ETV Bharat / sports

অজি ব্য়াটারকে ধাক্কা, কোহলিকে শাস্তি দিল আইসিসি - VIRAT KOHLI FINED

কনস্টাসকে ধাক্কা মেরে শাস্তি পেলেন বিরাট কোহলি ৷ তাকে কী সাজা দিল বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি?

VIRAT KOHLI
বিরাট কোহলি (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : 13 hours ago

Updated : 13 hours ago

মেলবোর্ন, 26 ডিসেম্বর: অজি ব্য়াটার স্য়াম কনস্টাসকে ধাক্কা মেরে শাস্তির খাঁড়া নেমে এল বিরাট কোহলরি উপরে ৷ তবে মেলবোর্নের ঘটনায় বড়সড় শাস্তি এড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ ম্য়াচ ফি'র 20 শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি কোহলিকে একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে দিল আইসিসি ৷ ম্য়াচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের রিপোর্ট অনুযায়ী ভারতীয় ক্রিকেটার আইসিসি'র আইন অনুযায়ী লেভেল 1-এর অপরাধ করেছেন ৷

আইসিসি এক বিবৃতি জারি করে কোহলির শাস্তি ঘোষণা করেছে ৷ ভারতীয় ক্রিকেটার তাঁর শাস্তি মাথা পেতে নেওয়ায় এক্ষেত্রে কোনও শুনানির প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে আইসিসি'র তরফে ৷ বিবৃতিতে বলা হয়েছে, "কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কোনও ব্যক্তিকে ধাক্কা দেওয়ার অর্থ আইসিসি'র কোড অফ কন্ডাক্টের 2.12 ধারা লঙ্ঘন করা ৷" দুই অন-ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন ও মাইকেল গফ, থার্ড-আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শাহিদ এবং ফোর্থ আম্পায়ার শন ক্রেগ কোহলিকে সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত করেছেন ৷

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বক্সিং-ডে টেস্টের দশম ওভারে ৷ ওভার শেষে অভিষেককারী অজি ব্যাটার স্যাম কনস্টাস যখন প্রান্ত বদল করছেন, সেইসময় তাঁকে আচমকাই তাঁকে ধাক্কা মেরে বসেন উল্টোদিক থেকে হেঁটে আসা বিরাট কোহলি ৷ এরপর স্বাভাবিকভাবেই বাদানুবাদে সামান্য উত্তপ্ত হয় এমসিজি ৷ এরপর থেকেই বিভিন্ন মহলে আশঙ্কা করা হচ্ছিল বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন কোহলি ৷ হতে পারেন সাসপেন্ডও ৷ কিন্তু তা হয়নি ৷ আইসিসি তাঁর অপরাধের গুরুত্ব বিবেচনা করে কোহলির নামে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করেছে ৷ সাধারণত এক বছর সময়কালে চার ডিমেরিট পয়েন্ট কোনও ক্রিকেটারের নামের সঙ্গে যুক্ত হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে একটি টেস্ট কিংবা দু'টি ওয়ান-ডে থেকে সাসপেন্ড করা হয় ৷

মেলবোর্নে অভিষেক টেস্টে 60 রান করে উজ্জ্বল বিতর্কের অংশীদার স্য়াম কনস্টাস ৷ টেস্ট ক্রিকেটে ব্যাগি-গ্রিনদের হয়ে ওপেন করতে নামা কনিষ্ঠ ব্যাটার এদিন অভিষেকে অর্ধশতরান করে প্রবেশ করেন এলিট ক্লাবে ৷ অ্যাডাম গিলক্রিস্ট ও অ্যাস্টন অ্যাগারের পর তৃতীয় অজি ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে অর্ধশতরান করলেন নিউ সাউথওয়েলস ব্য়াটার ৷ পাশাপাশি উসমান খোয়াজার 57, মার্নাস লাবুশেনের 72 এবং স্টিভ স্মিথের অপরাজিত 68 রানে দিনের শেষে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া ৷ প্রথমদিনের শেষে 6 উইকেট হারিয়ে 311 রান তুলেছে আয়োজকরা ৷ ভারতের হয়ে তিন উইকেট জসপ্রীত বুমরার ঝুলিতে ৷

আরও পড়ুন:

মেলবোর্ন, 26 ডিসেম্বর: অজি ব্য়াটার স্য়াম কনস্টাসকে ধাক্কা মেরে শাস্তির খাঁড়া নেমে এল বিরাট কোহলরি উপরে ৷ তবে মেলবোর্নের ঘটনায় বড়সড় শাস্তি এড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ ম্য়াচ ফি'র 20 শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি কোহলিকে একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে দিল আইসিসি ৷ ম্য়াচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের রিপোর্ট অনুযায়ী ভারতীয় ক্রিকেটার আইসিসি'র আইন অনুযায়ী লেভেল 1-এর অপরাধ করেছেন ৷

আইসিসি এক বিবৃতি জারি করে কোহলির শাস্তি ঘোষণা করেছে ৷ ভারতীয় ক্রিকেটার তাঁর শাস্তি মাথা পেতে নেওয়ায় এক্ষেত্রে কোনও শুনানির প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে আইসিসি'র তরফে ৷ বিবৃতিতে বলা হয়েছে, "কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কোনও ব্যক্তিকে ধাক্কা দেওয়ার অর্থ আইসিসি'র কোড অফ কন্ডাক্টের 2.12 ধারা লঙ্ঘন করা ৷" দুই অন-ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন ও মাইকেল গফ, থার্ড-আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শাহিদ এবং ফোর্থ আম্পায়ার শন ক্রেগ কোহলিকে সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত করেছেন ৷

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বক্সিং-ডে টেস্টের দশম ওভারে ৷ ওভার শেষে অভিষেককারী অজি ব্যাটার স্যাম কনস্টাস যখন প্রান্ত বদল করছেন, সেইসময় তাঁকে আচমকাই তাঁকে ধাক্কা মেরে বসেন উল্টোদিক থেকে হেঁটে আসা বিরাট কোহলি ৷ এরপর স্বাভাবিকভাবেই বাদানুবাদে সামান্য উত্তপ্ত হয় এমসিজি ৷ এরপর থেকেই বিভিন্ন মহলে আশঙ্কা করা হচ্ছিল বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন কোহলি ৷ হতে পারেন সাসপেন্ডও ৷ কিন্তু তা হয়নি ৷ আইসিসি তাঁর অপরাধের গুরুত্ব বিবেচনা করে কোহলির নামে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করেছে ৷ সাধারণত এক বছর সময়কালে চার ডিমেরিট পয়েন্ট কোনও ক্রিকেটারের নামের সঙ্গে যুক্ত হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে একটি টেস্ট কিংবা দু'টি ওয়ান-ডে থেকে সাসপেন্ড করা হয় ৷

মেলবোর্নে অভিষেক টেস্টে 60 রান করে উজ্জ্বল বিতর্কের অংশীদার স্য়াম কনস্টাস ৷ টেস্ট ক্রিকেটে ব্যাগি-গ্রিনদের হয়ে ওপেন করতে নামা কনিষ্ঠ ব্যাটার এদিন অভিষেকে অর্ধশতরান করে প্রবেশ করেন এলিট ক্লাবে ৷ অ্যাডাম গিলক্রিস্ট ও অ্যাস্টন অ্যাগারের পর তৃতীয় অজি ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে অর্ধশতরান করলেন নিউ সাউথওয়েলস ব্য়াটার ৷ পাশাপাশি উসমান খোয়াজার 57, মার্নাস লাবুশেনের 72 এবং স্টিভ স্মিথের অপরাজিত 68 রানে দিনের শেষে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া ৷ প্রথমদিনের শেষে 6 উইকেট হারিয়ে 311 রান তুলেছে আয়োজকরা ৷ ভারতের হয়ে তিন উইকেট জসপ্রীত বুমরার ঝুলিতে ৷

আরও পড়ুন:

Last Updated : 13 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.