্থেই স্মরণীয় হয়ে রইল বাংলার জন্য ৷ রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মধ্যপ্রদেশকে তাদের ঘরের মাঠে হারিয়ে মরশুমের প্রথম জয় পেল বাংলা ৷ হোলকার স্টেডিয়ামে শনিবার 11 রানের থ্রিলার জয় তুলে নিল অনুষ্টুপ মজুমদার অ্যান্ড কোম্পানি ৷

338 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্য়াটিংয়ে নেমে তৃতীয়দিনের শেষে তিন উইকেট হারিয়ে 150 রান তুলে ফেলেছিল আয়োজকরা ৷ জয়ের জন্য অন্তিমদিন মধ্যপ্রদেশের প্রয়োজন ছিল 188 রান ৷ অন্যদিকে বাংলার দরকার ছিল সাত উইকেট ৷ গতকালের অপরাজিত ব্যাটার রজত পতিদারকে এদিন শুরুতেই প্য়াভিলিয়নে ফিরিয়ে প্রথম ঝটকাটা দেন শামিই ৷ গতকাল একটি উইকেটের পর চতুর্থদিন আরও দু'টি উইকেট নিলেন 360 দিন পর সম্প্রতি বাইশ গজে ফেরা ডানহাতি পেসার ৷

পতিদারকে বোল্ড করার পর শেষে এদিন কুমার কার্তিকেয়ার উইকেটও যায় শামির ঝুলিতে ৷ তবে তার আগে অধিনায়ক শুভম শর্মা ও ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে একসময় বাংলার জয় অনিশ্চিত হয়ে পড়েছিল ৷ 53 রানে আইয়ারকে ফেরান রোহিত কুমার ৷ 61 রানে মধ্যপ্রদেশ দলনায়ককে আউট করে বাংলাকে ম্যাচে ফেরান শাহবাজ আহমেদ ৷ চার উইকেটে সবচেয়ে সফল বাঁ-হাতি স্পিনারই ৷

তবে অষ্টম উইকেটে আরিয়ান পাণ্ডে ও সারাংশ জৈনের 62 রানের জুটি ম্যাচের রাশ ফের কেড়ে নেয় বাংলার হাত থেকে ৷ সাত উইকেট হারিয়ে তিনশোর গণ্ডি পেরিয়ে যায় মধ্যপ্রদেশ ৷ যখন মনে হচ্ছিল তীরে এসে বুঝি ফের তরী ডুববে বাংলার, তখন সারাংশকে (32) ফিরিয়ে বাংলার জয়ের সম্ভাবনা জোরালো করেন শাহবাজ ৷ এরপর আরিয়ানের (22) উইকেটও যায় স্পিনারের ঝুলিতে ৷

কার্তিকেয়াকে ফিরিয়ে মধুরেণ সমাপয়েৎ করেন শামি ৷ 326 রানে শেষ হয় মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস ৷ 11 রানে জিতে ছ'পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলে তিনে উঠে এল বাংলা ৷ ম্য়াচে সাত উইকেট সঙ্গে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ 37 রানে সেই জয়ের কাণ্ডারী হয়ে রইলেন মহম্মদ শামি ৷

ইন্দোর, 16 নভেম্বর: একবছর পর বাইশ গজে প্রত্যাবর্তনের আগে আবেগঘন মহম্মদ শামি মরশুমটাকে স্মরণীয় করার ডাক দিয়েছিলেন ৷ তাঁর ফেরা আক্ষরিক অর্থেই স্মরণীয় হয়ে রইল বাংলার জন্য ৷ রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মধ্যপ্রদেশকে তাদের ঘরের মাঠে হারিয়ে মরশুমের প্রথম জয় পেল বাংলা ৷ হোলকার স্টেডিয়ামে শনিবার 11 রানের থ্রিলার জয় তুলে নিল অনুষ্টুপ মজুমদার অ্যান্ড কোম্পানি ৷

338 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্য়াটিংয়ে নেমে তৃতীয়দিনের শেষে তিন উইকেট হারিয়ে 150 রান তুলে ফেলেছিল আয়োজকরা ৷ জয়ের জন্য অন্তিমদিন মধ্যপ্রদেশের প্রয়োজন ছিল 188 রান ৷ অন্যদিকে বাংলার দরকার ছিল সাত উইকেট ৷ গতকালের অপরাজিত ব্যাটার রজত পতিদারকে এদিন শুরুতেই প্য়াভিলিয়নে ফিরিয়ে প্রথম ঝটকাটা দেন শামিই ৷ গতকাল একটি উইকেটের পর চতুর্থদিন আরও দু'টি উইকেট নিলেন 360 দিন পর সম্প্রতি বাইশ গজে ফেরা ডানহাতি পেসার ৷

পতিদারকে বোল্ড করার পর শেষে এদিন কুমার কার্তিকেয়ার উইকেটও যায় শামির ঝুলিতে ৷ তবে তার আগে অধিনায়ক শুভম শর্মা ও ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে একসময় বাংলার জয় অনিশ্চিত হয়ে পড়েছিল ৷ 53 রানে আইয়ারকে ফেরান রোহিত কুমার ৷ 61 রানে মধ্যপ্রদেশ দলনায়ককে আউট করে বাংলাকে ম্যাচে ফেরান শাহবাজ আহমেদ ৷ চার উইকেটে সবচেয়ে সফল বাঁ-হাতি স্পিনারই ৷

তবে অষ্টম উইকেটে আরিয়ান পাণ্ডে ও সারাংশ জৈনের 62 রানের জুটি ম্যাচের রাশ ফের কেড়ে নেয় বাংলার হাত থেকে ৷ সাত উইকেট হারিয়ে তিনশোর গণ্ডি পেরিয়ে যায় মধ্যপ্রদেশ ৷ যখন মনে হচ্ছিল তীরে এসে বুঝি ফের তরী ডুববে বাংলার, তখন সারাংশকে (32) ফিরিয়ে বাংলার জয়ের সম্ভাবনা জোরালো করেন শাহবাজ ৷ এরপর আরিয়ানের (22) উইকেটও যায় স্পিনারের ঝুলিতে ৷

কার্তিকেয়াকে ফিরিয়ে মধুরেণ সমাপয়েৎ করেন শামি ৷ 326 রানে শেষ হয় মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস ৷ 11 রানে জিতে ছ'পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলে তিনে উঠে এল বাংলা ৷ ম্য়াচে সাত উইকেট সঙ্গে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ 37 রানে সেই জয়ের কাণ্ডারী হয়ে রইলেন মহম্মদ শামি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.