ETV Bharat / state

পরিচারিকার থেকে 8 লাখ টাকা নেওয়ার অভিযোগ 'ভুয়ো' সরকারি আধিকারিকের বিরুদ্ধে - ARRESTED FOR EXTORTING CHARGE

কেন্দ্রীয় সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে পরিচারিকার থেকে 8 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি ৷

ARRESTED FOR EXTORTING CHARGE
বাজেয়াপ্ত ভুয়ো আধিকারিকের Government of India লেখা গাড়ি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2025, 4:56 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: নিজেকে কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে পরিচারিকার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার সৌরভ কুমার। বাজেয়াপ্ত ধৃতের চারচাকা গাড়ি (গাড়িতে লেখা রয়েছে Government of India) ও উদ্ধার ভুয়ো একাধিক নথি।

2022 থেকে নিউটাউন যাত্রাগাছি এলাকায় সৌরভ কুমারের ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন দীপালি মণ্ডল। সৌরভ দীপালির স্বামী তরণী মণ্ডলকে (বিশেষভাবে সক্ষম) ব্যাঙ্কের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ধাপে ধাপে 8 লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। পরবর্তীতে দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না-মেলায় টাকা ফেরত চান অভিযোগকারিণী। এরপরই মহিলার বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি এবং মারধর করা হয় বলে অভিযোগ সৌরভের বিরুদ্ধে।

সৌরভ কুমারের ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন দীপালি মণ্ডল (ইটিভি ভারত)

এই ঘটনার পর নিউটাউন থানার দ্বারস্থ হন পরিচারিকা ৷ লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত সৌরভ কুমারকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় একটি চার চাকা গাড়ি। গাড়িতে লেখা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ৷ এছাড়াও উদ্ধার হয় একাধিক ভুয়ো নথি। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ধারায় প্রতারণা, মারধর, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে নিউটাউন থানার পুলিশ। অভিযুক্তকে শনিবার বারাসাত আদালতে তোলা হয়।

অভিযোগকারী দীপালি মণ্ডল জানান, সৌরভ কুমার নিজেকে আরবিআই ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দিতেন ৷ নিজের গাড়ির মধ্যে গভর্মেন্ট অফ ইন্ডিয়ার বোর্ড লাগিয়ে রাখতেন ৷ গ্রেফতার সৌরভ কুমারের বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি ৷ স্বামীর সরকারি চাকরির জন্য সৌরভকে ধাপে ধাপে মোট 8 লক্ষ টাকা দেন ৷ তারপর মাসের পর মাস কেটে যায় ৷ কিন্তু চাকরি হয়নি ৷

কলকাতা, 22 ফেব্রুয়ারি: নিজেকে কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে পরিচারিকার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার সৌরভ কুমার। বাজেয়াপ্ত ধৃতের চারচাকা গাড়ি (গাড়িতে লেখা রয়েছে Government of India) ও উদ্ধার ভুয়ো একাধিক নথি।

2022 থেকে নিউটাউন যাত্রাগাছি এলাকায় সৌরভ কুমারের ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন দীপালি মণ্ডল। সৌরভ দীপালির স্বামী তরণী মণ্ডলকে (বিশেষভাবে সক্ষম) ব্যাঙ্কের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ধাপে ধাপে 8 লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। পরবর্তীতে দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না-মেলায় টাকা ফেরত চান অভিযোগকারিণী। এরপরই মহিলার বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি এবং মারধর করা হয় বলে অভিযোগ সৌরভের বিরুদ্ধে।

সৌরভ কুমারের ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন দীপালি মণ্ডল (ইটিভি ভারত)

এই ঘটনার পর নিউটাউন থানার দ্বারস্থ হন পরিচারিকা ৷ লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত সৌরভ কুমারকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় একটি চার চাকা গাড়ি। গাড়িতে লেখা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ৷ এছাড়াও উদ্ধার হয় একাধিক ভুয়ো নথি। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ধারায় প্রতারণা, মারধর, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে নিউটাউন থানার পুলিশ। অভিযুক্তকে শনিবার বারাসাত আদালতে তোলা হয়।

অভিযোগকারী দীপালি মণ্ডল জানান, সৌরভ কুমার নিজেকে আরবিআই ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দিতেন ৷ নিজের গাড়ির মধ্যে গভর্মেন্ট অফ ইন্ডিয়ার বোর্ড লাগিয়ে রাখতেন ৷ গ্রেফতার সৌরভ কুমারের বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি ৷ স্বামীর সরকারি চাকরির জন্য সৌরভকে ধাপে ধাপে মোট 8 লক্ষ টাকা দেন ৷ তারপর মাসের পর মাস কেটে যায় ৷ কিন্তু চাকরি হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.