জম্মু, 21 ফেব্রুয়ারি: এলওসিতে একের পর এক গুলি চালানোর ঘটনা, আইডি হামলারর বৈঠকে বসল ভারত ও পাকিস্তানের সেনা আধিকারিকরা ৷ সরকারি সূত্রে খবর, এই অবস্থায় আন্তর্জাতিক সীমান্তে স্থিরতা ফেরানোর লক্ষ্যে শুক্রবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় বৈঠক করলেন দুই প্রতিবেশী দেশের কম্যান্ডাররা ৷
সূত্র জানিয়েছে, ব্রিগেড-কম্যান্ডার স্তরে এই বৈঠক হয়েছে সীমান্তের চাক্কান-দা-বাঘ এলাকায় ৷ ভারত-পাকিস্তান দুই দেশই সীমান্তের দু'দিকে শান্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ৷ 75 মিনিটের দীর্ঘ এই আলোচনা শুরু হয় এদিন সকাল 11টায় ৷
#WATCH | Armies of India and Pakistan are holding a flag meeting today, 21st February, to discuss the recent incidents of firing in the Poonch Sector of J&K.
— ANI (@ANI) February 21, 2025
Visuals from LOC Trade Centre [Chakkan da Bagh Poonch]. pic.twitter.com/sAR0h74sg6
অনুকূল পরিবেশে দু'তরফে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র ৷ বৃহত্তর স্বার্থে আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র-সম্বরণের চুক্তিকে সম্মান জানাতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান, উভয়েই ৷ 2021 সালের 25 ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে এই চুক্তি পুনর্নবীকরণ হয় ৷
গত 11 ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় সেনার এক ক্যাপ্টেন এবং এক জওয়ানের ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, লাইন অফ কন্ট্রোল-এর (এলওসি) কাছে টহল দিচ্ছিল সেনা জওয়ানরা ৷ সেই সময় এই বিস্ফোরণ ঘটে ৷ জঙ্গিরাই আইইডি বিস্ফোরক পুঁতে রেখেছিল বলে জানা যায় ৷ ভাট্টাল এলাকায় বিকেল 3টে 50 মিনিট নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ সেনাবাহিনী সেখানে টহল দিচ্ছিলেন ৷ আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয় ৷
এর আগে 10 ফেব্রুয়ারি এবং পরে 14 ফেব্রুয়ারি দু'টি আলাদা দুর্ঘটনা ঘটে এলওসি'র রাজৌরি এবং পুঞ্চ জেলায় ৷ গত সপ্তাহেই পুঞ্চে আরেকটি ল্য়ান্ডমাইন বিস্ফোরণে দু'জন সেনা আধিকারিক জখম হন ৷