ETV Bharat / state

কাজ চলছে শিয়ালদা ডিভিশনে ! বাতিল একাধিক ট্রেন; রইল তালিকা - TRAINS CANCELLED

শিয়ালদা ডিভিশনে কাজের জন্য ট্রেন বাতিল করা হয়েছে ৷ বেশ কিছু ট্রেনের রুট ও সময়সূচিতেও পরিবর্তন করেছে পূর্ব রেল ৷ রইল বিস্তারিত তালিকা...

Several Trains Cancelled
বাতিল একাধিক ট্রেন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2025, 8:01 PM IST

শিয়ালদা, 21 ফেব্রুয়ারি: রেলের কাজের জন্য আবারও বাতিল ট্রেন ৷ শিয়ালদা ডিভিশনের রানাঘাট-লালগোলা সেকশনের কৃষ্ণনগর সিটি স্টেশনে রেলের কাজের জন্য সপ্তাহান্তে আবারও বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন । এছাড়াও পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে একাধিক ট্রেনের সময়ও । আজ এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে ।

আগামী 22 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার রাত 12টা থেকে 27 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার, ফের 28 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 10টা থেকে 3 মার্চ সোমবার রাত 12টা পর্যন্ত কৃষ্ণনগর সিটিতে নন-ইন্টারলকিংয়ের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এই কাজের জন্য 28 ফেব্রুয়ারি-3 মার্চ পর্যন্ত যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলির তালিকা...

রানাঘাট-কৃষ্ণনগর শহর: আপ 31721, 31723, 31725 এবং ডাউন 31722, 31726...

যে ট্রেনগুলির সময় পরির্বতন করা হয়েছে:

  • 53172 ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার । 21 ফেব্রুয়ারি-24 ফেব্রুয়ারি এবং 27 ফেব্রুয়ারি-1 মার্চ ট্রেনটি লালগোলা থেকে 10.15 মিনিটের পরিবর্তে 11.15 মিনিট ছাড়বে ।
  • 53172 ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার । ট্রেনটি লালগোলা থেকে 26 ফেব্রুয়ারি রাত 10.15 মিনিটের পরিবর্তে 27 ফেব্রুয়ারি রাত 12.15 মিনিটে ছাড়বে ।
  • 53181 আপ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার । ট্রেনটি শিয়ালদা থেকে 27 ফেব্রুয়ারি 11.30টার পরিবর্তে 28 ফেব্রুয়ারি রাত 1টার সময় ছাড়বে ।
  • 53181 আপ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার । ট্রেনটি 28 ফেব্রুয়ারি রাত 11.30 মিনিটের পরিবর্তে 1 মার্চ রাত 2.30 মিনিটে ছাড়বে ।

28 ফেব্রুয়ারি-2 মার্চের মধ্যে যেই ট্রেনগুলির যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে...

  • 31816 ডাউন কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল রানাঘাট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
  • 53092/53091 আজিমগঞ্জ-কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ প্যাসেঞ্জার কৃষ্ণনগর সিটির পরিবর্তে ধুবুলিয়া থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।

আরও পড়ুন

শিয়ালদা, 21 ফেব্রুয়ারি: রেলের কাজের জন্য আবারও বাতিল ট্রেন ৷ শিয়ালদা ডিভিশনের রানাঘাট-লালগোলা সেকশনের কৃষ্ণনগর সিটি স্টেশনে রেলের কাজের জন্য সপ্তাহান্তে আবারও বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন । এছাড়াও পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে একাধিক ট্রেনের সময়ও । আজ এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে ।

আগামী 22 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার রাত 12টা থেকে 27 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার, ফের 28 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 10টা থেকে 3 মার্চ সোমবার রাত 12টা পর্যন্ত কৃষ্ণনগর সিটিতে নন-ইন্টারলকিংয়ের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এই কাজের জন্য 28 ফেব্রুয়ারি-3 মার্চ পর্যন্ত যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলির তালিকা...

রানাঘাট-কৃষ্ণনগর শহর: আপ 31721, 31723, 31725 এবং ডাউন 31722, 31726...

যে ট্রেনগুলির সময় পরির্বতন করা হয়েছে:

  • 53172 ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার । 21 ফেব্রুয়ারি-24 ফেব্রুয়ারি এবং 27 ফেব্রুয়ারি-1 মার্চ ট্রেনটি লালগোলা থেকে 10.15 মিনিটের পরিবর্তে 11.15 মিনিট ছাড়বে ।
  • 53172 ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার । ট্রেনটি লালগোলা থেকে 26 ফেব্রুয়ারি রাত 10.15 মিনিটের পরিবর্তে 27 ফেব্রুয়ারি রাত 12.15 মিনিটে ছাড়বে ।
  • 53181 আপ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার । ট্রেনটি শিয়ালদা থেকে 27 ফেব্রুয়ারি 11.30টার পরিবর্তে 28 ফেব্রুয়ারি রাত 1টার সময় ছাড়বে ।
  • 53181 আপ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার । ট্রেনটি 28 ফেব্রুয়ারি রাত 11.30 মিনিটের পরিবর্তে 1 মার্চ রাত 2.30 মিনিটে ছাড়বে ।

28 ফেব্রুয়ারি-2 মার্চের মধ্যে যেই ট্রেনগুলির যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে...

  • 31816 ডাউন কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল রানাঘাট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
  • 53092/53091 আজিমগঞ্জ-কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ প্যাসেঞ্জার কৃষ্ণনগর সিটির পরিবর্তে ধুবুলিয়া থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.