ETV Bharat / sports

পড়শি রাজ্যকে হারিয়ে সন্তোষ ট্রফির সেমিফাইনালে বাংলা - SANTOSH TROPHY 2024 25

52 বার সন্তোষের শেষ চারে পৌঁছে গেল বাংলা ৷ পিছিয়ে পড়ে ডেকান এরিনায় বাজিমাত সঞ্জয় সেনের ছেলেদের ৷

SANTOSH TROPHY 2024 25
সেমিফাইনালে বাংলা (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : 14 hours ago

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: সন্তোষে বাংলার জয়ের রথ ছুটছেই ৷ মঙ্গলবার সার্ভিসেসকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারিয়ে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল বাংলা ৷ বৃহস্পতিবার নিজামের শহরে পড়শি রাজ্য ওড়িশাকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল সঞ্জয় সেনের ছেলেরা ৷ অর্থাৎ, 33 তম খেতাব থেকে দু'ধাপ দূরে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল বাংলা ৷

ডেকান এরিনায় এদিন ওড়িশার বিরুদ্ধে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াল তাঁরা ৷ কলিঙ্গরাজ্যকে 3-1 গোলে উড়িয়ে দিল বাংলার ছেলেরা ৷ গোল করলেন চলতি টুর্নামেন্টে গোল কার্যত অভ্যাসে পরিণত করে ফেলা নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদা ও পরিবর্ত মনোতোষ মাজি ৷ অথচ প্রথমার্ধে 25 মিনিটে রাকেশ ওরাওঁয়ের গোলে পিছিয়ে পড়েছিল প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত বাংলা দল ৷ কিন্তু প্রথমার্ধের সংযুক্তি সময়েই পড়শি রাজ্যকে সেই গোল ফিরিয়ে দেন নরহরি শ্রেষ্ঠা ৷ 1-1 অবস্থায় বিরতিতে যায় দু'দল ৷

এরপর দ্বিতীয়ার্ধ জুড়ে দুরন্ত ফুটবল সঞ্জয় সেনের ছেলেদের ৷ যদিও লিড পেতে 77 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাকে ৷ শেষপর্যন্ত প্রতিযোগিতায় তাঁর ব্যক্তিগত নবম গোলে বাংলাকে এগিয়ে দেন রবি হাঁসদা ৷ এরপর লিড ধরে রেখে সেমি নিশ্চিত করে ফেলে 32 বারের চ্যাম্পিয়নরা ৷ উলটে সংযুক্তি সময় ওড়িশার কফিনে তৃতীয় অর্থাৎ শেষ পেরেকটি পুঁতে দেন পরিবর্ত মনোতোষ মাজি ৷ 3-1 গোলে জিতে শেষ চার নিশ্চিত করে বাংলা ৷

গতবার মূলপর্বের যোগ্যতা অর্জনে ব্যর্থ বাংলা দল এবার সঞ্জয় সেনের হাতে পড়ে তেল খাওয়া মেশিনের মত ছুটছে ৷ গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে রাজস্থানকে হারাতেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলে তাঁরা ৷ গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটি ম্য়াচ ড্র করে কোয়ার্টারে পৌঁছেছিল সঞ্জয় সেনের ছেলেরা ৷ এই নিয়ে 52 বার প্রতিযোগিতার শেষ চারে পৌঁছল বাংলা ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: সন্তোষে বাংলার জয়ের রথ ছুটছেই ৷ মঙ্গলবার সার্ভিসেসকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারিয়ে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল বাংলা ৷ বৃহস্পতিবার নিজামের শহরে পড়শি রাজ্য ওড়িশাকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল সঞ্জয় সেনের ছেলেরা ৷ অর্থাৎ, 33 তম খেতাব থেকে দু'ধাপ দূরে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল বাংলা ৷

ডেকান এরিনায় এদিন ওড়িশার বিরুদ্ধে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াল তাঁরা ৷ কলিঙ্গরাজ্যকে 3-1 গোলে উড়িয়ে দিল বাংলার ছেলেরা ৷ গোল করলেন চলতি টুর্নামেন্টে গোল কার্যত অভ্যাসে পরিণত করে ফেলা নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদা ও পরিবর্ত মনোতোষ মাজি ৷ অথচ প্রথমার্ধে 25 মিনিটে রাকেশ ওরাওঁয়ের গোলে পিছিয়ে পড়েছিল প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত বাংলা দল ৷ কিন্তু প্রথমার্ধের সংযুক্তি সময়েই পড়শি রাজ্যকে সেই গোল ফিরিয়ে দেন নরহরি শ্রেষ্ঠা ৷ 1-1 অবস্থায় বিরতিতে যায় দু'দল ৷

এরপর দ্বিতীয়ার্ধ জুড়ে দুরন্ত ফুটবল সঞ্জয় সেনের ছেলেদের ৷ যদিও লিড পেতে 77 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাকে ৷ শেষপর্যন্ত প্রতিযোগিতায় তাঁর ব্যক্তিগত নবম গোলে বাংলাকে এগিয়ে দেন রবি হাঁসদা ৷ এরপর লিড ধরে রেখে সেমি নিশ্চিত করে ফেলে 32 বারের চ্যাম্পিয়নরা ৷ উলটে সংযুক্তি সময় ওড়িশার কফিনে তৃতীয় অর্থাৎ শেষ পেরেকটি পুঁতে দেন পরিবর্ত মনোতোষ মাজি ৷ 3-1 গোলে জিতে শেষ চার নিশ্চিত করে বাংলা ৷

গতবার মূলপর্বের যোগ্যতা অর্জনে ব্যর্থ বাংলা দল এবার সঞ্জয় সেনের হাতে পড়ে তেল খাওয়া মেশিনের মত ছুটছে ৷ গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে রাজস্থানকে হারাতেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলে তাঁরা ৷ গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটি ম্য়াচ ড্র করে কোয়ার্টারে পৌঁছেছিল সঞ্জয় সেনের ছেলেরা ৷ এই নিয়ে 52 বার প্রতিযোগিতার শেষ চারে পৌঁছল বাংলা ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.