ফিরোজাবাদ, 26 ডিসেম্বর: অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সিনেমা 'কাগজ'-এর প্লটের সঙ্গে একেবারেই মিলে যাচ্ছে ৷ কার্যত সেই একই পরিস্থিতি উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এক প্রৌঢ়ের ৷ তাঁর নাম ভুল করে রেশন কার্ড থেকে মুছে ফেলা শুধু হয়নি, তাঁকে মৃত হিসাবেও তালিকাভুক্ত করা হয়েছে ৷ এর পরে তিনি যে জীবিত আছেন, তা প্রমাণ করার জন্য কার্যত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন লজ্জা রাম নামের এক প্রৌঢ়।
ফিরোজাবাদ জেলার শিকোহাবাদ এলাকায় অবস্থিত বোঝিয়া লক্ষ্মী নগর গ্রামে ঘটনাটি প্রকাশ্যে আসে। লজ্জা রাম তাঁর স্থানীয় রেশন ডিলারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ তখনই হতবাক হয়েছিলেন যে কেউ তাঁকে সরকারি রেকর্ডে মৃত ঘোষণা করার জেরে তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি শুধু জীবিতই নয়, গ্রামে তাঁর স্ত্রীর সঙ্গে বসবাসও করছেন ৷ তবে এই মুহূর্তে লজ্জা রাম সরকারি রেশন বা অন্য কোনও সরকারি সুযোগ সুবিধা পেচ্ছেন না ৷
এই ঘটনার পরেই তিনি শিকোহাবাদ তহসিলের কাছে যান যেখানে তিনি সরবরাহ পরিদর্শকের কাছে রেশন কার্ডে তাঁর নাম পুনরুদ্ধার করতে এবং সরকারি নথিতে তাঁর অস্তিত্ব প্রমাণ করার জন্য আবেদন করেন। লজ্জা রামের দাবি, ডিলার এবং তহসিল কর্মচারীদের অবহেলার কারণে এই ভুলটি হয়েছে ৷ এখন তিনি গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবাও এখন পাচ্ছেন না ৷
বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে লজ্জা রাম সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োও পোস্ট করেছেন ৷ কর্তৃপক্ষকে ভুল সংশোধন করতে এবং সরকারি নথিতে জীবিত হিসাবে তাঁর অবস্থা পুনরুদ্ধার করতেও বলেছেন। বিষয়টি শেষ পর্যন্ত অবশ্য শিকোহাবাদের এসডিএম অঙ্কিত ভার্মার নজরে এসেছে গোটা বিষয়টি ৷ শিকোহাবাদের এসডিএম নিশ্চিত করেছেন, অবহেলা কোথায় হয়েছে তা নির্ধারণের জন্য তদন্ত চলছে। ত্রুটির জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।