বারামুল্লা, 22 ফেব্রুয়ারি: উপত্যকায় অন্যতম বিপজ্জনক সেনা ছাউনি উরি । এবার সেই সেনা ছাউনিতেই পৌঁছলেন মাস্টার ব্লাস্টার সচিন তেণ্ডুলকর। পরিবার নিয়ে বেশ ফুরফুরে মেজাজে সেনাদের সঙ্গে সময় কাটালেন সচিন। 2016 সালে 18 সেপ্টেম্বর উরিতেই হামলা চালায় চার জইশ জঙ্গি। শহিদ হন 19 সেনা ৷ সেই উরিতেই সেনাদের সঙ্গে সাক্ষাতে সচিন ৷ খেললেন ক্রিকেটও৷
বুধবার উত্তর কাশ্মীরের বারামুল্লা এলাকার সীমান্ত ঘুরে দেখেন তিনি ৷ শুধু তাই নয়, এলওসির কম্যান্ড পোস্টে গিয়ে ভারতীয় বীর সেনা জওয়ানদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ সারেন সচিন ৷ সম্প্রতি তাঁর কাশ্মীর ভ্রমণের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ ক্রিকেটের ভগবানকে এক পলক দেখতে ভিড় আট থেকে আশি সকলের ৷
এদিন তিনি জওয়ানদের সঙ্গে যেমন কথা বলেন তেমনই তাঁদের সঙ্গে মেতে ওঠেন ক্রিকেট খেলাতেও ৷ বৃহস্পতিবার সেই ভিডিয়ো সচিন শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলে ৷ তিনি লিখেছেন, "ক্রিকেট আর কাশ্মীর ৷ ভূ-স্বর্গে একটা ম্যাচ ৷" সেই ভিডিয়োতে দেখা যায় গাড়ি থেকে আচমকাই রাস্তায় নামেন মাস্টারব্লাস্টার ৷ সেই সময় বেশ কয়েকজন ক্রিকেট খেলছিলেন ৷ তাঁদের দেখে সামনে এগিয়ে সচিন জানতে চান, তিনিও খেলতে পারেন কি না ৷ এরপরেই ব্যাট হাতে সচিন জানতে চান, ক্রিকেট খেলায় তাঁদের বোলার কে?
ব্যাস আর কী, ব্যাট হাতে মাঠে থুড়ি রাস্তায় একের পর এক বলে ব্যাট চালান লিটল মাস্টার ৷ তা দেখতে ভিড় জমান অনেকেই ৷ বেশ কয়েকটি বলে ব্যাট চালানোর পর, সচিন চ্যালেঞ্জ করে বসেন, শেষ বলে আউট করতে হবে তাঁকে ৷ কিন্তু সচিনকে আউট করে সাধ্যি কার ৷ ব্যাটের হাতল দিয়েও বল মারেন সুন্দর শটে ৷ চারদিকে তখন হাততালি প্রতিধ্বনি ৷ স্বভাবতই, একটা অন্যরকম দিন উপহার পেয়ে খুশি এলাকার মানুষরাও ৷ তাঁদের মতে, প্রাক্তন ক্রিকেট তারকা আসায় এখানকার বর্ডার ট্যুরিজম আরও উন্নত হবে ৷ কারণ উরির দিকে অনেকেই আসতে রাজি হন না ৷ ফলে সচিনের দেখাদেখি যদি বাকি পর্যটকরাও আসেন, তাহলে এখানকার পর্যটন শিল্প উন্নত হবে বলে মত স্থানীয়দের ৷