মেলবোর্ন, 26 ডিসেম্বর: অস্ট্রেলিয়া সফরে এসে বরাবরই চর্চায় থাকতে পছন্দ করেন বিরাট কোহলি ৷ তা সে রান করেই হোক কিংবা অন্য কোনও কারণে ৷ 2012 সালে টেস্ট ম্য়াচ চলাকালীন সিডনির দর্শকদের মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটে ভরসার স্থলপাত্র ৷ যদিও বর্তমানে সেই আগ্রাসনের খোলস ছেড়ে অনেকটাই বেরিয়ে এসেছেন বিরাট ৷ তবে পুরোপুরি যে বের হতে পারেননি, তার প্রমাণ 26 ডিসেম্বরের মেলবোর্ন ৷ 19 বছরের অজি ব্যাটার স্যাম কনস্টাসকে তাঁর আত্মপ্রকাশ ম্য়াচে ধাক্কা দিয়ে ফের চর্চায় 'রানমেশিন' ৷
বক্সিং-ডে টেস্টের প্রথমদিনের শেষে ছয় উইকেটে 311 রান তুলে বেশ ভালো জায়গায় অস্ট্রেলিয়া ৷ যার শুরুটা হয় অভিষেকে স্য়াম কনস্টাসের আত্মবিশ্বাসী ইনিংসে ৷ জসপ্রীত বুমরা-সহ ভারতীয় বোলারদের বিরুদ্ধে 19 বছরের ক্রিকেটারের ব্য়াটিংয়ে মুগ্ধ ক্রিকেটদুনিয়া ৷ তাও আবার অভিষেকে ৷ 60 রান করে অজি ব্যাটিংয়ের টোন এদিন সেট করে দেন নিউ সাউথওয়েলস ব্যাটার ৷ কিন্তু দশম ওভারে শেষে সেই তরুণ তুর্কিকে ইচ্ছাকৃত ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে বিরাট কোহলির বিরুদ্ধে ৷
Steve Smith remains unbeaten at the end of Day 1 as India fight back in the final session.#WTC25 | #AUSvIND 📝: https://t.co/rwOpsAESqm pic.twitter.com/NCLraL69Xc
— ICC (@ICC) December 26, 2024
ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন রিকি পন্টিংয়ের মত প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটাররা ৷ কিন্তু সত্যিই কি মেলবোর্নে এদিন যা ঘটল তাতে বিরাট এককভাবে দায়ী? এ বিষয়ে আইসিসি তদন্ত শুরু করতে চলেছে বলেই সূত্রের খবর ৷ সেক্ষেত্রে দু'পক্ষকেই ডেকে পাঠানো হতে পারে ৷ অভিযোগ সত্যি প্রমাণিত হলে কোহলিকে সাসপেন্ড বা জরিমানাও করা হতে পারে বলে খবর ৷ ইন্ডিয়া ট্যুডে'কে আইসিসি'র একটি বড় সূত্র জানিয়েছে, "এখন পুরো বিষয়টাই ম্য়াচ রেফারি এবং আম্পায়ারদের হাতে ৷ ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে পরিস্থিতি পর্যালোচনা নিশ্চয় করবেন তাঁরা ৷ এমনকী হয়তো ঘটনায় জড়িতে ক্রিকেটারদেরও ডেকেও পাঠাবেন ৷"
WHAT ARE WE SEEING!
— cricket.com.au (@cricketcomau) December 26, 2024
Sam Konstas just whipped Jasprit Bumrah for six 😱#AUSvIND | #PlayOfTheDay | @nrmainsurance pic.twitter.com/ZuNdtCncLO
কোহলির শাস্তির আশঙ্কা নিয়ে বলতে গিয়ে সেই সূত্র বলছে, "ঘটনার পরিপ্রেক্ষিতে কোহলির দেওয়া ব্যাখ্যা অফিসিয়ালদের সন্তুষ্ট করতে না-পারলে তাঁকে শাস্তির সম্মুখীন হতে হবে ৷ সেক্ষেত্রে তাঁর ডিমেরিট পয়েন্টও মিলতে পারে ৷" ডিমেরিট পয়েন্ট আইসিসি'র ডিসিপ্লিনারি সিস্টেমের একটি অংশ ৷ যার উপরে নির্ভর করে জরিমানা কিংবা সাসপেনশনের বিষয়টি ৷
এদিকে কোহলির সঙ্গে ধাক্কা ও সামান্য বাদানুবাদের বিষয়ে ব্য়াটিংয়ের পর মুখ খোলেন স্যাম কনস্টাস ৷ তিনি বলেন, "মাঠে যা ঘটেছে সেটা মাঠের মধ্যে থাকাই শ্রেয় ৷ আমি প্রতিযোগিতা ভালোবাসি ৷ আর এমন কানায়-কানায় ভর্তি স্টেডিয়ামের সামনে খেলতে পারার তুলনায় ভালো অনুভূতি আর কীই বা হতে পারে অভিষেকে?"