মুম্বই, 16 নভেম্বর: হাতে আর মাত্র কয়েকদিন। মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন 20 নভেম্বর ৷ ওইদিনই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচানের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। প্রচারের প্রায় শেষলগ্নে এসে শনিবার বিজেপি কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভোটে জয়ের জন্য তাঁদের যাবতীয় শক্তি দিয়ে ভোটের কাজে মনোনিবেশ করতে হবে। পাশাপাশি, তাঁর বার্তা প্রতিটি বুথেই ভোটে জেতার চেষ্টা করতে হবে দলীয় কর্মীদের।
"মেরা বুথ সবসে মাজবুত" কর্মসূচির অংশ হিসেবে বিজেপি কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই মহিলা, যুবক এবং কৃষকদের নিয়ে বুথ-স্তরের সভা করার পরামর্শ দিয়েছেন তিনি ৷ একই সঙ্গে, বিজেপি-নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রকল্পগুলির ভিডিয়ো প্রচার করার কথাও বলেছেন। দলীয় বার্তা প্রচারে জন্য চিকিৎসার মতো পেশায় যাঁরা জড়িত আছেন তাঁদেরকেও অন্তর্ভুক্ত করতে বলেছেন প্রদানমন্ত্রী।
মহারাষ্ট্রে বিরোধী মহা বিকাশ আঘাডি জোটের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি ছড়ানোর অভিযোগ এনে মোদি বলেন, "বিজেপি কর্মীদের সত্যটি ভোটারদের জানাতে হবে। আমি সর্বত্র আমাদের কর্মীদের কঠোর পরিশ্রম দেখেছি ৷ আপনারা সকলেই বিজেপির শক্তিশালী সৈনিক। আপনারা সরাসরি মোদির প্রতিনিধি। জনগণ আপনাকে তাঁদের আশা এবং আকাঙ্খার কথা বলে আশ্বস্ত বোধ করেন। মনে করেন, আপনাদের বলা মানে মোদিকে বলা ৷ আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হল, আমরা একসঙ্গে এতটা উন্নয়ন করতে চাই যাতে সবাই নিজেদের মতো করে উন্নতি করার সুযোগ পায় ৷”
প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, "একটা সময় পর্যন্ত দেশের তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং ওবিসিদের কাছে কংগ্রেসের ইতিহাস অজানা ছিল। আর তাই কংগ্রেস কেন্দ্রে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করত। কিন্তু যখন থেকে এই সম্প্রদায়গুলি একত্রিত হয়েছে তখন থেকে কংগ্রেসের অবস্থান দুর্বল হচ্ছে। অতএব, কংগ্রেস এখন এসসি, এসটি এবং ওবিসিদের ভাঙতে চায় ৷”