ডালাস, 7 জুন: পাকিস্তানকে হারিয়ে চলতি টি-20 বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ গ্রুপ-এ’র ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে যিনি আটকে দিলেন, তিনি এক প্রবাসী ভারতীয় ৷ একসময় ভারতের হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ও মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলা বাঁ-হাতি মিডিয়াম পেসারটির নাম সৌরভ নেত্রাভালকর ৷ তাঁর দাপুটে বোলিংয়ের সামনে বৃহস্পতিবার সুপার ওভারে 5 রানে হেরেছে পাকিস্তান ৷ 2014 সাল থেকে তিনি আমেরিকায় থাকছেন ৷ বর্তমানে মার্কিন সংস্থা ওরাকেলের টেকনিক্যাল দলের অন্যতম প্রধান সদস্য ৷ সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে ক্রিকেটও খেলেন ৷
বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে 5 রানে জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ টি-20 বিশ্বকাপের এই মরশুমের প্রথম বড় অঘটন এটি ৷ আমেরিকা বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানকে 159 রানে আটকে রাখে ৷ তারপর 3 উইকেট হারিয়ে শেষ বলে বাউন্ডারি মেরে স্কোর সমান করে খেলা সুপার ওভারে নিয়ে যায় ৷ সেখানেও পাকিস্তানের বিরুদ্ধে 18 রান তোলে। শেষমেশ 13 রানে আটকে দিয়ে ম্যাচ জিতে নেয় আমেরিকা ৷ শুনে মনে হতেই পারেই, বিশ্ব ক্রিকেটে কোনও পোড়খাওয়া দল এই কাজটা করেছে ৷ কিন্তু, না ৷ প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের আয়োজক হিসেবে খেলা অ্যাসোসিয়েট সদস্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এই কাজ করেছে ৷
আর এই বিশাল অঘটনের পিছনে যিনি ছিলেন, তিনি হলেন এক প্রবাসী ভারতীয় । নাম সৌরভ নেত্রাভালকর ৷ 2010 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে কেএল রাহুলদের সঙ্গে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন মুম্বইয়ের এই যুবক ৷ এরপর 2013 সালের ডিসেম্বর মাসে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে একমাত্র ম্যাচটি খেলেন ৷ সেটি ছিল কর্নাটকের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে ৷ সূর্যকুমার যাদব, আদিত্য তারে, ওয়াসিম জাফর এবং শার্দূল ঠাকুরদের সঙ্গে রঞ্জিতে ড্রেসিংরুম শেয়ার করা সেই বাঁ-হাতি মিডিয়াম পেসার এরপর আমেরিকায় চলে আসেন ৷