ETV Bharat / state

রেললাইনে ফাটল ! গেটম্যানের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা গুয়াহাটিগামী এক্সপ্রেসের - TRAIN ACCIDENT AVERTED

হুগলির বেলমুড়ি রেলগেটে রেল লাইনে ফাটল দেখা যায় ৷ তা দেখে গেটম্যান লাল সিগন্যাল দেন ৷ ট্রেন থামিয়ে দেন চালক ৷ রক্ষা পেলেন যাত্রীরা ৷

Bangalore Gauhati Express narrow escapes Train Accident
গেটম্যানের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা গুয়াহাটি গামী এক্সপ্রেসের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2025, 8:34 PM IST

Updated : Feb 21, 2025, 10:21 PM IST

বেলমুড়ি, 21 ফ্রেব্রুয়ারি: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ গুয়াহাটি এক্সপ্রেস । শুক্রবার দুপুর একটা নাগাদ ডানকুনি থেকে বর্ধমানের দিকে যাওয়ার পথে হুগলির বেলমুড়ি রেলগেটে রেল লাইনে ফাটল দেখা যায় ৷ পরিস্থিতি বেগতিক বুঝে বেঙ্গালুরু-গুয়াহাটি গামী এক্সপ্রেস ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক ৷ দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান যাত্রীরা ৷

জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে হাওড়ায় পৌঁছে সেখান থেকে গুয়াহাটি ফিরছিল ট্রেনটি ৷ হাওড়া-বর্ধমান কর্ড শাখার বেলমুড়ি স্টেশনের কাছে লাইনে বড়সড় ফাটল দেখতে পান স্থানীয়রা ৷ তাঁরা বিষয়টি গেটম্যানকে জানান ৷

গেটম্যানের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা গুয়াহাটি গামী এক্সপ্রেসের (ইটিভি ভারত)

এরপরেই সিগনাল রেড করে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয় ৷ 12509 আপ এসএমভিটি (বেঙ্গালুরু) গুয়াহাটি এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে যায় ৷ লাইন মেরামতের কাজ শুরু করেন রেল কর্মীরা ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক ও রেল পুলিশের কর্মীরা ৷ দ্রুত মেরামতির কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় ৷

ঝাঁকুনি দিয়ে এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ান যাত্রীদের মধ্যে । যদিও এই ঘটনায় কেউ আহত হননি ৷ সঠিক সময় ট্রেনটিকে না রোখা গেলে বড়সড় দুর্ঘটনা ঘটত কর্ড লাইনে ৷ গেটম্যানের তৎপরতায় যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৷

পূর্ব রেলের সিপিআরও দীপ্তিময় দত্ত বলেন, "আবহাওয়ার তারতম্যের কারণে ট্রেনলাইনে ফাটল দেখা গিয়েছিল ৷ ঘটনাটি প্রথম গেটম্যান দেখেন ৷ ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয় ৷ দ্রুত মেরামতি ব্যবস্থা করে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে ৷ প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে ওই লাইনে ৷ এর জন্য একটি লোকাল ট্রেন ও মেল ট্রেন দাঁড়িয়ে যায় ৷ যাত্রীরা সবাই সুরক্ষিত ৷

এক রেলযাত্রী রাজশেখর সন্ন্যাসী বলেন, "ভালো গতিতে ট্রেনটা যাচ্ছিল ৷ হঠাৎ একটা ঝাঁকুনি দেয় ৷ এরপরই চালক বুঝতে পেরে ট্রেনটির আস্তে করে দাঁড় করিয়ে দেন ৷ অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়ে ৷ তবে ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি ৷ ঘটনাস্থলে আছে রেল পুলিশ ও রেলের কর্মীরা ৷ তারা দ্রুত লাইন মেরামত করে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে গুয়াহাটির দিকে রওনা দেয় ৷"

গেটম্যান অনিল দাস বলেন, "গাড়িটি যাওয়ার সময় দেখলাম যে হঠাৎ একটা আওয়াজ হল ৷ গিয়ে দেখি রেললাইনে ফাটল ধরেছে ৷ এরপরে গাড়ি দাঁড়িয়ে পড়ে ৷ স্টেশন ম্যানেজারকে খবর দেওয়ার পরেই তারা ঘটনাস্থলে চলে আসে ৷"

বেলমুড়ি, 21 ফ্রেব্রুয়ারি: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ গুয়াহাটি এক্সপ্রেস । শুক্রবার দুপুর একটা নাগাদ ডানকুনি থেকে বর্ধমানের দিকে যাওয়ার পথে হুগলির বেলমুড়ি রেলগেটে রেল লাইনে ফাটল দেখা যায় ৷ পরিস্থিতি বেগতিক বুঝে বেঙ্গালুরু-গুয়াহাটি গামী এক্সপ্রেস ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক ৷ দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান যাত্রীরা ৷

জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে হাওড়ায় পৌঁছে সেখান থেকে গুয়াহাটি ফিরছিল ট্রেনটি ৷ হাওড়া-বর্ধমান কর্ড শাখার বেলমুড়ি স্টেশনের কাছে লাইনে বড়সড় ফাটল দেখতে পান স্থানীয়রা ৷ তাঁরা বিষয়টি গেটম্যানকে জানান ৷

গেটম্যানের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা গুয়াহাটি গামী এক্সপ্রেসের (ইটিভি ভারত)

এরপরেই সিগনাল রেড করে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয় ৷ 12509 আপ এসএমভিটি (বেঙ্গালুরু) গুয়াহাটি এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে যায় ৷ লাইন মেরামতের কাজ শুরু করেন রেল কর্মীরা ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক ও রেল পুলিশের কর্মীরা ৷ দ্রুত মেরামতির কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় ৷

ঝাঁকুনি দিয়ে এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ান যাত্রীদের মধ্যে । যদিও এই ঘটনায় কেউ আহত হননি ৷ সঠিক সময় ট্রেনটিকে না রোখা গেলে বড়সড় দুর্ঘটনা ঘটত কর্ড লাইনে ৷ গেটম্যানের তৎপরতায় যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৷

পূর্ব রেলের সিপিআরও দীপ্তিময় দত্ত বলেন, "আবহাওয়ার তারতম্যের কারণে ট্রেনলাইনে ফাটল দেখা গিয়েছিল ৷ ঘটনাটি প্রথম গেটম্যান দেখেন ৷ ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয় ৷ দ্রুত মেরামতি ব্যবস্থা করে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে ৷ প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে ওই লাইনে ৷ এর জন্য একটি লোকাল ট্রেন ও মেল ট্রেন দাঁড়িয়ে যায় ৷ যাত্রীরা সবাই সুরক্ষিত ৷

এক রেলযাত্রী রাজশেখর সন্ন্যাসী বলেন, "ভালো গতিতে ট্রেনটা যাচ্ছিল ৷ হঠাৎ একটা ঝাঁকুনি দেয় ৷ এরপরই চালক বুঝতে পেরে ট্রেনটির আস্তে করে দাঁড় করিয়ে দেন ৷ অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়ে ৷ তবে ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি ৷ ঘটনাস্থলে আছে রেল পুলিশ ও রেলের কর্মীরা ৷ তারা দ্রুত লাইন মেরামত করে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে গুয়াহাটির দিকে রওনা দেয় ৷"

গেটম্যান অনিল দাস বলেন, "গাড়িটি যাওয়ার সময় দেখলাম যে হঠাৎ একটা আওয়াজ হল ৷ গিয়ে দেখি রেললাইনে ফাটল ধরেছে ৷ এরপরে গাড়ি দাঁড়িয়ে পড়ে ৷ স্টেশন ম্যানেজারকে খবর দেওয়ার পরেই তারা ঘটনাস্থলে চলে আসে ৷"

Last Updated : Feb 21, 2025, 10:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.